আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

২৬. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

ক. সেতার খ. দেশান্তর গ. বেতার ঘ. সহোদর

২৭. 'ত' বর্গীয় বর্ণের আগে কখনও -হয় না?

ক. ন খ. ণ গ. স ঘ. শ

২৮. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

ক. সমীভবন খ. বিষমীভবন গ. ব্যঞ্জনদ্বিত্বতা ঘ. ব্যঞ্জনবিকৃতি

২৯. কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?

ক. কে খ. বেলুন গ. কেশব ঘ. দেওয়া

৩০. কোনটি কম্পনজনিত ধ্বনি?

ক. র খ. ড় গ. ঘ ঘ. ণ

৩১. এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় কী হয়

ক. হ্রস্ব হয় খ. দীর্ঘ হয় গ. হ্রস্ব হয় না ঘ. দীর্ঘ হয় না

৩২. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কী বলে?

ক. অপিনিহিতি খ. পারিভাষিক শব্দ

গ. রূঢ়ি শব্দ ঘ. তৎসম শব্দ

৩৩. বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

ক. আভিজাত্য পূর্ণ খ. পদ বিন্যাস সুনির্দিষ্টতা

গ. কৃত্রিমতা বর্জিত ঘ. কাঠামো অপরিবর্তনীয়

৩৪. পত্র শব্দের আভিধানিক অর্থ কী?

ক. চিহ্ন বা স্মারক খ. যোগাযোগ গ. সংযোগ ঘ. বিনিময়

৩৫. পত্রের কোন অংশ ব্যতিরেকে পত্র লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?

ক. সম্বোধন খ. পত্রগর্ভ গ. শিরোনাম ঘ. স্বাক্ষর

৩৬. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে?

ক. ইংরেজি খ. বাংলা

গ. অবস্থানকারী দেশের ভাষায় ঘ. বিদেশী ভাষায়

৩৭. কোন পত্র আসলে পত্র নয়?

ক. ব্যক্তিগত খ. আবেদনপত্র

গ. মানপত্র ঘ. চুক্তিপত্র

৩৮. সরকারি ব্যবস্থাপনায় চিঠিপত্র বিলিবণ্টণ করে কে?

ক. ডাক বিভাগ খ. কুরিয়ার সার্ভিস

গ. পৌর কর্তৃপক্ষ ঘ. জেলা প্রশাসক

৩৯. For good- এর সঠিক অর্থ কোনটি?

ক. ভালোর জন্য খ. চিরতরে গ. সবার জন্যে ঘ. খুব ভালো

৪০। ‘Barking dogs seldom bite.’-এর সঠিক অনুবাদ কী?

ক. যত গর্জে তত বর্ষে না

খ. কামড়াতে আসা কুকুর ঘেউ ঘেউ করে

গ. যে কুকুর ঘেউ ঘেউ করে তারা কামড়ায়

ঘ. কুকুর ঘেউ ঘেউ করলেও কামড়ায় না

৪১. Pen through the line.-এর সঠিক বাংলা অনুবাদ কী?

ক. লাইনের উপর কলম ছোড় খ. লাইনের উপর কলম নিক্ষেপ কর

গ. ছত্রটি মুছে ফেল ঘ. ছত্রটি কেটে দাও

৪২. অনুবাদের সময় কোনটির প্রতি বিশেষ রাখতে হবে?

ক. প্রাঞ্জলতা ও কাঠিন্য খ. সহজবোধ্যতা ও পাণ্ডিত্য

গ. মৌলিকতা ও প্রাঞ্জলতা ঘ. সৌকর্য ও গাম্ভীর্য

৪৩. A bad workman quarrels with his tools-এর সঠিক অনুবাদ কী?

ক. একজন কর্মী তার যন্ত্রপাতির সাথে ঝগড়া করে

খ. খারাপ লোক নিজের দোষ যন্ত্রের উপর দেয়

গ. খারাপ লোক যন্ত্রপাতি নিয়ে ঝগড়া করে

ঘ. নাচতে না জানলে উঠান বাঁকা

৪৪. 'যে ব্যক্তির দুহাত সমান চলে' তাকে এক কথায় কী বলে?

ক. দোহাতী খ. সব্যসাচী গ. পরভৃতিকা ঘ. দ্বিজ

৪৫. অর্নিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করতে যায়?

ক. শাপে বর খ. উড়ো খৈ গোবিন্দায় নম

গ. একাদশে বৃহস্পতি ঘ. তামার বিষ

৪৬. 'ঘোটক' অর্থ কী?

ক. বাঘ খ. ঘোড়া গ. হরিণ ঘ. গাধা

৪৭. 'উন্মুখ' শব্দের বিপরীত শব্দ কী?

ক. সম্মুখ খ. বিমুখ গ. পরান্মুখ ঘ. মূর্খ

৪৮. উদ্দিষ্ট বস্তু যদি সমস্ত আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন আধারাধিকরণ বলে?

ক. ঐকদেশিক খ. অভিব্যাপক

গ. বৈষয়িক ঘ. সামীপ্য অর্থে ঐকদেশিক

৪৯. 'সৌভাগ্য'- এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক. সুভ+ষ্ণ্য খ. সুভগ+ষ্ণ্য গ. সৌভ+ষ্ণ্য ঘ. সুভগ+ষ্ণ

৫০. 'আজকে তোমায় দেখতে এলাম' বাক্যটিতে 'আজকে' কোন্ কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে দ্বিতীয়া খ. কর্তায় দ্বিতীয়া

গ. করণে কে বিভক্তি ঘ. অধিকরণে চতুর্থী

 

উত্তরমালা : ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক ৩৯.খ ৪০.ক ৪১.ঘ ৪২.গ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ক ৪৬.খ ৪৭.গ ৪৮.খ ৪৯.খ ৫০.ক।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.