আমাদের কথা খুঁজে নিন

   

'ভালবাসার সফল জুটি'

গভীর কিছু শেখার আছে ....

আজ ১৪ ফেব্রুয়ারি, ভালবাসা দিবস। দেশ-কাল-পাত্র ভেদে ভালবাসার কোন বিভেদ নেই। ভালবাসা কোন বাঁধা মানে না। আমাদের দেশের মিডিয়া অঙ্গনের তারকারাও ভালবাসার জালে নিজেদের জড়িয়েছেন। কেউ কেউ হয়েছেন সফল, কেউ বা ব্যর্থ।

ভালবাসার বন্ধুর পথ পেরিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যেসব তারকার উভয়ই মিডিয়াতে কাজ করছন, আজ ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে এমন ১৪ জুটিকে নির্বাচন করা হলো "ভালবাসার সফল জুটি হিসেবে"- ******************************************** ১. আলী যাকের ও সারা যাকের : দু'জনেই মঞ্চ ও টিভিতে অভিনয়ের সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে। ২. আলমগীর ও রুনা লায়লা : এক সময়ের সিনেমার পর্দা কাঁপানো শক্তিমান অভিনেতা আলমগীরকে এখন সিনেমাতে তেমন দেখা না গেলেও সুকন্ঠি গায়িকা রুনা লায়লা বর্তমানে গানের পাশাপাশি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করছেন। ৩. বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা : একজন নাট্য নিদের্শক হিসেবে বদরুল আনাম সৌদের মিডিয়া অঙ্গনে ভাল পরিচিতি রয়েছে। অন্যদিকে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এখনও দৌর্দন্ডপ্রতাপে টিভি পর্দায় অভিনয় করে চলেছেন। ৪. শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী : শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী দু'জনেই নাটকের মানুষ হলেও বর্তমানে শহীদুজ্জামান সেলিম অভিনয়ের চেয়ে নাট্য পরিচালক হিসেবেই বেশি কাজ করছেন।

৫. শামসুদ্দিন হায়দার ডালিম ও তনিমা হামিদ : শামসুদ্দিন হায়দার ডালিম সংবাদ পাঠক হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে পুরোদস্তুর একজন সাংবাদিক। অপরদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবেই তনিমা হামিদ পরিচিত। ৬. শওকত আলী ইমন ও বিজরী বরকতউল্লাহ : শওকত আলী ইমন পুরোপুরি সঙ্গীতাঙ্গনের মানুষ। অপরদিকে বিজরী বরকতউল্লাহ অভিনেয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী। ৭. তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত : অভিনয় দিয়ে তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের মিডিয়াতে যাত্রা শুরু হলেও তৌকীর আহমেদ পরবর্তীতে নাটক ও সিনেমা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

আর বিপাশা হায়াত বর্তমানে অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবে কাজ করছেন। ৮. জাহিদ হাসান ও মৌ : অভিনয় দিয়ে জাহিদ হাসানের শুরু হলেও মৌ-এর শুরু মডেলিং দিয়ে। এছাড়া নির্মাতা হিসেবে জাহিদ হাসান ও মডেলিং-এর পাশাপাশি নাচের শিল্পী হিসেবে মৌ-এর আলাদা পরিচিতি রয়েছে। ৯. মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা : নাটক ও সিনেমা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দেশের নাটক ও সিনেমার ক্ষেত্রে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। অপরদিকে তিশা পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে নাটক কাজ করছেন।

এর পাশাপাশি 'থার্ড পারর্সন সিঙ্গুলার নাম্বার' ছবিতে তিনি অনবদ্য অভিনয় করেছেন। ১০. শিমুল ও নাদিয়া : শিমুল ও নাদিয়া দু'জনেরই শুরুটা ছিল মডেলিং থেকে। পরবর্তীতে তাঁরা দু'জনেই অভিনয়ে এসেছেন। ১১. রিয়াজ ও তিনা : রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দায় নাটক ও উপস্থাপনা করছেন। তাঁর সহধর্মিণী তিনাও উপস্থাপনা করছেন।

১২. হিল্লোল ও তিন্নি : হিল্লোল ও তিন্নি দু'জনেই নাটক ও মডেলিংয়ের দু'ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়েছেন। ১৩. বাপ্পা ও চাঁদনী : বাপ্পা সঙ্গীতের মানুষ হলেও চাঁদনী নাচ ও অভিনয় করছেন। ১৪. তাহসান ও মিথিলা : সঙ্গীত দিয়ে তাহসান ও মিথিলার মিডিয়ায় যাত্রা শুরু হলেও পরবর্তীতে তাদের দু'জনকেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.