না ভাই না ! না ভাই না ! আপনি যেটা মনে করেছেন সেটা না ! আমি ভাই বই খাই না । মানে আমি বইপোকা না । আমি ভাই আপনার মতই বইকে হজম করতে পারি না ।
পুরো সেমিস্টারের পড়া মাথায় নিয়ে যখন পিএল এ ঢুকি ততদিনে পিসি তে শখানেক মুভি জমে গেছে । ছয় মাস মুভি দেখি আর ফেলি ।
এভাবে ফিল্টার হতে হতে সবচে বোরিং মুভিগুলা জমে যায় । আদ্ভুত ব্যাপার হল পরীক্ষার আগে এইসব মুভিগুলাও কেম্ন করে যেন হজম হয়ে যায় । এমন মুভিও দেখসি যেগুলা বন্ধুরা দশ মিনিট দেখার পর আমারে মারতে আসছিল !
পরীক্ষার আগে নতুন কত শখ যে মনের ভিতর খোচায়। একবার শখ হইল আমেরিকা অবশ্যই যেতে হবে। ...ব্যাস।
সবাই পরীক্ষার পড়া পড়ে আর আমি পড়ি জিআরই। সবাই করে সূত্র মুখস্ত আর আমি করি ইংরেজি শব্দ মুখস্ত !
পরীক্ষার সময় ডিস এর চ্যানেলগুলা ঘুরাতে কেন এত ভাল লাগে কে জানে ! ৯০ এর দশকের নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ ও যে মানুষ বসে বসে দেখতে পারে এইটা কে জানত?আমার বেশিরভাগ হিন্দি সিনেমা পরীক্ষার আগে সেট ম্যাক্স এ দেখা ।
আর ঘুম ! পরীক্ষার দিনের সকালের ঘুম ! ইহা পৃথিবীর কোন বস্তু নয় । ইহা বেহশ্ত থেকে পারসেল করে আল্লাহ পাঠায় দেন ।
পরীক্ষার আগের দিন মনে হয় আর একটু আড্ডা মারি।
পেপারে পাত্র পাত্রীর বিজ্ঞাপনটা পড়ে নিজের ওজনটাও একটু মেপে নেই। আমি যত ইংরেজি গল্পের বই পড়ছি বেশিরভাগ ই পরীক্ষার সীজনে।
অনেক প্যাচাল পাড়লাম। আর দেরি করা মনে হই ঠিক হবে না । পরশুদিন ৪/২ এর সেমিস্টার ফাইনাল শুরু হবে।
পড়ি না পড়ি শীটগুলো অন্তত গোছানো দরকার। আমার প্রথম ব্লগ তাই এখানেই শেষ করতে হয়। আর কিছু কি লিখব ? না থাক । পরীক্ষাতো সবে শুরু । আর একদিন নাহয় অন্য কিছু লিখব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।