ওরা কি দেখেনি
মুষ্টিবদ্ধ সে হাত,
আগুন ঠিকরে বের হওয়া সে চোখ।
ওরা কি ভুলে গেছে ন্যায়ের সংগ্রামে বুকের রক্ত ঢেলে দেওয়া
সেই যুবকের কাহিনী।
ওরা ভুলে গেছে
আগুন ঝরা সেই দিনের ইতিহাস।
তাইতো ওরা খামচে ধরেছে
আমাদের স্বত্বা।
লালসার লকলকে জিব
জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে
আমাদের সাজানো বাগান।
আমারা ভুলিনি সে ইতিহাস।
পদ্মা মেঘনার পাড়ের মানুষেরা
বারবার ঘুরে দাঁড়িয়েছে
মুষ্টিবদ্ধ হয়েছে হাত বারবার।
তাইতো
বুকের রক্তে রাজপথ রাঙ্গাতে
আমাদের হৃদয়ে জেগে ওঠে স্পন্দন।
তাই আবার স্বপ্ন দেখি
নতুন দিনের,
শোষণের বিরুদ্ধে দীর্ঘায়ত মিছিলের।
আবার সেই মুষ্টিবদ্ধ হাত,
আগুন ঠিকরে বের হওয়া সে চোখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।