গুগলের প্রথম হ্যান্ডসেট নেক্সাস ওয়ান তৈরির ১ বছর না পেরোতেই আবারো নতুন মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এই অনলাইন জায়ান্ট। নেক্সাস এস নামের নতুন এই মোবাইল হ্যান্ডসেট গুগলের জিঞ্জারবার্ড নামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, প্রথম মোবাইল হ্যান্ডসেট হিসেবে জিঞ্জারবার্ড অপারেটিং সিস্টেমে চলবে নেক্সাস এস। পাশাপাশি এই হ্যান্ডসেটে যুক্ত হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) নামের নতুন হার্ডওয়্যার সুবিধাও।
গুগলের মোবাইল বিভাগের কর্মকর্তা ডেভিড ব্রæক জানিয়েছেন, এনএফসি প্রযুক্তির সাহায্যে নেক্সাস এস ব্যবহার করে স্মার্ট অবজেক্ট পড়া যাবে। এমনকি এটি ভ্রমণ টিকেট, ব্যাংকিং পেমেন্ট এবং স্ক্যানিং কাজেও ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, এনএফসি হলো স্বল্প-আওতার ওয়্যারলেস প্রযুক্তি। এটি জাপানে ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে ডিভাইসটি নিকটে আনলেই এনএফসি প্রযুক্তি চালু হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।