তুমি চেয়েছিলে ,
তুমি চেয়েছিলে বলেই
আমি আজ এসেছি,
তুমি বলেছিলে বলেই
আমি নীল শাড়ি পড়েছি,
কপালে দিয়েছি নীল টিপ
হাতে নীল চুড়ি।
তুমি চেয়েছিলে,
মেঘের মত খেলবে লুকোচুরি
আমার আচঁলে,
তুমি বলতে
শুভ্র পেজাঁ তুলোর মত আমাকে
নীল শাড়ি নাকি,আকাশের মায়া মাখে।
তুমি বলেছিলে,
রাএির মত কাজল বুলিও চোখে
কারন, স্নিগ্ধ আমার চোখের তারা নাকি
নক্ষএের আলো ঢাকে।
নুপুর পরা আমার দু পায়,মাদল হাওয়া নাচে
আমার চলার ছন্দে নাকি
পথেও ফুল ফোটে।
পৃথিবী এসে থমকে যায় আমার হাসির বাকেঁ,
চাদেঁর হাসি ঢলে পড়ে আমার বাকাঁ ঠোটে।
তুমি চেয়েছিলে,
অপার মহিমায় এই আমাকে গড়তে,
তিলোওমা এক নারীর রুপে
এই আমাকে সাজাতে।
তুমি চেয়েছিলে ভীষন
তুমি চেয়েছিলে আমাকে,
আমার যা কিছু সুন্দর ,তুমি চেয়েছিলে তাকে।
শুধু চাওনি ,কক্ষনো চাওনি
এই আমার ভেতরের আমিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।