বাঘ-গণেষের লড়াই
নামছে মাঠে টাইগার আর
ফুঁসছে বসে গণেষ,
দিবারাতির লড়াইটা আজ
জমবে নাকি বেশ।
লাল সবুজের পতাকা আজ
উড়ছে খুশীর হাওয়ায়,
ইডেনের আজ নেই সৌরভ
তাপ’ও নেই তাওয়ায়।
হুংকারে নয় রাজার চালে
কাঁপাবে মাঠ টাইগার,
গণেষ বাছার ভয় যে শুধুই
বাঁচবেতো আজ ঘাড়!
যতই দাও উলু ধ্বনি
মন্ত্র করো পাঠ,
টাইগাররা আজ ব্যাটে বলে
জমিয়ে দেবে মাঠ।
আনন্দ আজ নেই বাজারে
শোকের কথা ভেবে,
ভাবছে বসে কলমে আজ
কাকে খোঁচা দেবে।
লালসবুজের কীর্তিগাথা
দেখবে যখন চেয়ে,
বিশালদেহী গণেষ বাছা
ঘামেই যাবে নেয়ে।
বিশ্ববাসী মুখিয়ে আছে
বাঘ-গনেষের দেখবে লড়াই,
ব্যাটে বলেই প্রমাণ হবে
মুখের কথায় নয়তো বড়াই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।