আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিপক্ষের আঘাতে রুয়েটের ছাত্রলীগ কর্মী নিহত

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজ সংগঠনের কর্মীদের দ্বারা আহত ছাত্রলীগের সেই কর্মীটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম আব্দুল আজিজ খান সিহাব। সে রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ী মানিকগঞ্জ জেলায়। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ কে এ তথ্য নিশ্চিত করেছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকতা আকবর হোসেন কে জানান, গত ১২ মার্চ স্বাক্ষরিত এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের বৃহস্পতিবার সকাল ১১ টায় গ্রহন করা হয়েছে। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে ভর রুয়েটে ভাঙ্চুর ও বিক্ষোভ করেছে। শুক্রবার সকালে সিভিল ইঞ্জিনিয়ারি বিভাগের শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে গ্রুপিং এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গত ১২ মার্চ সোমবার নিজ সংগঠনের কর্মীদের আঘাতে আহত হন ছাত্রলীগের বহিষ্কৃত দু’ কর্মী।

সকাল ১১টার দিকে রুয়েট ক্যাফেটোরিয়ার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় চিকিৎসাধীন অপর শিক্ষার্থী হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী চৌধুরী রনি। রুয়েটের শিক্ষার্থীরা জানায়, গত ফেব্রুয়ারি মাসে রুয়েটের ইলেকট্রিক্যাল আন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক বনভোজনের নেতৃত্বকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনাতে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়। আর ওই সময় রনি, আজিজসহ ছাত্রলীগের জিয়া হলের বেশ কয়েকজন ওই ঘটনায় নেতৃত্ব দেয়। পরে রুয়েট ছাত্রলীগ আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করে।

গত ১২ মার্চ সোমবার রনি ও আজিজ নাস্তা করার জন্য রুয়েট ক্যাফেটোরিয়ার যায়। এসময় রুয়েটের সেলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব, পলাশ, জয়সহ ৭-৮ জন ছাত্রলীগ কর্মী তাদের কাছে যায়। পরে কথাকাটাটির এক পর্যায়ে রনি ও আব্দুল আজিজকে তারা লাঠি ও লোহার রোড দিয়ে পিটিয়ে আহত করে। ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ জানান, জড়িত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। আমরা এ ঘটনায় গভীর ভাবে শোকাহত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.