আমাদের কথা খুঁজে নিন

   

সাদ্দামকে ক্ষমতাচ্যুত না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন মুবারক : উইকিলিকসের তথ্য

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারক সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে বলেছিলেন, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যেন ক্ষমতাচ্যুত না করা হয়। উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন নথিতে এ তথ্য জানা যায়। ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, মুবারক সাবধান করে জানিয়েছিলেন, তার এ উপদেশ অগ্রাহ্য করে ইরাকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, বিশেষ করে ইরানের হুমকি বাড়বে। ২০০৮-এ কায়রোয় প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে প্রাতরাশের সময় এসব কথা বলেন মুবারক।

তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনেটর বাইরন ডরগ্যানকে বলেন, যুক্তরাষ্ট্রের উচিৎ এ অঞ্চলে তার বন্ধুদের কথা শোনা। তিনি আরো বলেন, জর্জ বুশ সিনিয়র প্রেসিডেন্ট থাকাকালে আমার উপদেশ শুনতেন। তার ছেলে আমার কথা শোনে না। তারবার্তাটির তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ জানুয়ারি, ২০০৯। মুবারক বলেন, প্রেসিডেন্ট বুশ সিনিয়র প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাক আক্রমণের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছিলেন।

আমি নিষেধ করে বলেছিলাম, আপনি বের হতে পারবেন না এবং ইরাকে ডুবে যাবেন। মুবারক একই বার্তা বর্তমান প্রশাসনকে দিতেও চেয়েছিলেন। ওই তার বার্তায় মুবারক বলেন, আমি ডিক চেনিকে তিন থেকে চারবার বলেছিলাম ইরাকের একজন শক্তিশালী নেতা প্রয়োজন। আর সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করা বুদ্ধিমানের কাজ হবে না। দুর্ভাগ্যক্রমে আমার উপদেশ শোনেননি তিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।