"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
প্রেমঃ ঈদ স্পেশাল
আহা!
তোমার প্রেমের সুপ্ত তাপে,
গুপ্ত এই মনটা আমার
এখন দেখি দিনেরাতে
আপন মনেই গলছে শুধু!
শক্ত ছিলাম, জমাট ছিলাম,
চিরটাকাল বরফ ছিলাম,
তোমায় দেখে কখন যেন
একটু একটু নরম হলাম।
বরফ কঠিন সেই আমি আজ
ভুলে গেছি কোথায় কি কাজ
তোমার প্রেমে নিজের দোষে
ইচ্ছে করেই গলে গেলাম।
গ্রীণ-হাউজ এফেক্ট বলো,
দূষণের মাত্রা বলো,
সব সয়েও এতোটাকাল
বেঁচে ছিলাম সেইতো ভালো!
প্রেম-চূলোয় আঁচ যে ভীষণ
থাকে তাতে নীরব দহন,
বিশাল আমার বরফ হৃদয়
বাষ্প হয়ে শুকিয়ে গেলো!
এখন বুঝি নিজের মতো
একা থাকাই ভালো ছিলো
বোকা যারা মরবে তারা
প্রেমের আর দোষ কি বলো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।