আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্কটপ অনলাইন শেয়ারিং সাইটঃ ড্রপবক্স



ধরুন, আপনাকে বাসার পিসিতে কাজ করতে হচ্ছে। একই কাজ করতে হচ্ছে অফিসে। কিংবা শাহেদের বাসাতেও অফিসের একটা ফাইল নিয়ে কাজ করতে হবে, যেটা শায়মারও দরকার। কী করবেন? ভাবছেন, পেনড্রাইভ আছে, ইমেইল অ্যাটাচমেন্টও আছে। কিন্তু, তারচেয়েও চমৎকার উপায় হলো ড্রপবক্স।

শুধুমাত্র ফাইলটি পিসিতে রাখা ড্রপবক্স ফোল্ডারে ড্র্যাগ করে এনে কপি করে দিলেই হলো। সবপিসির ড্রপবক্স ফোল্ডারে ফাইলটি চলে আসবে। স্লো ইন্টারনেট কানেকশনেও দারুণ কাজ করে এটি। এটি একই সঙ্গে মাল্টিপল শেয়ারিং সাইট, যা একাধিক পিসিতে নিজস্ব ফোল্ডার বানিয়ে রাখবে। আবার একই সঙ্গে ওয়েবসাইটে ডাটা ব্যাক-আপ রাখবে।

আপনাকে যা করতে হবে তা হলো, ড্রপবক্সের ওয়েবসাইট থেকে মূল ফাইলটি ডাউনলোড করে ইনস্টলেশন। সম্পূর্ণ নতুন ইউজারের জন্য যেকোন ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এতে পিসিতে একটি ড্রপবক্স ফোল্ডার সৃষ্টি হবে, যা ড্রপবক্স সাইটের মূল সার্ভারের সাথে যুক্ত। এভাবে যে কয়টা পিসিতে ড্রপবক্স ইন্সটল করতে চান- সেখানে একই ইমেইল অ্যাড্রেস দিয়ে ড্রপবক্স ফোল্ডার যুক্ত করুন। ড্রপবক্সের ফ্রি রেজিস্ট্রেশনে আপনি পাবেন ২গিগাবাইট স্পেস।

আর আপনার জানানো ইনভাইটেশনে প্রতি বন্ধুতে ২৫০ মেগাবাইট। এছাড়া পয়সা দিলে আরও স্পেস বাড়বে! এতে বিভিন্ন পিসিতে প্রতিটি ফাইল এডিট করবার সম্পূর্ণ হিস্টোরি দেখতে পাবেন। আর যেকোন কারও সঙ্গে ফাইল তো শেয়ার করবার সুযোগ তো পাবেনই। সুতরাং, দেরি কেন? এনজয় !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.