I realized it doesn't really matter whether I exist or not.
প্রথম প্রকাশঃ ওয়ার্ডপ্রেস বাংলা ব্লগ
পরীক্ষায় পত্র লিখন নিয়ে ইতরামী করা বরাবরই আমার একটি স্বভাব। তবে প্রতিবার ইংরেজি পরীক্ষায় এই ইতরামী করলেও আজ এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এই ইতরামী করে আসলাম। এবারে আসুন জানা যাক ইতরামীটা কী।
পরীক্ষার দ্বিতীয় প্রশ্ন ছিল পত্র লিখন। প্রবাসী বন্ধুর কাছে মাধ্যমিক পরীক্ষার পর কী করবো তা জানিয়ে চিঠি লিখতে বলা হয়েছে।
সংবাদপত্রে প্রকাশের জন্য নিবন্ধ অথবা মানপত্র লেখারও অপশন ছিল কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয়েছে তাই এটাই দিয়েছি। বরাবরের মতোই চিঠির খাম আঁকার পর ঠিকানা নিয়ে বিপত্তি বাঁধলো। বিদেশের কোনো ঠিকানা বা রাস্তার নাম তো জানি না। কেবল শহরের নাম লিখে দিলে তো আবার কেমন যেন বেখাপ্পা লাগে। চিঠি যেগুলোয় চোখ বুলিয়ে গেছিলাম সেগুলোর মধ্যে প্রবাসীর কাছে চিঠি পাঠানোর কিছু ছিল না তাই ঠিকানাও পড়িনি।
বিদেশি ঠিকানা নিয়ে ঝামেলা মনে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই মনে পড়লো ইতরামীর কথা। প্রতিবার সাধারণত ইংরেজি পরীক্ষায় ইতরামীটা করলেও এবার বাংলা দ্বিতীয় পত্রেই ইতরামীটা করলাম। কী ইতরামী? যার কাছে চিঠি যাবে, তার ঠিকানা লিখলাম এইভাবেঃ
To
Rafique,
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043
যারা কিছুই বুঝেননি তাদের জন্যঃ
১৬০০ এমফিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া হচ্ছে সিলিকন ভ্যালির কেন্দ্রে অবস্থিত গুগলের হেডকোয়ার্টার্স ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।