সবাইকে আমার ব্লগে শুভেচ্ছা
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কথা মনে আছে? ক্রিকেট খেলার পাশাপাশি মেয়ে পটানোদতও যার ছিল সমান দক্ষতা। তার খ্যাতি যখন মধ্য গগনে, জীবনে তার বহু রমণী এসেছেন। আবার চলেও গেছেন। রুমাল বদলের মত রমণী বদল করেছেন কিং খান- এ কথা বললে অতিরিক্ত হয় না।
একবার এক ভারতীয় সাংবাদিক ইমরান খানের সাক্ষাৎকার নিতে গিয়ে তার হোটেল রুমে গিয়ে আবিষ্কার করেন এক রূপসীকে।
তিনি লিখেছিলেন, পৃথিবীতে ইমরান খানের কাজ বোধহয় দুটো।
১. ক্রিকেট খেলা,
২.মহিলাদের সঙ্গ দেওয়া
একটু কি ভুল বলেছিলেন তিনি, নারীরাই বরং বর্তে যেতেন ইমরানের খানিকটা সান্নিধ্য পেলে। ভারতের একাধিক নামি দামি মহিলা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতেন। সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ জিনাত আমান।
সত্তরের দশকের শেষ দিকের ঘটনা।
পাকিস্তান ক্রিকেট দল ভারতে এসেছে। ড্যাশিং ওপেনার মাজিদ খান তখন পাকিস্তান দলের অধিনায়ক। জিনাত আমান প্রথমে মাজিদ খানের কাছে ঘেঁষতে চেয়েছিলেন। তার কাছে পাত্তা না পেয়ে পরে মাজিদ খানের কাজিন ইমরান খানের দিকে হেলে পহড়ন জিনাত আমান। শোনা যায়, তাদের প্রেমটা ছিল ওয়ান ওয়ে ট্রাফিকের মত।
ইমরানের দিক থেকে যতটা না পালে বাতাস দেয়া হয়েছিল, তার চেয়ে অনেক বেশি আগ্রহের আগুন জ্বলেছিল জিনাতের হৃদয়ে। বলিউডের নায়িকা তো ঘোষনা দিয়েই বলেছিলেন. ইমরান যদি তাকে বিয়ে করতে রাজি হন, তবে তিনি অভিনয় ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু ইমরান খান অন্য ধাতুতে গড়া। তার জীবনে তখন জিনাতের অভাব নেই। দুজনে যদিও অনেক কাছে চলে গিয়েছিলেন।
মিডিয়া লুফে নিয়েছিল তাদের প্রেমকাহিনী। বলিউডের কোন কোন চিত্রর্মিাতা জিনাতকে হারানোর ভয়ে ইমরানকে অভিনয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। পাকিস্তানেও এ নিয়ে কম শোরগোল হয় নি। গেল গেল রব উঠে ইমরান খানকে নিয়ে। কিন্তু কিং খান জিনাতকে ঘোল খাইয়ে সটকে পড়েন।
একটা ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। লন্ডনের টেমস নদীর তিরে ইমরান খান ও জিনাত আমান হাত ধরাধরি করে হাটছিলেন। এক বৃদ্ধা কৌতুহলবশত জানতে চেয়েছিলেন, হাজবেন্ড এন্ড ওয়াইফ? ইমরান খানের চটপট জবাব, নো? ম্যান এন্ড ওম্যান। শুধু তাই নয়, ইমরান যখন আত্নজীবনি লেখেন, তখন তিনি জিনাতের জন্য একটি অক্ষরও বরাদ্দ করেন নি জিনাত আমানের জন্য। সেই বলিউডের সাবেক নায়িকা শুটিং বন্ধ করে কয়েকদিন ঘর থেকেই বের হন নি।
ইমরান-জিনাত সম্পর্ক সেখানেই চুকে বুকে যায়।
ইমরান খানের প্রেম কাহিনী সম্পর্কে আরও জানতে চাইলে চোখ রাখুন পরবর্তী পর্বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।