মানবতা দেখানের আগে, 'বাঁশের কেল্লা'-র ঢাহা উসকানীমুলক স্ট্যাটাস, ফটোশপে বানানো ছবি আর ভিডিও গুলো শেয়ার দেওয়ার আগে প্লীজ প্লীজ, একটা বারের জন্য ভাবেন, গত ৪ মাসে ৫০ এর বেশি জন পুলিশ - বিজিবি কে মেরে ফেলা, ইট দিয়ে মাথা ছেঁচে দেয়া, খুন্তি দিয়ে মগজ বের করা, চোখ উপড়ে মেরে ফেলা, ফাঁড়িতে তালা লাগিয়ে আগুন দিয়ে ভিতরের পুলিশদের কে পুড়িয়ে হত্যা করা, মাদ্রাসার ভিতরে ধর্মের রক্ষার নামে গরুর মত পিটিয়ে মেরে ফেলা কী অন্যায় ছিল না, এতে কী মানবধীকার লংঘিত হয় নি ? গত সেপ্টেম্বর মাস থেকে জামায়াত-শিবিরের হামলাতে গুরুতর আহত ৩০০ এর অধিক পুলিশ দায়িত্ব পালন করতে গিয়েই হাত-পা হারিয়ে পঙ্গু হয়েছে, এটাকি অন্যায় না ? এতে কী মানবধীকার লংঘিত হয় নি ? আজকে মুসলমান নাম ধারী, দাড়ি-টুপি পড়ে যারা খোদ ইসলাম কে, মহা পবিত্র কোরআন শরীফ কে যারা অবমাননা করে যাচ্ছে এরকম কিছু সন্ত্রাসীর গায়ে লাঠির বাড়ি দেখে আপনার মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে? মানবতা কী শুধু সন্ত্রাসীর ? পুলিশের বা সাধারণ মানুষের কোন মানবতা নেই !?! ফটিকছড়িতে যা হইয়েছিল, তার হাজার ভাগের এক ভাগ তাণ্ডবলীলাও পুলিশের অভিযানে শাপলা চত্বরে হয়নি। এক চোখা হয়েন না প্লীজ। ভিন্ন মতের মানুষ রে পিটাইলে আপনি চুপ থাকবেন, বলবেন, এই রকম রাজনৈতিক সহিংসতা কাম্য নয় টাইপের সুশীল কথা বার্তা, অন্য দিকে সারা দিন শহর জুরে ম্যাসাকার চালানোর পরে পুলিশে দুইটা বাড়ি দিলে বলবেন গণহত্যা, এই রকমের ডাবল স্ট্যান্ডার্ড ছাড়েন। সারাদিন তো ফেরাউনের সাথে তুলনা দেন অন্যদের। একবার ফেরাউনের বর্ণনা পড়ে আসুন। দেখেন কার-কাদের সাথে বেশি মিল পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।