হাতুড়ি মারা উচিত যদি সব তথাকথিত যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েও যায়, এবং আলোচিত রাজনৈতিক দলটি নিষিদ্ধও ঘোষিত হয়, ১৯৭১ ইনডাস্ট্রিয়ালিস্টরা মোটেও থেমে থাকবে না। তারা নতুন ইসলামিস্ট শত্রু তৈরি করবে এবং এই জুজুর ভয় দেখিয়ে তাদের এস্ট্যাবলিশমেন্ট টিকিয়ে রাখবে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ অব্যাহত রাখবে। জুনিয়র বুশের জন্য যা ছিলো "এক্সিস অফ ইভিল" এদের জন্য সেটাই হচ্ছে "পাকিস্তান, আফগানিস্তান বা তালেবানের ভয় দেখানো। " এই দিক থেকে এই ৭১ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় একটি আঞ্চলিক আংক্ল স্যাম - কাজে, আচরণে ও কৌশলে। ১৯৭১ এর ইতিহাস এখানে গৌণ, এর শানে নুজুল পরিত্যাক্ত।
কেনোনা ১৯৭১ আসলে এখন আর কোনো ঐতিহাসিক সত্য নয়, এটা একটা আরোপিত সংস্কৃতি ও ধর্মবিশ্বাস। এবং এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য ইতিহাসের ছাত্রদের দমিয়ে রাখা আবশ্যক, অন্ধ বিশ্বাসীদের সংখ্যাবৃদ্ধি করা ফরজ। এই অন্ধ বিশ্বাসীরা যেহেতু ১৯৭১ সংক্রান্ত কোনো প্রেসেনটেশনের ওপ্নিং স্লাইড দেখলেই হর্নি হয়ে যায়, এদের পক্ষে পুরো আলোচনায় মেধা খাটানো প্রায় অসম্ভব। এদের থেকে প্রকৃত দেশ, প্রকৃত ধর্ম এবং প্রকৃত ১৯৭১কে বের করে নিয়ে আসা একটি বিশাল চ্যালেঞ্জ। চিনে রাখুন কারা আসলে রাজাকার।
by Asif Shibgat Bhuiyan ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।