আমাদের কথা খুঁজে নিন

   

UNIPAY2U তে বিনিয়োগের জন্য শিশু অপহরণ !!!!!!!!!



কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকা থেকে অপহৃত এক শিশুকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকা চাকঢালা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির নাম মাইসা মরিয়ম রওজা (৫)। এ সময় চারজনকে আটক করে কক্সবাজার মডেল থানা পুলিশ। ওই চারজন অপহরণের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আটক চারজন হলো_কঙ্বাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবরিনা মজুমদার রিংকি (১৭), কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আবুল হাসনাত (২০), শহরের ঘোনারপাড়ার আবদুর রহিম এবং উখিয়ার মো. আনিস। এর মধ্যে রিংকি অপহৃত শিশু রওজার ফুফাতো বোন। সেই অপহরণের ঘটনার হোতা বলে পুলিশ জানায়। রওজা কঙ্বাজার জিপ-কার-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শাহজাহান বাপ্পীর একমাত্র মেয়ে। রিংকি অপহরণের কথা স্বীকার করেছে।

সে বলেছে, বিতর্কিত এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কম্পানি ইউনিপেটুইউতে বিনিয়োগের জন্য টাকা আদায়ে তারা শিশুটিকে অপহরণ করে। সে আরও জানায়, আবুল হাসনাতের সঙ্গে বছর দুয়েক আগে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুজনের মধ্যেই প্রচুর টাকার চাহিদা দেখা দেয়। একপর্যায়ে ইউনিপেতে ১০ মাসে দ্বিগুণ লাভের লোভে তারা বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। প্রেমিক আবুল হাসনাত ডাকাতি বা অপহরণ করে টাকা আদায়ের বিষয়ে প্রেমিকা রিংকিকে প্রলুব্ধ করে।

এরপরই চার লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য তারা রওজাকে অপহরণ করার সিদ্ধান্ত নেয়। রিংকি আরো জানায়, পরিকল্পনা মতো, গত বুধবার রাত সাড়ে ৮টায় রওজাকে নিয়ে সে রাস্তায় বের হয়। রহিম ও আনিস শিশু রওজাকে রিকশায় তুলে নিয়ে চলে যায়। তাকে যাতে কেউ সন্দেহ না করে সেজন্য রিংকির হাতে ছুরিকাঘাত করে হাসনাত। সে বলেছে, 'মামাতো বোনের কোনো ক্ষতি করার ইচ্ছাই আমাদের ছিল না।

শুধু টাকার জন্য তাকে অপহরণ করা হয়েছিল। ' তবে আবুল হাসনাত বলে, 'ইউনিপেতে বিনিয়োগের জন্য টাকার প্রয়োজন হওয়ায় রিংকির পরামর্শে রওজাকে অপহরণের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা বাস্তবায়নে রহিম ও আনিসকে ভাড়া করা হয়। ' কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক তদন্ত শুরু করা হয়। রিংকির বক্তব্যে সন্দেহ হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নাইক্ষ্যংছড়ি থেকে শিশুটিকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।