আমাদের কথা খুঁজে নিন

   

সূরা আস-সাফফাত (আয়াত ১-২১)

কারো কেও নই আমি ...

[1] শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, [2] অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের, [3] অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের- [4] নিশ্চয় তোমাদের মাবুদ এক। [5] তিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের। [6] নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। [7] এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। [8] ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।

[9] ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি। [10] তবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে। [11] আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। [12] বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।

[13] যখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না। [14] তারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে। [15] এবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু। [16] আমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? [17] আমাদের পিতৃপুরুষগণও কি? [18] বলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত। [19] বস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।

[20] এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস। [21] বলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে। আরও পড়তে চাইলে এখান থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।