আমাদের কথা খুঁজে নিন

   

সকাল বেলা যে খবরটি পড়ে মেজাজটা হট হয়ে গেল

আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার

বললেন বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের মতো কম দামে কোথাও পণ্য বিক্রি হয় না বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো কম দামে পণ্য বিক্রি হয় না। তার পরও গরিব জনসাধারণের কথা চিন্তা করে সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবন মিলনায়তনে সারা দেশের চেম্বারগুলোর সংগঠন কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মধ্যে ছোট একটি গোষ্ঠী নিত্যপণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটে নিতে মজুদদারি করছে। কিছু ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের মধ্যেও দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।

এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেম্বার নেতাদের ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী। কোন ব্যবসায়ী কোন পণ্য কত দিন মজুদ রাখছেন, কোন সময় এবং কী দামে বিক্রি করছেন, তা চিহ্নিত করার জন্য বাণিজ্যমন্ত্রী চেম্বার নেতাদের প্রতি আহ্বান জানান। ফারুক খান বলেন, অসাধু ব্যবসায়ীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম দেড় বছরে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশেও কয়েকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে।

কিছুদিনের মধ্যেই পণ্যের দাম আরও সহনীয় হবে। সভায় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, গুটিকয়েক ব্যবসায়ীর অতিমুনাফা করার প্রবণতা সমাজের কাছে ব্যবসায়ীদের প্রকৃত অবস্থান খাটো করে দিচ্ছে। ব্যবসায়ী মহলের অর্জিত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অথচ ব্যবসায়ীরাই এ দেশের উন্নয়নের রূপকার। অন্য চেম্বার নেতারাও স্বীকার করেন, কিছু ব্যবসায়ীর কারণে দেশে চাল ও ভোজ্যতেলের দাম বাড়ছে।

সভায় নওগাঁ চেম্বারের সভাপতি শামসুল হক বলেন, গত ১ জানুয়ারি থেকে মাত্র ৪৩ দিনে নওগাঁ থেকে ঢাকার জন্য ছেড়ে আসা চালভর্তি পাঁচটি ট্রাক ছিনতাই হয়েছে। এতে দুজন শ্রমিকও নিখোঁজ হয়েছেন। দিনাজপুর চেম্বারের সভাপতি নুরুল মঈন জানান, ঢাকামুখী চালভর্তি ট্রাক গাজীপুরে এবং নরসিংদীমুখী ট্রাক কাঁচপুরে আসার পর ছিনতাই হচ্ছে। এ পর্যন্ত দিনাজপুর থেকে ছেড়ে আসা ১২টি চালভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। শেরপুর চেম্বারের সভাপতি দুলাল মো. কিবরিয়া বলেন, চালের ট্রাক ঢাকায় পাঠালেই ছিনতাই হয়ে যায়।

ট্রাকগুলো পরে গাজীপুরে পাওয়া গেলেও চাল পাওয়া যায় না। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় প্রথম সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান, সার্ক চেম্বারের সহসভাপতি আবুল কাসেম আহমদ, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, মোহাম্মদ আলী, পরিচালক মনোয়ারা হাকিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ভাইয়েরা আমার মেজাজ তো এখন হট তাই কি বলতে কি বলে ফেলি তাই এখন আপনারা কিছু বলেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.