গত দশ বছরে বাংলাদেশে আলোকচিত্রের ধরণটাই অনেকখানি বদলে গেছে। এখন অনেক শিক্ষিত আলোকচিত্রী এদেশের বিভিন্ন মূলধারার বাংলা এবং ইংরেজি পত্রিকায় কাজ করছে। আলোকচিত্রের গুণগত মানও বেড়েছে অনেক। বিশেষ করে পত্রিকাগুলোতে বেতনভাতা এবং অন্যান্য সুযোগসুবিধাও বেড়েছে আলোকচিত্রীদের। অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আলোকচিত্রীরা অংশগ্রহণ করছে এবং বিজয়ী হয়ে ফিরে আসছে।
কেউ যখন আলোকচিত্রকে পেশা হিসেবে নিচ্ছেন, তখন তার উচিত তার আচরণ এবং ব্যবহারে আরো বেশি পেশাদার হওয়া। এক্ষেত্রে একজন আলোকচিত্রী আলোকচিত্র ধারণ করে উপার্জন করছেন এমন বিষয়কে কেবলমাত্র পেশাদারিত্ব বলা হচ্ছে তা নয়, বরং তিনি তার কাজটি করতে কি ধরণের দক্ষতা দেখাচ্ছেন সেটাও পেশাদারিত্বের মধ্যেই পড়ে।
এখনকার তরুণরা আলোকচিত্রের ব্যাপারে অনেক বেশি আগ্রহী এবং অনেকেই অনেক সৃজনশীল প্রতিভার অধিকারী। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির অগ্রগতি এবং বিভিন্ন সুযোগসুবিধা বাড়ার কারণে তরুণরা আলোকচিত্র সম্পর্কে শিখছে। বাংলাদেশে আলোকচিত্র প্রশিক্ষণের সুযোগ পর্যাপ্ত নয়।
এখানে একটিমাত্র আলোকচিত্র প্রশিক্ষণ কেন্দ্র আছে যার নাম ‘পাঠশালা’ (http://www.pathshala.net)। এবং সবচে’ দুঃখের বিষয় হলো বাংলাদেশে কোন সরকারি প্রতিষ্ঠান নেই যেখানে আলোকচিত্র প্রশিক্ষণ দেওয়া হয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আর্ট কলেজেও এব্যাপারে কোন প্রশিক্ষণ দেওয়া হয় না।
‘পাঠশালা’ সম্পূর্ণভাবেই একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এখন অনেক বেশি মানুষ আলোকচিত্র সম্পর্কে জানছে এবং একে পেশা হিসেবে বেছে নেবার মতো সাহস দেখাচ্ছে। নব্বইয়ের দশকে এই আলোকচিত্র প্রশিক্ষণের প্রতিষ্ঠান চালু হওয়ার পর আমি একটা নতুন প্রজন্ম দেখতে পাচ্ছি।
‘ছবিমেলা’ হলো সেইসব আলোকচিত্রীর প্লাটফর্ম, যারা বড় আন্তর্জাতিক ছবিমেলায় যেতে পারেনি। এই মেলায় বিষয়বস্তুও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নানা ধরণের প্রশ্নকে সামনে নিয়ে আসে এবং নানা ধরণের ঐতিহ্যবাহী এবং একইসাথে ধারণাগত বিশয়গুলোকেও তুলে ধরে।
বর্তমান সময়ে এসে আলোকচিত্র ধারণের ধরণ বদলে গেছে অনেকখানি। এখন অনেক নতুন নতুন ধারণা এবং বৈশিষ্ট্যের কাজ হচ্ছে।
গল্প বলার নান্দনিকতার সুযোগ সৃষ্টি হয়েছে প্রচুর। নতুন প্রজন্মের কাছে আমার পরামর্শ থাকবে আলোকচিত্রে গল্প বলার ক্ষেত্রে যতটা সম্ভব অনলাইন প্রযুক্তিকে খুঁজে বের করে ব্যবহার করার।
আবীর আব্দুল্লাহ্,
ভাইস প্রেসিডেন্ট,
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমী।
অনুলিখনঃ মুনতাসীর অন্তর।
source by : life2moro.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।