চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের একমাত্র মহিলা হলের নামকরন ‘’দেশরত্ন শেখ হাসিনা হল’’ করা হল । নামকরনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ, এইচ, এম খাইরুজ্জামান লিটন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ একমাত্র মহিলা হলের নামকরন ‘’দেশরত্ন শেখ হাসিনা হল’’ করার দাবী জানিয়র আসছে। এই দাবী সহ শহীদ মিনার নির্মান, শিক্ষক নিয়োগ, মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি সংরক্ষন, ক্যাম্পাসে প্রতিটি হলে ইন্টারনেট সংযোগ, নতুন অডিটরিয়াম নির্মান ইত্যাদি ১২টি দাবী নিয়ে ছাত্রলীগ সাধারন ছাত্রদের সাথে নিয়ে গত ১৮ জানুয়ারি থাকে লাগাতার ক্লাস বর্জন কমসূচি দেয়। কর্মসূচির একপর্যায়ে ছাত্রলীগ উপাচার্যের পদত্যাগ দাবী করে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ সিরাজুল করিম চৌধুরী ছাত্রদের দাবীগুলো যৌক্তিক বলে মনে করেন এবং সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে। মেয়র মহিলা হলের নামকরন উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।