আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমঃ মজদুর মজনুর সাথে পাহাড় কাটি



১। প্রেমঃ মজদুর মজনুর সাথে পাহাড় কাটি আমি মশগুল আমারই ভাবে পুড়ে পুড়ে যাই দহন-তাপে, অগ্নি-জুঁই ঐ খই ফোটা রোদে আমি দিওয়ানা কাল –কলন্দর এবাদতে আজ দিওয়ানা আমার দিল খাঁটি প্রেম যেন গভীর-গতরে টুকরা হৃদয়, বিরহ-বিহনে কাঁপে থর থর আমার হৃদয় ফাঁসীর ফাঁদে,তাও ক্ষম না আর দাগা দিও না লিঙ্গ লাঙ্গলে চষি নাই জমি তোমারে পুঁজিয়া সদা আভূমি এবাদতী জপ, ওষ্ঠ অধীর, ছুঁয়ে ছুঁয়ে দেই ঠোঁট যে অপর খুনরাঙা এই হৃদয়ের ভুমি শোভাপ্রকাশিত প্রিয়া তোমারই রক্তরংগিন। লহুলৌহকণা, রক্তে আগুন লহু দিওয়ানা ওরা ছুটে যায় তোমারই দিকে লহুরাঙা পথে শরীর শপথে শ্রীধামে যাই ২/ কার্তিকের ওলানী কান্দিয়া কান্দিয়া আমি মন ভারী করি আকাশ উজালা হইলে নিজ পথ ধরি সম্পদে সন্তানে আমি সুখি নিবাসী মোকামে মুক্ত পাখী থাকি ন’ জানি আসমানে মেঘের দেখা, মেঘা পোয়াতি তাইতো শরীরে এই প্রস্রবন জাগৃতি এইবার সাঁতারের স্বাদ জাগে প্রাণে প্রাণে কাটে কাল যায় বেলা গুপ্ত সন্তরণে হাপুড় হুপুড় আর কার্তিকের ওলানী মজনু মজদূর প্রেম, কাম পরিশ্রমী আপনভোগ্যা প্রেম আপনারে খায় প্রেমে যারা খূঁজে-ফিরে ন্যয় অন্যায় অদ্বৈত দ্বৈতের স্বাদ তারা পাবে না কালার বিস্তার হয় কাল কলিকালে কামমনস্কতা ভুলে, ওলানি কপালে। । আপন সম্পূর্ণ হয় আপন জানিয়া আপনার সারাৎসার যদি ভোগে লাগে নিত্য নেশার ঘোরে,কামনাই জাগে।

। এই রাতে শুধু ফুল, ঝাড়ে বংশে খাও এসো ভোগে নিরলায়, গুপ্ত করো ভোগে প্রকাশ হইয়া যাবো ওলানীর যোগে শশীময়, আধাচাঁদী জ্বালিয়া কুপি নিবেদনে নিঃস্ব আমি নিগুমের ঘুম জড়াই তোমার দেহ জুড়াই দহন দহনস্নিগ্ধ রুপে তুমি রঙ খেলো দুই দেহে দুই ফল খাই একসাথে এক দেহে দুই স্বাদে মাঝে মাঝে জুটে এমন স্বাদের ফল, যত খাবে ধরে একবার খেলে ফল,মুখে লেগে থাকে নিয়মমাফিক কোন নিয়ামত নাই এই ফলের কিসমৎ দিলেন গুরু সাঁই। । ব্যাভিচারে স্বমেহনে স্বভোগ্যা স্বাধীন বাঞ্চা ও ইচ্ছার ফাঁকে চাঁদ ডুবে যায় আমারে খাইয়া তুমি জ্বলিবে মরিয়া দ্বৈতের অদ্বৈত স্বাদ নিবে নাকি প্রিয়া। ।

বাইরে নূরের লীলা, ভেতরে প্রকৃতি কামের লীলায় আমি সাধু সরস্বতী ধেয়ানে খাইও আমায় দীনগান গেয়ে কণ্টকগলা আমার না খাইও কন্ঠ যতো খাও, ততো স্বাদ, বাড়ি আমি গোষ্ঠের গোকূলে । । নিগুম ন’ জানিলে তুমি ন’ জানিবে মেহন-মোহন ভাগ ও ভগ্নাংশের পরিপূর্ণ স্বাদ রজোবীজে আপনারে করগো আস্বাদ অচেনা নদীর জলে স্রোত পিঠাপিঠি জমজ দিগন্তে আজ রঙ দেখিয়াছি । । এই রঙে রজোলীলা ব্রজধামে নয় মোহন-মেহন জ্বালা ঘরে ঘরে হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.