ভুল করে ইঞ্জিনিয়ার হয়া গেছি, এরচে' বাংলায় অনার্স পড়তাম! :(
আইসিসি কাপের শেষ ওভারে আমি রেডিও অফ করে দিছিলাম তাই বাংলাদেশ জিতে গ্যালো।
তারপর থেকে মনের মধ্যে একটা বিশ্বাস গজালো, আমি খেলা না দেখলে মনেহয় বাংলাদেশ জিতবো, ধীরে ধীরে এই ব্যাপারটা একেবারে বদ্ধমূল হয়ে গ্যালো।
তারপর থেকে খুব সাবধম্যান। তে লাগ্লাম। খেয়াল্ল করে দেখলাম আমি যখনি টিভি অন করি, বাংলাদেশ যদি ব্যাটিং এ থাকে তাইলে উইকেট পড়ে যায় আর নাহয় কড়া আপিল খায় ব্যাটসম্যান।
আবার বোলিং এর সময় আমি খেলা দেখতে বসলে হয় বোলার চার- ছক্কা খায় নয়তো নো বল করে। চিন্তা করে দেখলাম আমিই কুফা।
সুতরাং খেলা দেখা বাদ।
কিছুদিন পর অবস্থা আরো খারাপ হয়ে গ্যালো, এমনকি ক্রিকইনফোতেও আমি ঢুকলে কুফা লেগে যায়। সো অইটাও বন্ধ।
ইদানিং খেলার মাঝে মাঝে বন্ধুদের ফোন করে খবর নেয়া শুরু করেছিলাম তাতে লাভের মাঝে এইটা হল, ব্যাটিং এর সময় আগের মতই কুফা লাগে, শুধু বোলিং এর সময় কিছু হয়না।
এবারের বিশ্বকাপে তাই খেলা দেখুম্না। মোবাইল ই ভরসা।
এক্টা ব্যাতিক্রম আছে অবশ্য, গত নিউজিল্যান্ড সিরিজে অইযে শেষের বলে কেডা জানি একটা ইয়র্কার দিয়া আউট করলো না, মনেহয় রুবেল, আমি তখন খেলা দেখতেছিলাম, শেষ ওভারে টিভি অন করছি, দেখি প্রথম তিন বলে গনেশ উলটে যায় যায় অবস্থা। রুবেলের চৌদ্দ গুষ্টি নিয়া গালি দেওয়া শুরু করলাম দেখি বেটা আউট করে দিলো।
মনেহয় গালাগাল করলে কাজ হয়। যাউজ্ঞা রিস্ক নেওা যাইবো না, এইটা বিশ্বকাপ।
আমি নাহয় না দেখলাম খেলা, তবু বাংলাদেশ জিতুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।