আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ পারে, পারেনা ‘হেনা’রা



১৪ বছরের কিশোরীর নরম শরীর কি আর পারে বাংলাদেশের মত সহ্য করতে! বাংলাদেশের প্রতি বর্গইঞ্চি ধর্ষিত হয়- অন্তরঙ্গে বহিরঙ্গে, প্রতিনিয়ত! যে যেভাবে পারে, সুযোগমত রক্তাক্ত করে প্রিয় স্বদেশ; মাঠঘাট, খালবিল, বিদ্যাপীঠ, গ্রামগঞ্জ, শহর কিংবা সীমান্ত-ধর্ষণ সবখানে! উত্থিত শিশ্মের মত স্বার্থের ধারালো অস্ত্র রক্তপাত ঘটায় নির্বিবাদে; এরপর সালিস বসে সংসদভবনে অথবা রাজনৈতিক মঞ্চে, এবং দোররা মারা হয় ধর্ষিত মাতৃভূমিকে! তবুও টিকে আছে, ধুঁকে ধুঁকে বেঁচে আছে বাংলাদেশ। হেনা, ফুলের মত নাজুক যার শরীর- সে টিকতে পারেনি; ধর্ষণ, দোররা অবিরত সহ্য করেও বেঁচে থাকতে পারে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ; কিন্তু হেনার মত ফুলেরা পারেনা! (শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রত্যন্ত চামটা গ্রামে ফুটে থাকা এক ফুল ছিলো ‘হেনা’। বয়স টেনেটুনে ১৪। গত ৩০/০১/১১ তারিখ দিবাগত রাতে ধর্ষণের শিকার হয় হেনা। পরদিন ‘সমাজপতি’রা ‘ইসলামবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা’র অভিযোগে ধর্ষকের সাথে সাথে হেনাকেও দোররা মারার ফতোয়া দেয়। ৭০/৮০ টা দোররা মারতেই হেনা অচেতন হয়ে যায় এবং সেদিনই গভীর রাতে মারা যায়। তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো, ০২/০২/১১।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.