আমাদের কথা খুঁজে নিন

   

আসুন অন্তত ফেব্রুয়ারি মাসে বাংলায় facebook ব্যবহার করি এবং বাংলায় স্ট্যাটাস দিই



১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সালাম,রাফিক,বরকত,শফিউরদের মহান আত্মত্যাগে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। আমরা এখন বাংলায় কথা বলতে কোন সমস্যা নাই। কিন্তু বর্তমান যুগ হল ইন্টারনেটের যুগ তথা ফেসবুকের যুগ। ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও সম্মানিত করতে পারি ছোট্ট একটা কাজের মাধ্যমে,আমরা যদি আমাদের ফেসবুকের language বাংলা করে দিই। কিভাবে করতে পারিঃ account থেকে account settings ক্লিল্ক করে language এ বাংলা নির্বাচিত করুন।

এবার দেখুন আপনার ফেসবুকের সব বাংলা হয়ে গেছে। যারা মোবাইল থেকে ব্যবহার করেন তাদের জন্যঃ settings এ গিয়ে language বাংলা করে দিন। সাথে সাথে আমরা আমাদের স্ট্যাটাসগুলোও বাংলায় দিতে পারি। মোবাইল দিয়ে যারা ফেসবুক ইউজ করেন,তারা কিভাবে বাংলা লিখবেন তা আমার আগের পোস্টে দেখে নিন। আশা করি বাংলায় ফেসবুক সবাই উপভোগ করবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.