আপাতত ঘুরপাক খাচ্ছি!
ধূম্রজালে আবদ্ধ কুন্ডলী পাকানো মুহুর্ত। লাভা উৎগীরণ হতে হতে থেমে যাওয়া ক্ষয়িষ্ণু বলয়ের হা বরাবর চেয়ে দেখি। দেখি আধমরা পোড়খাওয়া জীবনের স্থবির ব্যপ্তি । সুক্ষ ছায়া দিনান্তে দৈর্ঘ্য বরাবর টেনে বিলীন হয়ে যায়। লুপ্ত হয় একটি দিবস।
রয়ে যায় সম্ভাবনাময় দিবসের হাতছানি। নিশাচর বিহঙ্গ জাগে। আটকে থাকে পশ্চিমাকাশে সন্ধ্যাতারা। দৃশ্যস্থিত হলে ছায়া আর কায়ার পাটিগণিত শাস্ত্রমতে উঠে আসে মৃতকল্প জীবনবোধ। পশ্চাতে সহস্র সম্ভাবনার বিলাপ আর সন্মুখে উন্মত্তার দ্বার।
দ্বারা, দিয়া কর্তৃক মেলাতে মেলাতে ব্যাকরণের রূঢ় আচরণে বিরাগভাজন একজনের বৈরাগ্য নেমে আসে। উন্মত্তার দ্বার খুলেই সন্মুখগামী পথিকের হস্তে সমর্পিত হয় সম্ভাবনা। পশ্চাতের করুণ আর্তি ফালিফালি করে কেটে সন্মুখে আদিগন্ত বিস্তৃত ঐপাড়ে যাত্রা। অনাবাদি ঊষর প্রান্তরের মুঠোভর্তি মৃত্তিকা আগামীর শপথ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।