আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত অভিজ্ঞতাঃ ঘুম ভেঙ্গে দেখি আমি কোমডের পাশে।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

;; ;; ;; বেশ আরামের ঘুম ঘুমাচ্ছিলাম। হঠাৎ ভেঙ্গে গেলো ঘুম। দেখি পাশে বালিশের বদলে কোমড, আমার মা আমার মাথা ধরে ঝাকাচ্ছেন। মাথার এক পাশে প্রচন্ড ব্যাথা, সেখানে রক্ত লেগে আছে। পাশে বালতি ভাঙ্গা, বাথরুমের দরজা ভাঙ্গা।

বেশ অবাক হচ্ছেন নিশ্চয়ই। আমিও হয়েছিলাম। যাই হোক, ঘটনায় যাই। আমাকে ধরাধরি করে বাথরুমের বাইরে আনা হলো। একটু জ্ঞান হতে শুরু করলো।

তখন মনে পড়লো সব ঘটনা। আমি ফিজিওলজি পড়ছিলাম বসে বসে। গাইটন সাহেবের মহান বানীগুলো মুখস্ত করার চেষ্টায় ছিলাম। এক পর্যায়ে স্বাভাবিকভাবেই বাথরুমে ঢুকেছিলাম। দরজা লাগানোর পর হঠাৎ টেকিকার্ডিয়া (হার্টরেট বেড়ে যাওয়া) ফিল করলাম।

তারপর আর কিছু মনে নেই। আমার মায়ের জবানীতে সব কাহীনি শোনার পরে মনে হচ্ছে, আমি সম্ভবত বাথরুমেই উলটে পড়ে গিয়েছিলাম। “পড়বি তো পড় বালতির ঘাড়ে” টাইপ অবস্থা। তানিন-এর টেকসই বালতি ভেঙ্গে কয়েক টুকরো হয়ে গেলো। আমার মাথা লাগলো বাথরুমের দেয়ালে।

অদ্ভুত ব্যাপার হচ্ছে বাথরুমের ভিতর এত্তো এত্তো কান্ড ঘটিয়ে ফেলছি অথচ আমি কিছুই টের পাচ্ছিলাম না। যাই হোক বাথরুমের ভিতরে হুলুস্থুলের শব্দ মা শুনে ফেলেছেন ইতোমধ্যে। আমাকে নাকি বহুত ডাকাডাকিও করেছেন। সাথে আমার বোনও ছিলো। মা-বোন একসাথে মিলে বাথরুমের দরজায় বাড়ি দিতে লাগলেন।

আমাকে ডাকাডাকি করতে লাগলেন। কিন্তু আমি তো তখন “বেহুশ”। বাবা তখন বাসায় নেই। মা আর বোন দুজন মিলে দরজা ভাঙ্গলেন। তারপর আবিষ্কার করলেন আমি বাথরুমে চিৎপটাং হয়ে শুয়ে আছি।

আমার মুখে পানি টানি দিয়ে নাকি “ঘুম” ভাঙ্গিয়েছিলেন। (বাংলা সিনেমার এই কাহীনি দেখি আসলেই কাজ করে) আমাকে নেয়া হলো পাশের হাসপাতালে। ডাক্তারদের আমি বিচিত্র কারনে বেশ ভয় পাই। ডাক্তারদের সামনে বসে আইটেম আর কার্ড দিতে দিতে ডাক্তারদের উপর একরকম ভয় জন্মে গেছে। মনে হয় এই বুঝি প্রশ্ন করে ফেলবেন হোয়াট ইজ cyclopentanoperhydrophenanthrene? যাই হোক, আমাকে ডাক্তার দেখলেন।

মাথায় কিছু ইনিজুরি ছিলো, হালকা ট্রিটমেন্ট দিলেন। বললেন আমার কপাল ভালো। বাথরুমে পড়ে ব্রেইন হিমোরেজ হয়ে অসংখ্য মানুষ মারা যায়। কিছু টেস্ট করতে বললেন। সব বুড়োদের টেস্ট।

ই সি জি, লিপিড প্রোফাইল এইসব। আজকে ই সি জি করালাম। রিপোর্ট এসেছে নরমাল। লিপিড প্রোফাইল কালকে সকালে খালি পেটে করতে হবে। ঘাড় আর মাথা ব্যাথার ব্যাপারটা বাদ দিলে এখন পুরোপুরি সুস্থ আছি।

কিন্তু একটু আগে দেখি পুরো দুনিয়া কাপাকাপি করছে। ভাবলাম আবার অজ্ঞান হয়ে যাচ্ছি না তো! তারপর দেখলাম না, সমস্যাটা আমার না। সমস্যাটা ভূমি সাহেবের। তিনি কাপাকাপি করছেন। মানে ভুমিকম্প হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.