আমাদের কথা খুঁজে নিন

   

John Denver এর আমার খুব প্রিয় কিছু গানের ডাউনলোড লিঙ্ক দিলাম, যারা এই ঘরানার গান পছন্দ করেন তাঁদের অবশ্যই ভালো লাগবে।

ভুল করে ইঞ্জিনিয়ার হয়া গেছি, এরচে' বাংলায় অনার্স পড়তাম! :(

১। Annie's Song- এটা নিয়ে কিছু বোলার নাই। গত শতাব্দীর সেরা রোমান্টিক মিউজিক এটা। আমাদের সুমন শুধু না, পৃথিবীর আরো অনেক ভাষায় ই এটা অনুবাদ করা হয়েছে, যদিও সুমনের গান মূল গানের ধারেকাছেও যেতে পারেনাই। ডাউনলোড লিঙ্ক Annie's Song ২।

Leaving On A Jet Plane-- অসাধারন একটি গান, শুনে ভালো লাগতে বাধ্য। ডাউনলোড Leaving On A Jet Plane ৩। Back Home Again-- এই গানটি যতবার শুনি, প্রতিবারই নস্টালজিয়ায় পেয়ে বসে, খুব সুন্দর একটি গান। ডাউনলোড Back Home Again ৪। Grandma's Feather Bed-- নিখাদ পপ মিউজিকের স্বাদ ও গানের কথাগুলোর জন্য এই গানটি আমার খুব ভালো লাগে, সাথে ছেলেবেলার স্মৃতিময়তায় হারিয়ে যাবার মজা তো আছেই।

ডাউনলোড Grandma's Feather Bed ৫। Take Me Home Country Roads: 'country roads, take me home, to the place- I belong...' কোরাস এর এই অংশটা বারবার শোনার মোত। ভালো লাগবে আশা করি। ডাউনলোড Take Me Home Country Roads ৬। Friends With You-- বন্ধুদের নিয়ে গান, ভালো লাগবে, ইদানিং এটা আমি ঘনঘন শুঞ্ছি, বিশেষ করে কোরাস পার্টটা আমার অনেক প্রিয়।

ডাউনলোড Friends With You ডেনভারের আরো কিছু গান আছে যেগুলো আমার ভালো লাগে, কিন্তু অ্যাসিড রক আর ডেথ মেটালের এই যুগে ওসব কয়জনের ভালো লাগবে তা নিয়ে একটু সন্দেহে আছি তাই দিলাম না। আপনাদের ভালো লেগেছে এরকম এই ঘরানার কিছু গানের রেফারেন্স দিলে খুশী হব। ভালো থাকুন সবাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।