'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "জিয়াউর রহমান ও এরশাদের সময়ের প্রজন্ম ছিল নষ্ট প্রজন্ম।" সূত্র: আমাদের সময় ডট কম
বাংলা ভাষায় 'নষ্ট' শব্দটির অর্থ দাঁড়ায়, ক্ষতিকর বা বাতিল। নব্বই এর এরশাদ বিরোধী গণ-আন্দোলনের দিনগুলোতে যদি আমরা ফিরে যাই, তাহলে সেদিনের উত্তাল দিনগুলোতে বি.এন.পি এবং আওয়ামীলীগসহ অন্যান্য দলগুলোর সর্বদলীয় আন্দোলনের কথা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। তখনকার সে প্রজন্মে ছাত্রদল যেমন মাঠে সক্রিয় ছিল, ঠিক তেমনই ছাত্রলীগও এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। "জিয়াউর রহমান ও এরশাদের সময়ের প্রজন্ম ছিল নষ্ট প্রজন্ম" - এ্ই কথাটি দিয়ে মন্ত্রী আশরাফ কি তাহলে বলতে চেয়েছেন, এরশাদের সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও নষ্ট ছিল?
এরশাদ পতনের পরবর্তী সময়ে সুস্থ গণতন্ত্রের ধারায় পথ চলার এক অপার সম্ভাবনা এবং তীব্র আকাঙ্খা নিয়ে বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের পথ চলা শুরু হয় যেখানে নব্বই-এর গণঅভ্যূত্থান এবং স্বৈরশাসক এরশাদের পতন ছিল গণতন্ত্রের পথে উত্তোরণের একটি যুগান্তকারী মাইল ফলক। মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও সেই প্রজন্মের একজন গর্বিত দাবীদার যদি হয়ে থাকেন, তাহলে আজ জাতির কাছে তাকে জবাবদিহি করতে হবে, সেই প্রজন্ম যদি মন্ত্রীর ভাষায় 'নষ্ট' হয়ে থাকে, তাহলে আজ বাংলাদেশের নীতি নির্ধারক স্তরে তাঁর মতো একজন তথাকথিত দায়িত্বশীল মন্ত্রী কি 'নষ্ট' ? আর সেই প্রজন্মের অন্তর্ভুক্ত হয়েও যদি ৯০ এর গণআন্দোলনে তিনি শরীক না হয়ে থাকেন, তাহলে আজ দেশবাসী জানতে চায়, তৎকালীন সময়ে তাঁর ভূমিকা কি ছিল?
মন্ত্রীর কাছে সর্বশেষ প্রশ্ন: তাহলে কি শহীদ ডা: মিলন, শহীদ নূর হোসেনরাও নষ্ট?
বস্তুত: বিগত দু'বছরে মন্ত্রী আশরাফ ও তাঁর আওয়ামীলীগ সরকারের সীমাহীন ব্যর্থতা এবং সর্বস্তরে চরম দুর্নীতি শাক দিয়ে মাছ ঢাকতেই আশরাফ সাহেব এ উক্তির অবতারণা করেছেন। এই উক্তি দ্বারা তার চারিত্রিক দারিদ্রতা এবং নষ্ট মানসিকতার বহি:প্রকাশ ঘটার প্রয়াস পেয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।