তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
একটি ভুখা কুকুর
একটি খোঁড়া কুকুর
একটি কানা কুকুর
একটি তেজী কুকুর
কয়েকটি ঘৃণ্য কুকুর ।
কেউ ছুটে যায়
কেউ দেখতে যায়
কেউ খেতে চায়
কেউ মুখ থুবড়ে আছাড় খায় !
কয়েকটি ঘৃণ্য কুকুর
হন্যে হতে চায়
কেউ জানতে চায়
কেউ শুনতে চায়
কেউ বলতে চায়
কেউ শক্ত দাঁতে কামড়াতে চায়
কয়েকটি ঘৃণ্য কুকুর
বোবা চোখে ফ্যালফ্যালায়!
শহরের ডাস্টবিনগুলোতে আজ ময়লা জমছে ...
নোংরা দুর্গন্ধে ভারি বাতাস।
কয়েকটি অযাচিত কুকুর
এখন আর গলা ছেড়ে ডাকে না !
নীরব, নিস্তব্ধ, শঙ্কিত চেতনা ভর করে মস্তিষ্কে।
হায়েনার নির্মম আর্তনাদে ঢাকা পড়ে ওদের প্রাণ।
অবসরপ্রাপ্ত মস্তিষ্ক ডাক দিতে ভুলে যায়,
কলম তুলতে ভুলে যায়।
মানুষের দুর্গন্ধ ছাপিয়ে শহরটি টিকিয়ে রাখতে
আজ কিছু কুকুর দরকার ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।