আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা প্রস্তুতি

জ্ঞানমূলক :

প্রশ্ন : শ্রেণীবিন্যাস কী?

উত্তর : বিজ্ঞানসম্মত উপায়ে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ জগৎকে বিভিন্ন দলে ভাগ করাকেই শ্রেণী বিন্যাস বলে।

প্রশ্ন : ব্রায়োফাইটা কী?

উত্তর : যেসব উদ্ভিদ অপুষ্পক ও ভ্রূণ উৎপাদনকারী তারা ব্রায়োফাইটা।

প্রশ্ন : এগারিকাস কি?

উত্তর : এগারিকাস এক ধরনের ছত্রাক।

প্রশ্ন : নগ্নবীজী উদ্ভিদ কি?

উত্তর : কিছু উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বক নগ্ন অবস্থায় থাকে এবং নিষিক্ত হয়ে বীজ উৎপন্ন হয়। এ ধরনের উদ্ভিদকে নগ্নবীজী উদ্ভিদ বলে।

যেমন সাইকাস, পাইনাস, সুজা ইত্যাদি।

প্রশ্ন : কোষ কাকে বলে?

উত্তর : জীবদেহের গঠন ও কাজের মূল এককের নামই হলো কোষ।

প্রশ্ন : ভাইরাস কি

উত্তর : নিউক্লিয়ক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক অকোষীয় রোগসৃষ্টিকারী বস্তুকে ভাইরাস বলে।

প্রশ্ন : লাইকেন কি?

উত্তর : শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত এক বিশেষ ধরনের মিথজীবী উদ্ভিদকে লাইকেন বলে।

প্রশ্ন : কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে?

উত্তর : দ্বিভাজন বা ফিশন

প্রশ্ন : আদি উদ্ভিদকুলকে কী বলা হয়?

উত্তর : প্রোটোফাইটা

প্রশ্ন : দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়ার ভূমিকা আছে?

উত্তর : ল্যাকটোব্যাসিলাস

প্রশ্ন : একবীজপত্রী উদ্ভিদের পাতার শির বিন্যাস কেমন হয়?

উত্তর : সমান্তরাল

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর : অনুধাবনমূলক

প্রশ্ন : ভাইরাস জড় ও জীবের মধ্যে যোগসূত্রকারী সেতুবন্ধন- ব্যাখ্যা কর :

উত্তর : ভাইরাস পৃথিবীর সরলতম ও ক্ষুদ্রতম জীব।

জীবদেহের সাধারণ বৈশিষ্ট্যের বেশির ভাগই ভাইরাসে অনুপস্থিত। তবে ভাইরাস জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত এবং উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে পোষক দেহের জৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করে বংশবৃদ্ধি করতে সক্ষম। তাই ভাইরাসকে জড় ও জীবের মধ্যে যোগসূত্রকারী সেতুবন্ধন বলা হয়।

প্রশ্ন : লাইকেন সৃষ্টি মিথষ্ক্রিয়ার ফল ব্যাখ্যা কর।

উত্তর : লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত বিশেষ ধরনের মিথজীবী উদ্ভিদ।

সবুজ শৈবাল খাদ্য উৎপাদনের মাধ্যমে ছত্রাকের পুষ্টি সাধনে সাহায্য করে এবং ছত্রাক পোষকের দেহ থেকে পানি ও খনিজ লবণ আহরণ করে শৈবালকে সরবরাহ করে। এ প্রক্রিয়াকে মিথষ্ক্রিয়া বলে। কাজেই দেখা যায় যে লাইকেন সৃষ্টি মিথষ্ক্রিয়ার ফল।

প্রশ্ন : একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ।

উত্তর : এক বীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য : ১. বীজে একটি মাত্র বীজ থাকে ২. এদের গুচ্ছমূল বিদ্যমান ও ৩. পাতার শিরবিন্যাস সমান্তরাল

প্রশ্ন : দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ।

উত্তর : বৈশিষ্ট্য হল : ১. বীজে দুইটি বীজপত্র থাকে ২. এদের প্রধান মূলতন্ত্র বিদ্যমান ও ৩. পাতার শিরবিন্যাস জালিকাকার।

প্রশ্ন : পাটের অাঁশ ছাড়াতে ব্যাকটেরিয়ার ভূমিকা কী?

উত্তর : পাটগাছ থেকে অাঁশ ছাড়ানোতে ব্যাকটেরিয়া বিশেষ ভূমিকা পালন করে। পাটগাছ পানিতে ডুবিয়ে রাখলে পানিতে বসবাসকারী ব্যাকটেরিয়া পাটগাছের মধ্যে ঢুকে যেসব রাসায়নিক দ্রব্য অাঁশকে বাকলের মধ্যে আটকে রাখে সেগুলোকে তরল করে খাদ্য হিসেবে গ্রহণ করে। এতে অাঁশগুলো আলাদা হয়ে যায়।

প্রশ্ন : ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর : ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কারণ-

i. এদের কোষ প্রাচীর থাকে

ii. এদের কোষে ভ্যাকুওল ও প্লাস্টিড থাকে

iii. এদের কোষে সেন্টিসোম থাকে না।

প্রশ্ন : শৈবাল ও ছত্রাকের পার্থক্য লিখ।

উত্তর : শৈবাল ও ছত্রাকের পার্থক্য নিম্নরূপ :

প্রশ্ন : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লিখ।

উত্তর : ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য নিম্নরূপ :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.