আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। রাজনৈতিক ভাষ্যকার: হঠাৎ করেই যেন সবকিছু ওলট-পালট হয়ে গেল। চরম এক অস্থিরতা চারদিকে। মানুষের মনে কোন শান্তি বা স্বস্তি নেই। রাজনৈতিক পর্যবেক্ষকরাও বেকুব বনে গেছেন।

তারা বলছেন, যুদ্ধাপরাধের বিচার হবে- এতে কার কি বলার আছে, কেবল মাত্র সংক্ষুব্ধ দল বা ব্যক্তি ছাড়া। পরিস্থিতি এমনটাই ছিল। প্রধান বিরোধী দল বিএনপির পক্ষে অবস্থান নেয়া ছিল সত্যিই কঠিন। কারণ, দলের দুজন নেতা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে বিচারের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে ‘শাহবাগে গণজাগরণ’ হয়ে গেল।

এটাও এক নাটকীয় ঘটনা। কয়েকজন ব্লগার এ ঘটনা ঘটিয়েছেন এখন আর কেউ এটা বিশ্বাস করে না। শুরুতে তাই মনে হতো। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বিষয়টি খোলাসা করে দিয়ে গেছে। যুদ্ধাপরাধের তিনটি মামলার রায় হয়েছে।

আবুল কালাম আযাদের রায় নিয়ে তেমন হইচই হয়নি। কারণ হতে পারে দুটো। তার এখন আর কোন দল নেই। বহু আগে জামায়াতে ইসলামী ছেড়েছেন। দুই নম্বর হতে পারে তার প্রতীকী ফাঁসি নিয়ে কারও মাথাব্যথা নেই।

তিনি কোন দূরদেশে অবস্থান করছেন। কিভাবে তিনি গেলেন বা কোথায় আছেন তা এখনও রহস্যঘেরা। সমালোচকরা নানা কথাই বলেন। এর মধ্যে যুক্তি আছে, নেইও। আবদুল কাদের মোল্লার মামলার রায় নিয়েই যত গোলমাল।

যাবজ্জীবন সাজা মানতে পারেননি তরুণরা। তাই তারা শাহবাগে জাগরণের চেষ্টা করেন। সরকারের পৃষ্ঠপোষকতায় তারা সফল হন। বিরোধী বিএনপিও এতে সমর্থন দেয়। আইন সংশোধন হয় দ্রুততম সময়ের মধ্যে।

হিউম্যান রাইটস ওয়াচ এ প্রসঙ্গে বলেছে, ‘যে দেশে আইনের শাসন নিয়ে সরকার পরিচালিত হয় সেখানে আদালতের রায় তাদের পছন্দ না হলে তারা আদালতের সেই রায়কে পাল্টে দিতে একটি আইন করতে পারে না। এক্ষেত্রে আইনের যে সংশোধনী আনা হয়েছে তাতে বিচার প্রক্রিয়া যে প্রশ্নবিদ্ধ তাতে কোন সন্দেহ নেই। ’ এ কথা ঠিক, শাহবাগের আন্দোলন মিশরের তাহরির স্কোয়ার অথবা যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট দখলের আন্দোলনের অবিকল কিছু নয়। বরং উল্টোটাই দেখা গেছে। খাওয়া-দাওয়া, নানা সুযোগ সুবিধা ছাড়াও নিরাপত্তা দেয়া হচ্ছে চব্বিশ ঘণ্টা।

এ থেকে সরকার ফায়দা তুলতে চেয়েছে। কিছুটা পেয়েছে এতে কোন সন্দেহ নেই। সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছিল। এ ঘটনায় মানুষ সাময়িককালের জন্য হলেও হলমার্ক, ডেসটিনি, পদ্মা নিয়ে দুর্নীতি ভুলে গেছে। সরকারের সীমাহীন দুর্নীতির কথা মানুষ এখন আলোচনা করছে না।

মেইনস্ট্রিম মিডিয়াও একই সুরে কথা বলছে। ক’দিন আগেও যারা সরকারের সমালোচনায় মুখর ছিল; সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- এসব মিডিয়া আরেকটা ওয়ান ইলেভেন তৈরি করতে চাচ্ছে। এখন এই মিডিয়া কোরাস গাইছে এক সুরে। যদিও কেউ কেউ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। বলছেন, শাহবাগকে বিকল্প সরকার বানিয়ে তারা সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ নিতে চাচ্ছে।

শেরেবাংলা একে ফজলুল হক যখন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী তখন প্রতিদিনই তার সমালোচনা করতো কলকাতার আনন্দবাজার পত্রিকা। একদিন সকাল বেলা তার প্রাইভেট সেক্রেটারি এসে বললেন- স্যার, আজকে আনন্দবাজার পত্রিকা আপনার প্রশংসা করেছে। শেরেবাংলা তখন বললেন- তাই নাকি? তাহলে তো মনে হয় আমি সঠিক পথে নেই। যাই বলুন না কেন, যেভাবেই মূল্যায়ন করুন না কেন, শেখ হাসিনা যে মস্ত বড় এক চাল চেলেছেন তা নিয়ে কি কারও মনে সন্দেহ আছে! যদিও কেউ বলছেন, তাদের মনে হয়- বর্তমান ছক ও কৌশল হাসিনা নির্ণয় করেননি। করলে এতোটা জগাখিচুড়ি হতো না।

তৃতীয় পক্ষ ঢুকে পয়েন্ট অব নো রিটার্নে নিয়ে গেছে তাকে। এখান থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন। হিসাবটা গোলমাল হয়ে গেল সাঈদীর ফাঁসির রায়ের মধ্য দিয়ে। দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়লো। ৫০ জনের মৃত্যুর সংবাদ এসেছে।

গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৩শ’ জন। পুলিশও মারা গেছে। এখানেই কি শেষ? বিদেশী সংবাদ মাধ্যমগুলো বলছে, শুরু হলো মাত্র। সিএনএন বলেছে, স্থিতিশীলতার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এক বাক্যে বাংলাদেশের মানুষ সবাই স্বীকার করবেন।

থমথমে অবস্থা। বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়েছে- কোন দিকে যাচ্ছে প্রিয় মাতৃভূমি। জামায়াতবিরোধী ধর্মীয় সংগঠনগুলোও মাঠে। ব্লগার রাজীবের ব্লগের লেখা নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন।

বলছেন, একজন নাস্তিককে নিয়ে সরকার কেন মাতামাতি করছে। সরকারপ্রধান কেন সবকিছু না জেনে তাকে জাতীয় বীর ঘোষণা করলেন। তাদের আন্দোলন অবশ্য অনেকটা নিয়ন্ত্রিত। সরকারের তরফে তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়েছে। হাটহাজারীর জনপ্রিয় পীর সাহেবের সঙ্গেও যোগাযোগ স্থাপন করা হয়েছে।

ফলাফল কি তা জানা যায়নি। আতঙ্ক এমন একপর্যায়ে পৌঁছেছে, লোকজন মসজিদে যেতেও ভয় পাচ্ছে। অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন। বলছেন, তারা কেন জামায়াতকে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, জামায়াতকে নিষিদ্ধ করা হলে তারা আন্ডারগ্রাউন্ডে যাবে।

আর তারা যদি আল কায়েদার পথ বেছে নেয় তখন অশান্ত হবে বাংলাদেশ। তাদের রয়েছে বুদ্ধি ও শিক্ষা। তাদের পেছনে টাকার জোগান থাকবে নিরবচ্ছিন্নভাবে। এ কারণেই যুক্তরাষ্ট্র আগাম সতর্ক করেছে। বাস্তব অবস্থা কিন্তু তাই।

পাকিস্তান কাঁদছে। আফগানিস্তান জ্বলেপুড়ে ছাই। কেউ আমাদেরকে সেদিকে নিয়ে যাবার জন্য টানছে কিনা তা পর্যালোচনা করে দেখার সময় এসেছে। ক্রিকেটার কাম পলিটিশিয়ান ইমরান খান পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন- অনেক হয়েছে। আসুন সবকিছু ভুলে গিয়ে পাকিস্তানকে রক্ষার জন্য ভাবি।

আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি। ভুলভ্রান্তি একপাশে রেখে তালেবানের সঙ্গেও কথা বলি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বময়। অর্থনীতি নাজুক হতে চলেছে। ব্যবসা-বাণিজ্য স্থবির।

বিদেশী বিনিয়োগ বন্ধ। একমাত্র পুঁজি শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। সেটাও ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না। তবে মদিনা থেকে এক ধরনের পরামর্শ গেছে জেদ্দায়।

এর মধ্যে ইসলামী ব্যাংক বন্ধ করার দাবি এবং ব্যাংকটির স্বাভাবিক কাজকর্ম চালাতে বিঘ্ন ঘটানোয় আন্তর্জাতিক ১৪টি সংস্থার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে, যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার। ৮০ লাখ গ্রাহকের এই ব্যাংকটির ৪৫% বিনিয়োগ রয়েছে শিল্পখাতে। বর্তমানে প্রায় ৪ হাজার শিল্প কারখানা এই ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সরকারকে এ ব্যাপারে চটজলদি সিদ্ধান্ত নিতে হবে। তারা কি চান পরিষ্কার করতে হবে।

রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপিও মাঠে নামতে যাচ্ছে। তাদের কৌশল কি হবে তার কিছুটা পরিষ্কার হয়েছে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে। জামায়াতের হরতালের প্রতি সরাসরি সমর্থন না দিয়ে এক দিনের হরতাল কর্মসূচি দিয়েছেন আলাদা করে। বলেছেন, পুলিশ যে গণহত্যা চালাচ্ছে এর দায় সরকারের।

রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, বিএনপি ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে দেখছে খেলাতো তাদের বাদ দিয়েই হচ্ছে। যে খেলা হোক না কেন, পরিস্থিতি যে কোন সময় যে কোনদিকে মোড় নিতে পারে। বাতাসে নানা কথাই চাউর হয়ে গেছে ইতিমধ্যেই। শেষ পর্যন্ত কি দাঁড়াবে তা বোধকরি রাজনীতির কারবারিরা জানেন।

শুধু জানেন না জনগণ। তাদের সামনে এক অনিশ্চিত অবস্থা। ছেলেমেয়েদের লেখাপড়া প্রায় বন্ধ। একের পর এক হরতালে পরীক্ষার রুটিনও বদল হচ্ছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রবণতা যে কোন সময়ের তুলনায় বেশি।

চালের দামে ঊর্ধ্বগতি। আগে আন্দোলন হতো শহরকেন্দ্রিক। এখন কিন্তু এই আন্দোলন গ্রামেও ছড়িয়েছে। বৃহস্পতিবার অন্তত ৮টি স্থানে গ্রামের মানুষ যোগ দিয়েছে। সব কথার শেষ কথা হচ্ছে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিতে হবে।

মনে রাখতে হবে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। বঙ্গবন্ধু কিন্তু এমন বাংলাদেশ চাননি। ’৭১ সালের আগে শত্রুমিত্র চেনা যেত। পাকিস্তান ছিল শত্রুর কাতারে। এখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাস।

তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই। জামায়াতিদেরও বুঝতে হবে হিংসা হিংসারই জন্ম দেয়। হিংসার পথে কোন সমাধান নয়। যুদ্ধপরাধের প্রশ্নে জামায়াতকে বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে। পাঠকের মতামত **পাঠকের মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত মতামত।

পাঠকের মন্তব্যের জন্য সম্পাদক দায়ী নন। বিশাল ২০১৩-০৩-০২ লেখককে অসংখ্য ধন্য বাদ সময়উপযোগি এ লেখার জন্য । "মানবজমিন"কারোও তাবেদারী করেনা এ লেখাটি তারই প্রমান । এ রকম একটি লেখাই আশা করে ছিলাম । দেশের এ ক্রান্তিকালে মিডিয়াকে অনেক বেশী দায়ীত্ত্বশীল হতে হয় ।

বর্তমানে দেখা যায় দেশের সনামধন্য পত্রিকা ও সপ্পাদকগন বিষেশ এক আদর্শে গা ভাসিয়ে দিয়ে রির্পোট করছে । বর্তমান পরিস্থতি এজন্য দায়ী কিনা দয়া করে ভেবে দেখবেন । এ দেশ মাতৃভূমি আমার ও আমাদের, জামাত শিবির বা আওয়ামিলিগের নয় । যে তাদের তাবেদারী করতে হবে আমাদের । প্রবাসে বসে দুটি দিন টেলিভিশন দেখে শুধু কেদেছি আর ভেবেছি আমার মাতৃভুমির সুখ সান্তির প্রতি কার যেনো কুনজর পরেছে,ছারখার করে দিতে চায় সব ।

আমার মাতৃভুমি মায়ের বুকের ভিতর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের ৩০ লহ্ম মুক্তিযোদ্ধার লাশ বহন করে চলছে , আর লাশের ভার সে বইতে পারবে না । দয়া করে তাকে মক্তিদিন । Replay Robel ২০১৩-০৩-০২ ধন্যবাদ লেখককে,দেশটাকে করো না করো রক্ষা করতে হবে। Replay জামান ২০১৩-০৩-০২ ধন্যবাদ লেখককে। দয়া করে আরো লিখুন।

দেশটাকে কিভাবে বাচানো যায় লিখুন। অনুগ্রহ করে, এই লেখাটা দেশের অবস্থা যতদিন না স্থিতিশীল হয়, প্রতিদিন প্রকাশ করুন। Replay মোহাম্মদ আলমগীর ২০১৩-০৩-০২ মানবজমিনকে ধন্যবাদ অসাধারণ একটি লেখা প্রকাশ করার জন্য। আমাদের মত আমজনতার উদ্বেগ ও টেনশনকে তুলে ধরার জন্য। দেশ ও জাতির দুর্দিনে আসুন আমরা সবাই একতাবদ্ধ হই।

সাংবাদিকরা হচ্ছেন দেশ ও জাতির আয়নাস্বরুপ। তারা যদি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে না পেরে সেক্ষেত্রে দেশের জনগণ বিভ্রান্ত হবে, বর্তমানে আমাদের দেশের মানুষেরও সে অবস্থা । কয়েকটি মিডিয়াকে আগে নিরপেক্ষ বলে জানতাম, তারাও আজ একটি পক্ষকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। তবে, হ্ঁযা, যুদ্ধাপরাধের বিচার অবশ্যই করতে হবে। কিন্ত সেটা যদি আন্তর্জাতিক মানদন্ড অনূযায়ী সেক্ষেত্রে এ বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আসা স্বাভাবিক।

যদি বর্তমান সরকার সে কথা মাথায় রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাহলে ঠিক আছে, কিন্তু ইতিমধ্যে এ প্রক্রিয়া নিয়ে বেশকিছু প্রশ্নের অবতারণা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যম। তাই এ বিষয়ে সতর্ক পদক্ষেপ আশা করি। এছাড়া শাহবাগ আন্দোলন নিয়ে শুরুতে প্রশ্ন না করলেও এখন সাধারণ মানুষ এটার পেছনের নায়কদের চেনার চেষ্টা করছে। শুরুতে এ আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা থাকলেও গত কয়েকদিনে তা অনেকটা কমেছ বলে আমার মনে হয়। কারণ, সাধারণ আমজনতার অংশ্গ্রহণ এখন আগের তুলনায় অনেক কম।

আমি নিজেও কয়েকদিন গিয়ে সংহতি জানিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এটার মোটিভ দেখার পর আমি নিজ থেকেই সরে আসি। পরিশেষে কোন দলের প্রতি আনুগত্য না রেখে বলছি প্লিজ দেশটার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করবেন না। আমাদের দেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। ১৬ কোটি মানুষের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম করতে পরিবেশ নিশ্চিত করুন। আমাদের এ সোনার বাংলাদেশকে আমরা আফগানিস্থান, পাকিস্থান, সোমালিয়া হতে দিতে পারিনা, দেবনা।

Replay mizan ২০১৩-০৩-০২ Thanks Mr.Matiur Rahman for best article in the present critical situation of our country. Replay Imran Hossain ২০১৩-০৩-০২ গত কয়েকদিনের মধ্যে পড়া সেরা লেখা এটি। ধন্যবাদ লেখককে। দয়া করে আরো লিখুন। দেশটাকে কিভাবে বাচানো যায় লিখুন। Replay সুমনা ২০১৩-০৩-০২ মানবজমিনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

ইদানিং মিডিয়ার যে ভুমিকা দেখছি তাতে খুবি আফসেট আমরা ! একটা স্বাধীন দেশে এভাবে সব মিডিয়ার বিবেক বুদ্ধি অন্যের হাতে যায় কি ভাবে?? !! এখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাস। তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই..!! Replay জহুরুল ২০১৩-০৩-০২ অনেক ভাল লাগল। ধন্যবাদ। । ।

। । । । ।

Replay মোঃ কামরুল হাসান ২০১৩-০৩-০২ মানবজমিন পত্রিকাটি সত্য কথা গুলো প্রকাশ করার মাধ্যমে এদেশের একনম্বর জনপ্রিয় দৈনিক-এ পরিণত হবে। ইনশ্আল্লাহ। Replay abdul mukid ২০১৩-০৩-০২ Thank you Replay ছবির হোসেন ২০১৩-০৩-০২ আমার মতে বাংলাদেশের মানুষ আজ এক কঠিন বিপদের মধ্যে আছে তার কারন হল জামাত আমাদের পবিএ ধর্ম কোরআনকে পুজি করে রাজাকার নামটা ডেকে রাখার রাজনীতি করছে, আর অন্যান্ন দলগুলি তার স্বাধ গ্রহন করছে। Replay shahidul ২০১৩-০৩-০২ THANK YOU VERY MUCH FOR YOUR GREAT COMMENCE, LOVE YOU BANGLADESH. Replay Pankaj mondal ২০১৩-০৩-০২ Manob Zamin aj ja kolam ta likhaca sotti osadharon..thanks......but ata Amadar dasar politician der Bojta hobe j ata Amadar des,akhane Mara mari kata Kati korla sodhu amAderi Khoti hobe...tadar sob dol k eksatha daser kotha vabte hobe ........abar manob Zamin k thanks.....basi kora likhon+1st page a print koron!!!!!!!!!Singapore thaka...Pankaj mondal... Replay ASIK ২০১৩-০৩-০২ zotazot sapanu hoyese amora dese santi sai ,thank you manobzamin k. Replay আক্তার হুসাইন ২০১৩-০৩-০২ মানব জমিন যে কারো তাবেদারি করে না এই লেখা তারই প্রমান । হলুদ সাংবাদিকতার ভীরে মানব জমিনে সত্য প্রকাশ করে আরো এক দাপ এগিয়ে গেলো পাঠকের হৃদয়ে।

আমি এই লেখাটি আগামী কালের প্রথম পাতায় দেখতে চাই। Replay Robi ২০১৩-০৩-০২ I salute Manabzamin. Once again you have published facts, unabated by threats. And shame to the other media outlets who are covering up and publishing false and fabricated news. Learn from Manabzamin Replay আতাহার ২০১৩-০৩-০২ এই কথা গুলো তো আমাদের মিডিয়ার অধিকাংশ কর্তা বৃন্দ স্বীকারই করতে চান না। Replay basaduzzaman ২০১৩-০৩-০২ thank you for your fissar Replay Motiul ২০১৩-০৩-০২ Thanks a lot for this type realistic analysis. Replay Ferdous ২০১৩-০৩-০২ "’৭১ সালের আগে শত্রুমিত্র চেনা যেত। পাকিস্তান ছিল শত্রুর কাতারে। এখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাস।

তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই। " Replay জান্নাতুল খোশবু ২০১৩-০৩-০২ অসাধারন একটা লিখা......। ধন্যবাদ লেখক কে আর মানব্জিবন কে...। তারা অন্য সব মিডিয়ার মত নিজেদের হারিয়ে ফেলেনি...। অনেক ধন্যবাদ...।

এমন লিখা আরও চাই...। Replay Mishu ২০১৩-০৩-০২ Darun, comotkar & bastob obosthar proticcobi ai osadaron lekha..... ek kothay, somoyupojogi lekha.....donnobad Manabzamin. Replay shuhin ২০১৩-০৩-০২ এখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাস। তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই। জামায়াতিদেরও বুঝতে হবে হিংসা হিংসারই জন্ম দেয়। হিংসার পথে কোন সমাধান নয়।

যুদ্ধপরাধের প্রশ্নে জামায়াতকে বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে। Replay সালাহউদিন . bahrain ২০১৩-০৩-০২ রির্পোটটির জন্য মানবজমিনকে ধন্যবাদ। দেশ এক সংঘাতময় অস্থিরতার দিকে যাচ্ছে। সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে হচ্ছে বলে মনে করছি না। সরকারের পদক্ষেপ আরও সুচিন্তিত হতে হবে।

এদেশ ৭১ সালে স্বাধীন হয়ে যে এখনই থমকে না যায়। শুধু শাহবাগ চত্ত্বরের নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা করলে সরকার ভুল করবে। চিন্তা করতে হবে সমগ্র বাংলাদেশের ১৬কোটি মানুষকে নিয়ে। এই বাংলা যেন ইসরায়েল, পাকিস্তান, আফগান না হয়। পদ্মা সেতু, ডেসটিনি, হলমার্ক কেলেন্কারী ইত্যাদি মিলে সরকারের জনপ্রিয়তা তলানিতে।

সাধারন মানুষ ধ্বংসাত্মক রাজনীতির জন্য মুখ খুলছে না। সরকার হয়তো মনে করছেন, যুদ্ধপরাধীদের বিচার করে আগামী নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছেন। তা ভুল। কেননা, যুদ্ধাপরাধীদের বিচার যদি আর্ন্তজাতিক মানের এবং সবদলের যুদ্ধাপরাধীদের বিচার করা হতো তাহলে বাংলার জনগণ মনে নিতো। যাই হউক, সকল ধরনের সংঘাতময় পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পাখির মত সাধারণ মানুষকে গুলি করে নয়। Replay Rafiqul Islam ২০১৩-০৩-০২ Thank you Replay rusho ২০১৩-০৩-০২ Ata pora mona haocha amra shadharon manush ja vaba chinta kori thik tai lekha hoacha. Manobjomin ka thanks Replay তমাল ২০১৩-০৩-০২ আমারও মনে হচ্ছিল সকল সাংবাদিক ভায়েরা হলুদ হয়ে গিয়েছে, আজ এই রিপোর্টটি পড়ে মনে হলো না সবাই নয়, এত দিন যে কথাগুলো মনে পুষন করছিলাম সেরকম লেখাই এটি. ধন্যবাদ মানবজমিনকে. আশা করি আস্তে আস্তে সব মেয সাংবাদিক ভায়রাই পরিশ্কার করবেন. Replay Mohammad Younus ২০১৩-০৩-০২ I am agree with this writer. Wonderful article. Thanks! Replay Nazrul ২০১৩-০৩-০২ আমি ধন্যবাদ জানাই মানবজমিনকে অসাধারণ এই বাস্তবধর্মী লেখা জনসমক্ষে উপস্থাপন এর জন্য। বাংলাদেশের জন্য শুভকামনা এই ক্রান্তিকালে, আমরা সবাই যেন যার যার অবস্থান থেকে গঠনমূলক দ্‍র্্‍ইষ্টিভংগীর প্রতিফলন এর মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণের উপায় বের করে আবারো এগিয়ে যেতে পারি। আল্লাহ্ আমাদের সহায় হোন। Replay সালাহউদিন . bahrain ২০১৩-০৩-০২ দেশর বিবেক মান মানুষের কাছে জানতে ছাই কেন এভাবে নিরবিচারে গুলি করে মানুষ মারা হছেছ. কোথায আছ জাতির বিবেক.মানবজীবনকে THANKS. Replay আনিস ২০১৩-০৩-০২ আমার পড়া সাম্প্রতিককালের অন্যতম সেরা এই লেখাটি ।

লেখককে অনেক ধন্যবাদ । ধন্যবাদ মানবজমিন । Replay জামি ২০১৩-০৩-০২ ধন্যবাদ মানবজমিনকে একটা অসাধারন লেখা ছাপানোর জন্য । সম্পাদক সাহেব ও লেখককে অসংখ্য ধন্যবাদ । Replay JAHEDUL HASAN HEMO ২০১৩-০৩-০২ মানবজমিন কে অসংখ্য ধন্যবাদ এই রকম সময় উপযোগী একটি রিপোর্ট করার জন্য।

এটা সত্যিই দেশ প্রেমের বহিঃপ্রকাশ। রিপোর্টটি অত্যন্ত নিরপেক্ষ। এটি দেশকে বিভাজন ও সংঘাতের হাত থেকে বাঁচাতে অতি সহায়ক হবে। ধন্যবাদ মানবজমিন, সময়ের দুঃসাহসী সৈনিকের পরিচয় দেয়ার জন্য, অন্যান্য বিড়াল প্রজাতির গনমাধ্যমের মত আচরণ না করার জন্য। Replay muzahid ২০১৩-০৩-০২ sir thanks for your real realization. Replay শিবলী ২০১৩-০৩-০২ হাতজোড় করে অনুরোধ, দেশকে রক্ষা করুন।

Replay anwar zahid ২০১৩-০৩-০২ আসাধারন লেখা Replay ওবায়দুল ইসলাম ২০১৩-০৩-০২ রির্পোটটির জন্য মানবজমিনকে ধন্যবাদ। দেশ এক সংঘাতময় অস্থিরতার দিকে যাচ্ছে। সরকারের পদক্ষেপগুলো সঠিকভাবে হচ্ছে বলে মনে করছি না। সরকারের পদক্ষেপ আরও সুচিন্তিত হতে হবে। এদেশ ৭১ সালে স্বাধীন হয়ে যে এখনই থমকে না যায়।

শুধু শাহবাগ চত্ত্বরের নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা করলে সরকার ভুল করবে। চিন্তা করতে হবে সমগ্র বাংলাদেশের ১৬কোটি মানুষকে নিয়ে। এই বাংলা যেন ইসরায়েল, পাকিস্তান, আফগান না হয়। পদ্মা সেতু, ডেসটিনি, হলমার্ক কেলেন্কারী ইত্যাদি মিলে সরকারের জনপ্রিয়তা তলানিতে। সাধারন মানুষ ধ্বংসাত্মক রাজনীতির জন্য মুখ খুলছে না।

সরকার হয়তো মনে করছেন, যুদ্ধপরাধীদের বিচার করে আগামী নির্বাচনে বিজয়ের স্বপ্ন দেখছেন। তা ভুল। কেননা, যুদ্ধাপরাধীদের বিচার যদি আর্ন্তজাতিক মানের এবং সবদলের যুদ্ধাপরাধীদের বিচার করা হতো তাহলে বাংলার জনগণ মনে নিতো। যাই হউক, সকল ধরনের সংঘাতময় পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাখির মত সাধারণ মানুষকে গুলি করে নয়।

Replay Arif ২০১৩-০৩-০২ plese aei lekhati copy kore shobar hate hate din Rokhka korun amar aei pranprio matrivomike. Replay imtiaz ২০১৩-০৩-০২ appreacitable reporting. exceptional. we think media is not doing proper jobs. we may return to bbc radio. people never forget anything. Replay Faruque Ahammad ২০১৩-০৩-০২ Thanks very much manab jameen for the great article . Replay Alo ২০১৩-০৩-০২ Thanks author for your post, Really good. We do not want our country like Pakistan or Afghanistan. Thanks for your nice effort. Replay সজিব ২০১৩-০৩-০২ আমার মনের কথা বালেছেন ভাই , সত্যিই আপনাকে স্যালুড। Replay Hassan mahmud ২০১৩-০৩-০২ Abaro manob zamin proman korlo ,manob zamin karo tabedari kore na . Tomake salut Replay mahin hasan ২০১৩-০৩-০২ salute to you sir.amar dekha akti sera lekha.pls a somoy apni sotto o neyer pothe thakhon.amra achi apnar sathe. Replay Zia ২০১৩-০৩-০২ Thanks Manabzamin for writing such a true article but most of our media dont write the real things. Though we are living abroad, we love our country and always we are worried about her. Replay ইয়াসিন ২০১৩-০৩-০২ গত কয়েকদিনের মধ্যে পড়া সেরা লেখা এটি। ধন্যবাদ লেখককে। অনেক ধন্যবাদ লেখককে। দয়া করে আরো লিখুন।

দেশটাকে কিভাবে বাচানো যায় লিখুন। আমরা সাধারন মানুষরা যার যার পেশা বা চাকুরিতে থেকে দুবেলা খাবারের সংস্থান করার নিশ্চিন্ত নির্ভয় একটা পরিবেশ চাই শুধু। দয়া করে এব্যাপারে একটু লিখুন। আমাদের সংসার স্ত্রী সন্তান পিতামাতা ভাইবোনকে নিয়ে বাচার জন্য নিরাপদ একটা দেশ চাই। এটুকু চাওয়ার কি অমানবজমিনের কাছে আকুল আবেদন এই অসম্ভব জনপ্রিও লেখাটি আগামীকালের প্রথম প্রিস্তায় ছাপানোর জন্য ধিকার নাই? মানবজমিনের কাছে আকুল আবেদন এই অসম্ভব জনপ্রিও লেখাটি আগামীকালের প্রথম প্রিস্তায় ছাপানোর জন্য বিনিত অনুরোধ করিতেসি ।

Replay মোতালেব ২০১৩-০৩-০২ great article Replay ARIF BILLAH ২০১৩-০৩-০২ Thank you for your right thinking Replay saiful islam ২০১৩-০৩-০২ sottie obak holam maaaaanob zamin eto sundor lekha likhte pare ???? pls karo pokkho na niye desher sarthe likhen.allah apnader mongol korben Replay afsor miah ২০১৩-০৩-০২ thank you very much we love bangladesh please stop fighting think forward think how we can make beautiful country Replay Md.mahbub mehedi ২০১৩-০৩-০২ Thanks for writing this.......we have to be brave and ALLAH always helps the brave.Long Live Bangladesh and The Bangladeshi. Replay রুহেল ২০১৩-০৩-০২ যাই হউক কয়েক দিন পর সাংবাদিক রা ও সত্য অনুধাবন করতে পারচেন। দয়া করে সত্য লিখুন । আওয়ামিলিইগ যেন এটা না ভুলে যে ৪১ বছর আগের মানবতা অপরাধের বিচার তারা করছে তাদের মত অন্য সরকার আসলে আওমিলিইগের বিরুধে মানবতা লনগ্নের বিচার যে হবেনা তার নিশ্চ্যতা কে দিবে ? Replay মনিরুল ইসলাম ২০১৩-০৩-০২ হলুদ সাংবাদিকতার ভিড়ে হারিয়ে যায়নি এ লেখা। ধন্যবাদ পেতেই পার মানবজমিন.... Replay অনিক ২০১৩-০৩-০২ রক্ত পিপাসু দেশীয় হায়েনারা পাক সেনাদেরক্ও ছাড়িয়ে গেছে। গনহত্যার বিচার অবশ্যই হবে।

Replay মেহতাব দুলাল ২০১৩-০৩-০২ আমার মনে হয় বাংলাদেশ এর মানুষ এই লেখার প্রতি শত ভাগ এক মত হবেন. অসাধারণ, চমত্কার রিপোর্টিং! Replay আহসান ২০১৩-০৩-০২ আমার প্রিয় মানব জমিন দেশের কথা আরও বল,তুমি প্রথম আলো নয় Replay minto ২০১৩-০৩-০২ হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল কন? Replay মনির ২০১৩-০৩-০২ অসাধারণ লিখা........ধন্যবাদ। Replay spandan ২০১৩-০৩-০২ bolar kichu pacchina. ek bakke oshadharon lekha ebong nirvul bastob chitro. amara kothay jacchi? ekbar vabben ki?.... amra vule gechi - manush manusher jonne.. Jibon jiboner jonne.. amra hingsha mara mari kata kati te nijeder ebong vobisshotke dhongsho kore felchi. jodi ekdin ghum venge dekhtam sobtai chilo ekta dusshopno!! He Allah Amader ei bipod theke rokkha korun. Replay Enam ২০১৩-০৩-০২ PLEASE SAVE THE COUNTRY. PLEASE PLEASE PLEASE ... Replay reaz ২০১৩-০৩-০২ Thanks for your wonderful writing. Bangladesh government should understand that real fact, government should not thing this country only for them. They should know this country for every Bangladeshi. Replay রানা ২০১৩-০৩-০২ সত্য । ধন্যবাদ এ লেখাটি প্রকাশের জন্য। আবার ও প্রমান হল মানব জমিন কারো তাঁবেদারি করে না। সুদুর লন্ডনে বসে তাই প্রতিদিন এই পত্রিকা পড়ি Replay Zaker ২০১৩-০৩-০২ Almighty allah plz save our country... Replay HASAN ২০১৩-০৩-০২ thanks to the writer we dont want another pakistan or afghanistan. Replay monir ahmed ২০১৩-০৩-০২ er pore aar kichu likha jai na. excelent asadharon thank u manab jamin. sobai ke niye amader deshtake agiye nite hobe. sonar bangla gorte sobai ke ahoban korchi.moner sob rag khob hingsa jere felon asun amra sobai mile sundor sommiddo bangla desh gori Replay নীল জিন লাল পরী ২০১৩-০৩-০২ অসাধারণ বিশ্লেষণমূলক একটি লিখা।

দেশের এই সংঘাতময় নাজুক পরিস্তিতির জন্য শুধু কি রাজনৈতিক দলগুলো দায়ী? আমার মনে হয় আমরা সাধারণ জনগ্ণ ও এর দায় এড়াতে পারিনা -আমরাই এদের ক্ষমতায় বসায়, যারা রাজনীতি করে শাহবাগ বানিয়ে, যারা বানায় হাওয়া ভবন। উপসংহার খুব স্পষ্ট - যে কোন ভাবে ক্ষমতায় গিয়ে দেশটাকে লুটেপেটে খাওয়া। Replay ABU SULAIMAN CHOW MUNNA ২০১৩-০৩-০২ SALAM,A LOT OF THANKS FOR YOUR WELL WRITING. I HOPE YOU WILL BE PUBLISH ON THE FRONT PAGE TOMORROW MY DEAR. Replay Habib ২০১৩-০৩-০২ onek onek gorottho porno lekha ta. sorkakrer kew jody lekha ti pode take. tader ke kob valo kore cinta korte hobe desh ta ke niye . tader ke noton kore siddanto nite hove bangla desh ki bangladesh takbe . naki afganistan pakistan soriya egypt tunissia lebiya ar moto porinity hove, please please ami bangladesh sorkar ke bolte chai ekon o time ace cintha kore dekon desh te rokkha kora jai ki na . Ar Manobzamin ke onek onek donnobad janay . desh er klanty loghne ay rokom ekta very very importent lekha capar jonno . salam motiur rahman vai ke ... Replay babar uddin ২০১৩-০৩-০২ Thank you .MR.MATUR RAHMAN. Replay Azad ২০১৩-০৩-০২ Best Write Up Replay shimul ২০১৩-০৩-০২ I agree with the above writing. We want peace at any cost. This is our country and we have to live here. This country is providing us food, shelter, peace, humanity everything. pl solve all problems with the help of peoples of Bangladesh (all peoples whoever that person). Big people (those who are talking more in news and other media) may have alternative place to live but we dont have. we dont understand any party except human. Replay Rutes Ahmed ২০১৩-০৩-০২ আমরা সোনার বাংলা ছাই আফগান চাইনা পাকিস্তান চাইনা শন্তি চাই Replay mahbub ২০১৩-০৩-০২ আজকে যতগুলো লেখা পড়েছি , এই লেখাটা আমার কাছে খুব ভাল লেগেছে, আসুন আমাদের এই ছোট একটি দেশে মানুষের মধ্যে বিভাযন সৃষ্টি না করে ভালবাসার বন্ধন তৈরী করি। আমরা নিজরা নিজদের মাঝে বিরোধ তৈরী না করি.মত ও পথ যার যাই হোক আমরা সবাই বাংলাদেশী Replay হাসান ২০১৩-০৩-০২ চালিয়ে যদি যেতে পারেন তবে আপনাদেরি পাঠক বাড়বে, এখন সবাই চোখ কান খোলা রাখে, একতরফা ভাবে মিডিয়ার উপর খবরের জন্য নির্ভরশীল নয়। সত্যি কথা লিখলে জনগন বুঝবে।

ধন্যবাদ আপনাদের। Replay md azad ২০১৩-০৩-০২ sompurnno rup e shothik.thik ja ghottece tai.chaliye jan...... Replay আমিনুল ইসলাম ২০১৩-০৩-০২ গত কয়েকদিনের মধ্যে পড়া সেরা লেখা এটি। ধন্যবাদ লেখককে। দয়া করে আরো লিখুন। দেশটাকে কিভাবে বাচানো যায় লিখুন।

আমরা সাধারন মানুষরা যার যার পেশা বা চাকুরিতে থেকে দুবেলা খাবারের সংস্থান করার নিশ্চিন্ত নির্ভয় একটা পরিবেশ চাই শুধু। দয়া করে এব্যাপারে একটু লিখুন। আমাদের সংসার স্ত্রী সন্তান পিতামাতা ভাইবোনকে নিয়ে বাচার জন্য নিরাপদ একটা দেশ চাই। এটুকু চাওয়ার কি অধিকার নাই? Replay সোহেল সাব্বির ২০১৩-০৩-০২ লেখা টি পরে অনেক ভাল লাগলো । আমরা সোনার বাংলা ছাই আফগান চাইনা পাকিস্তান চাইনা শন্তি চাই ।

Replay Engr.zaman ২০১৩-০৩-০২ excellent writing for current situation of Bangladesh.Pls stop, stop and stop violence,we wants piece ,piece & piece for Beautiful Bangldesh Replay মাহমুদ ২০১৩-০৩-০২ আমি এই লেখাটির লেখককে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা নেই। আমি মনে করি আমার জীবনে পড়া সকল রিপোর্ট এর মাঝে অন্যতম একটা রিপোর্ট। ধন্যবাদ আপনাকে........আশাকরি আমরা আপনার এই রকম লেখা আরও পাব...............পিলিজ আমাকে ইমেইল করবেন.........mahmud29০@gmail.com Replay মনজুর ২০১৩-০৩-০২ পাখির মতো এতো গুলো প্রান কে হত্যা করা হল কিন্তু সরকার এখনো নমনীয় হয় নাই যা তাদের মন্ত্রী আমলাদের কথা বার্তার মধ্যে ফুটে উঠে। সহিংতা ছড়িয়ে পড়বে আরও বেশী যদি সরকার তড়িৎ কোন ইতিবাচক সিদ্ধান্ত না নেয়। সরকার কে পারমিশন দিলো এ দেশের জনগণ কে পাখির মতো হত্যা করার??অনেক অনেক ধন্যবাদএকটি সময় উপোযোগী বাস্তব ধর্মী লেখার জন্য।

দয়া করে আরও বেশী বেশী Replay Unknown ২০১৩-০৩-০২ Dear Editor Excellent article.I salute you to tell the truth.I beleive majority people of Bangladesh has the same opinion like you.Keep it up. Thanks again. Replay জয় ২০১৩-০৩-০২ চমৎকার একটি মতামত। Replay খালিদ হাসান ২০১৩-০৩-০২ তথ্য সমৃদ্ধ,বাস্তবভিত্তিক ও সমযোপযোগী লেখা। Replay Masum ২০১৩-০৩-০২ MZamin k donobad akta bastob report jatir samne tule dorar jonno. Replay কাজী কাউছার ২০১৩-০৩-০২ মনটা অনেক হাল্কা হল। Replay rezaul ২০১৩-০৩-০২ সত্য বলার জন্য মানবজমিন সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। Replay নজরুল ২০১৩-০৩-০২ মানবজমিন কে অসংখ্য ধন্যবাদ এই রকম সময় উপযোগী একটি রিপোর্ট করার জন্য।

এটা সত্যিই দেশ প্রেমের বহিঃপ্রকাশ। রিপোর্টটি অত্যন্ত নিরপেক্ষ। এটি দেশকে বিভাজন ও সংঘাতের হাত থেকে বাঁচাতে অতি সহায়ক হবে। ধন্যবাদ মানবজমিন, সময়ের দুঃসাহসী সৈনিকের পরিচয় দেয়ার জন্য, অন্যান্য বিড়াল প্রজাতির গনমাধ্যমের মত আচরণ না করার জন্য। Replay abdus salam ২০১৩-০৩-০২ এই লেখাটা পরে অনেক শান্তি পেলাম এ রকম আরো কিছু লিখুন ধন্যবাদ লেখক এবং মানবজমীনকে Replay imran ২০১৩-০৩-০২ lekhok to shudhu shomoshyagulo bollen, shomadhan kivabe hobe jodi suggest korten. Replay মজিবুর রহমান ২০১৩-০৩-০২ লেখাটি দেশের ক্রান্তিকালে ভাবনার সূচনা করবে।

প্লিজ বিভেদ,সংঘাত বন্ধ করুন। রক্ত-লাশ-শ্লোগান-পাল্টা শ্লোগান দেকতে চাইনা। আমি মানবজমিন সাধারণত: পড়িনা। আজ রেখাটি পড়ে মানবজমিনে এর প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেল। Replay rezaul ২০১৩-০৩-০২ সারাদেশে অস্থিরতার সময়ে দেশের মানুয়কে স্থিতিশীলতার স্থার্থে এমন প্রতিবেদন ছাপানোর জন্য আমি মানবজমিন সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি।

Replay salauddin ২০১৩-০৩-০২ ্Very good writing but....how about rajaker... Replay আনিকা ২০১৩-০৩-০২ বাঘের বাচ্চা লেখা। কিপ ইট আপ ম্যান। Replay ফরিদ ২০১৩-০৩-০২ লেখাটি খুব সুন্দর ধণ্যবাদ লেকখকে. Replay Md Abdul Hadi ২০১৩-০৩-০২ Thanks to writter for real scenry of bangladesh . I think this real truth scenry. Replay এডিবি ২০১৩-০৩-০১ জানিনা এই রিপোর্টটি মানবজমিন তার কোন কৌশলগত কারণে করেছে কিনা, কিন্তু রিপোর্টটিতে দেশপ্রেম আর সত্য আছে। আমার মত অনেক সাধারণ আর রাজনীতি বিমুখ মানুষের মনের তৃষ্ণা মিটিয়েছে কথাগুলো। সবাইকে এখন-ই ভাবতে হবে।

আপনি জামাত হোন আর আওয়ামি হোন, আস্তিক হোন আর নাস্তিক হোন, ফাঁসি চান আর মুক্তি চান, দয়া করে সবাই মাথা খাটান। দেশটা আমাদের অনেক সুন্দর। হে মহামান্য দেশপ্রেমিক রাজনীতিবিদগণ, দয়া করে আমাদের দেশটাকে পাকিস্তানের মত মারদাঙ্গা বানাবেন না, আফগান বা ফিলিস্তিনের মত জলন্ত অগ্নিকুন্ড বানাবেন না। এমন কোন কিছু হয়ে যায় নাই দেশে যে একদিনে অর্ধশত লাশ পড়তে হবে। আপনরা রাজনীতি করেন, আপনারা সমস্ত রাজনৈতিক সুবিধা আদায় করেন, কোটি কোটি টাকা আপনারাই পাচার করেন আবার আপনারাই ফিরিয়ে আনেন, আপনারাই দূর্নীতি করেন আবার আপনারাই দেশপ্রেমিক খেতাব পান, তাতে আমাদের কোন আফসোস নেই।

যত কষ্টই হোক, সব দাত চেপে সয়ে যাব। শুধু হাতজোর অনুরোধ, দেশকে রক্ষা করুন। দেশে এমন শুরু হলে কারোর জন্যই ভালো হবে না। Replay আতিক ২০১৩-০৩-০১ লেখাটি পড়ে শান্তি পেলাম. Replay Ahmed ২০১৩-০৩-০১ The write up is fine, but little short off in the conclusion. Please write impartially and sincerely. Who start this oppression, vengeance? Political fascism is prevailing vehemently, you escape it, why? So called war tribunal is not in International Standard at all, not only in country, HRW, UN also criticize this court. Why jamaat is targetted, BNP, AL alse have rajakars? This jamaat did movement with AL for CTG, even jamaat supported AL to form govt in 1996, now what happen? Replay হিমেল ২০১৩-০৩-০১ ধন্যবাদ মানবজমিন কে এই সাহসিকতা পূর্ণ নিউজ প্রকাশ করার জন্য জাহা বাস্তব , আপনারা তা করছেন সত্যি স্যালুট আপনাকে এই নিউজ তা করার জন্য /এই হলুদ মিডিয়ার সময়ে আপনারা লেখে যান সত্য ন্যায়ে। Replay Kibria khan ২০১৩-০৩-০১ Government should not think about the power. Think about the generel people . History of bangladesh does not say that Awami leaug will back to power . So let generel people select who will back to power . Do not be bad of power. Replay Shihab Uddin ২০১৩-০৩-০১ Many Many thanks for right writing... please again & again... Replay sharif ২০১৩-০৩-০১ osadharon Replay অমল সেন ২০১৩-০৩-০১ শাহবাগীদের সাথে তাহরীর স্কোয়ারের তরুনদের তুলনা কী চলে? আর মুক্তমনা, সাম হয়ারইন,আমার ব্লগ এসব যারা পড়েন তারা ভালো করেই জানেন ইনু সাহেবরা কী পরিমান মিথ্যুক।

আফজাল,মাসউদ আর সালাউদ্দিন সাহেবরা কত বড় আলেম তা নিজেরাই ক্লিয়ার করেছেন। Replay আবুল ২০১৩-০৩-০১ সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছিল। এ ঘটনায় মানুষ সাময়িককালের জন্য হলেও হলমার্ক, ডেসটিনি, পদ্মা নিয়ে দুর্নীতি ভুলে গেছে। সরকারের সীমাহীন দুর্নীতির কথা মানুষ এখন আলোচনা করছে না। একমত Replay রাসেল মাহমুদ ২০১৩-০৩-০১ অসাধারণ লেখা, আমার দেখা কিছু ভাল লেখার একটি।

Replay আহমাদ আব্দুল্লাহ ২০১৩-০৩-০১ অয়াসাধারন অসাধারন অসাধারন লেখা Replay নবী হোছাইন ২০১৩-০৩-০১ অসাধারণ লেখা! ভবিষ্যতে এরকম আরো লেখা চাই। Replay আব্দুস সালাম ২০১৩-০৩-০১ আজকে যতগুলো লেখা পড়েছি , এই লেখাটা আমার কাছে খুব ভাল লেগেছে, আসুন আমাদের এই ছোট একটি দেশে মানুষের মধ্যে বিভাযন সৃষ্টি না করে ভালবাসার বন্ধন তৈরী করি। আমরা নিজরা নিজদের মাঝে বিরোধ তৈরী না করি.মত ও পথ যার যাই হোক আমরা সবাই বাংলাদেশী . Replay কামাল ২০১৩-০৩-০১ এই লেখাটি সরকারকে পড়তে হবে এবং সম্মান তাকতে ট্রাইবুনাল বাতিল করে নির্ধলিয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নতুবা সরকারের অবস্তা তার বাবার মত হতে পারে। Replay karim ২০১৩-০৩-০১ আমরা বাংলাদেশি ।

আমাদের একটাই পরিচয় । এই পরিচয়ে আমরা সামনে চলবো । যারা ভুল পথে যাচ্ছে তাদের বুজিয়ে সটীক পথে আনা সকলের কর্তব্য । Replay rumi ২০১৩-০৩-০১ dhonnobad lekhok-k , jaha sotti tahai likhechen . Thank you sir. Replay সাইফুল্লাহ ২০১৩-০৩-০১ আজকের লেখাটি আমার মতে আমার দেখা মানব জমিনে শ্রেষ্ঠ লেখা। এই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।