১.
প্রথম কোপটা মাটিতে পড়ার সাথে সাথেই শুক্কুর আলী দারুণ চমকে উঠে, এবং দ্বিতীয় কোপের জন্য কোদালটা উপরে তুলতে গিয়েই টের পায়, যে তা অসম্ভব ভারী হয়ে উঠেছে, ফলে সে পরবর্তী কোপের জন্য তা যথাযথ পরিমাণ উপরে তোলার প্রয়োজনীয় শক্তি হারায়, এবং হঠাৎ করেই বিমূঢ় ও স্থবির হয়ে পড়ে, আর কোদালটা উপরে তোলার পরিবর্তে নিচের দিকে নামিয়ে রেখে ধুপ করে মাটিতে বসে পড়ে!
বেলা যে খুব বেড়েছে তা নয়। যে সময় গ্রামের বাচ্চারা ময়লা জামা-কাপড় আর ছেঁড়া-ফাটা বই নিয়ে বিলের মধ্যে দিয়ে উদ্দেশ্যহীনভাবে স্কুলে যায়, আর সে ক্ষেতে কাজ করার সময় ঘাড় ফিরিয়ে মুগ্ধ চোখে তাদের দেখতে দেখতে ফিরে যেত শৈশবে, যখন সে নিজেও কয়েক বছর ওভাবে স্কুলে গেছে নিয়মিত। সেই সব স্মৃতি এভাবে মনে পড়লে নিজের জন্য একটু মায়া তৈরী হতে না হতেই ওর চোখের সামনে ভেসে উঠে আমগাছে ঝুলে থাকা বিভৎসভাবে বেরিয়ে আসা জীভসহ মৃত মায়ের মুখটা, যে কিনা আজীবন অন্যের বাড়িতে গতর খাটতে খাটতেই কোনো না কোনো মৃত অথবা জীবিত মহাজনের স্বেচ্ছায় কিংবা জোরপূর্বক গছিয়ে দেয়া উপহারস্বরূপ পৃথিবীতে এনেছিল তাকে, আর পরবর্তি বছরগুলো অন্যের দেয়া এই অন্যায্য উপহারের তীব্র গ্লানি সহ্য করতে না পেরে ঝুলেছিল আম গাছে।
অন্তত, যতদূর মনে করতে পারে, মায়ের ঝুলে পড়ার আগের দিনও সে গিয়েছিল স্কুলে। প্রতিবারই হুট-হাট করে স্মরণে আসা এই নির্মম স্মৃতি ওকে ভয়ানক অস্থির করে তোলে, আর মায়ের ঝুলে থাকা শরীরটি মনে পড়লে আরও একটি কথা মনে পড়ে যায় অনবশ্যকভাবে।
গোপালভোগের যে আম গাছটিতে মা ঝুলেছিল, সেই গাছটি ছিল ওর খুব পছন্দের, কেন না এই গাছে সে কেবল অসংখ্যবার চড়েইনি শুধু, বরং কতশতবার যে চুরি করে আম পেড়েছে, হিসেব নেই। অথচ সেই প্রিয় গাছটিই, যা থেকে সে আম চুরি করত, চিরদিনের জন্য চুরি করে নিয়ে গেল ওর মাকে, ব্যাপারটি এভাবেই আশৈশব ধরা দিয়েছে ওর কাছে, ফলে সে আর কখনোই গাছটির কাছে আসেনি ভুল করেও, অথচ আজ এত বছর পর সে নিজেই ফিরে এসেছে সেই আম গাছটির নিচে, অজগর মিয়ার কবর খোঁড়ার জন্য, যার বাড়িতে ওর মা জীবনের সবচেয়ে বেশি সময় গতর খেটেছে।
সকালে ঘুম ভাঙ্গে অজগর মিয়ার চাকরের ডাকে। সে-ই মৃত্যুর খবরটা দেয়, আর জানায়, অজগর মিয়ার বড় ছেলে তাকে বলেছে জলদি যেতে, কবর খুঁড়তে হবে, আর খোঁড়া হলেই নগদ ৩০০টাকা পাবে। প্রথমত সে বুঝতে পারেনি যে, সাধারণ কামলা খাটা অথবা মাটি কাটার সাথে কবর খোঁড়ার কোনো পার্থক্য থাকতে পারে, ফলে চাকরটি বেরিয়ে যাবার সাথে সাথেই কয়েক গ্লাস পানি খেয়ে গামছা আর কোদালটা নিয়ে রওনা দিয়েছিল খালি গায়েই।
ওর মাথায় তখন কবর খোঁড়া অথবা কাজ কোনোটাই ছিল না, কেবলমাত্র একটি শব্দ ছাড়া, যা ওকে প্রায় নেশাগ্রস্থের মতো আচ্ছন্ন করে রেখেছিল, ‘৩০০টাকা'; কেন না গত একমাস কাজ-কর্ম নেই বললেই চলে, যে টুকটাক কাজ পেয়েছে তাতে তিন বেলা চাল ফুটিয়ে খাওয়া তো দূরে থাক, এক বেলার প্রয়োজনীয় চাল কিনতেও পারেনি ঠিকভাবে, ফলে গত একমাস তাকে প্রায় প্রতিদিনই না খেয়ে থাকতে হয়েছে, আর রোজ ক্ষুধার জ্বালায় বারবার আল্লার দরবারে নিজের মৃত্যু কামনা করেছে!
কেবল গতকালটি ছিল ওর কাছে হঠাৎ স্বর্গে পৌঁছে যাবার মতো তাৎপর্যপূর্ণ, কারণ বাল্যবন্ধু ওসমান প্রায় জোর করেই ওকে নিয়ে যায় তাড়ির ভাটিতে, আর ফ্রি ফ্রি তিন গ্লাস তাড়ি ও কয়েক টুকরো হাঁসের মাংস খাওয়ালে সে অনেকক্ষণ ওসমানের মুখের দিকে তাকিয়ে থাকে। যদিও ততক্ষণে ওসমান টঙ, এবং একই সাথে মাতলামো ও অকথ্য ভাষায় খিস্তি শুরু করেছে, অথচ সে ওসমানের সেই ভারসাম্যহীন মুখের দিকে তাকিয়ে অমন পরিস্থিতিতেও ভাবতে সক্ষম হয়েছিল ওকে পৃথিবীর মহোত্তম মানুষ হিসেবে, আর বাড়িতে পৌঁছে দেবার সময় ওর মাতাল শরীর প্রায় নিজের শরীর বয়ে আনতে আনতে এও মনে করেছিল, পৃথিবীতে কেবলমাত্র নবী-রাসূলরাই পেরেছে এতটা মহৎ হতে। ওর এই ভাবনার কারণ ছিল খুবই স্বাভাবিক, কারণ গত এক মাসে ঐ তিন গ্লাস তাড়ি আর কয়েকটি ঝাল মাংসের টুকরো ওর কাছে ছিল মানুষের চিরকাঙ্খিত বেহেশতী নেয়ামতের মতো ব্যাপার, যা তাকে কৃতজ্ঞ করে তুলেছিল আপ্রাণ!
২.
শুক্কুর মাটিতে বসে থাকে, কেন না কোদালের কোপ দেয়ার সাথে সাথেই তার মনে হয়েছে, সে নিতান্তই মাটি কাটছে না, বরং কবর খুঁড়ছে, যেখানে একজন মরা মানুষকে দাফন করা হবে, যা তাকে চরমভাবে হতবিহ্বল ও ভীত করে তুলেছিল! ব্যাপারটা অনেকটাই মাংসের দোকান থেকে মাংস কিনে খাওয়া আর নিজেই কোনো পশুকে হত্যা করে তার মাংস খাওয়ার মতো হয়ে ধরা দিয়েছিল ওর কাছে। এদিকে গতকালের মাংসের টুকরোগুলো সন্ধ্যারাতের পর পরই হজম হয়ে গিয়েছিল, আর বাকি রাত ক্ষুধার জ্বালায় এপাশ-ওপাশ করতে গিয়ে মনে হয়েছিল, পৃথিবীর সমস্ত সুস্বাদু খাবারই হজম হয়ে যায় দ্রুত, আর সেজন্যই বোধ হয় সেগুলো এত সুস্বাদু ও লোভনীয়। মাস চারেক আগে বরকতউল্লার মেয়ের বিয়েতে খেতে গিয়ে এই ভয়েই সে এত খেয়েছিল যে, তিন তিনটি দল খেয়ে উঠে গেলেও সে তখনও বসে খাচ্ছিল দেখে লোকজন জোর করে তুলে ওকে বিয়ে বাড়ি থেকে বের করে দেয়! খুব কষ্ট হয়েছিল ওর, জোর করে বের করে দেবার জন্য নয়, বরং অত সুস্বাদু আর লোভনীয় খাবারগুলো আরও একটু বেশি খেতে না পারার কারণে, কারণ ওর ধারণা ছিল সন্ধ্যা হবার সাথে সাথেই ভেলকীবাজির মতো সব হজম হয়ে যাবে! হয়েওছিল, আর সেদিন রাতের মতো গতকাল রাতেও সে একবার খোদার নির্দয়তাকে, যার দরুণ তিনি ওকে এমন একটা রাক্ষস পেট দিয়েছেন যে কিনা সমস্ত ভাল খাবারই হজম করে ফেলে নিমিষেই; আরেকবার নিজের পেটকে, যে চরম অভাবেও ভাল খাবারগুলো জমিয়ে রাখবার মতো ন্যূনতম ধৈর্য্য ধারণ করতে সক্ষম হয় না কোনোভাবেই, অভিশম্পাত ও তীব্র ভর্ৎসনা করে।
এমন একটি অসহায় রাতের পর সকালের মৃত্যু সংবাদটি ওর কাছে ছিল আর্শীবাদের মতো এবং কোনো কিছু না ভেবেই আচ্ছন্ন হয়ে ছুটেছিল তিন তিনখানা নোটের লোভে, অথচ প্রথম কোপ দেবার পরই বুঝতে পারে, জীবনে প্রথমবারের মতো সে এমন একটি কাজ শুরু করেছে, যার সাথে পরিচয় ঘটেনি আগে। এদিকে বাসি পেটে খাওয়া পানিগুলো পেটের মধ্যে মোচড় দেয়, এদিক-ওদিক আছড়ে পড়ে, যার শব্দ সে স্পষ্ট শোনে। অল্প অল্প ব্যথা ইতিমধ্যেই শুরু হয়ে যায়, আর সে সম্ভাব্য কবরের পাশে বসে ক্ষুধার তীব্রতার কথা ভেবে অস্থির হয়ে উঠে, যা তাকে একই সাথে ৩০০টাকার জন্য ভয়ানক লোভী ও মৃত্যু তথা কবর বিষয়ক চিন্তায় ভীত করে তোলে! সে উঠে দাঁড়ায় এবং গোপালভোগের আম গাছটির দিকে মাথা তুলে দীর্ঘ দৃষ্টি মেলে তাকায়, তারপর নিজেকে করুণা ছুঁড়ে দিয়ে কোদাল তুলে নিয়ে জড়তা ছাড়াই মাটির বুকে চালাতে শুরু করে, এবং একটি লাশ, যা কিনা মৃত, শীঘ্রই দাফন করতে হবে, নইলে দুগর্ন্ধ ছড়াবে, এমন ভাবতে ভাবতে সেই লাশের মুখের সাথে নিজের মুখের মিল খুঁজে পেলে কোদাল চালানোর গতি বেড়ে যায়, আর যন্ত্রের মতো একটানা ওর পিঠ উঠা-নামা করতে করতে একটু একটু করে ক্রমশঃ মাটির নিচে নেমে যেতে থাকে!
কতক্ষণ সে ওভাবে করব খোঁড়ে জানে না, হুশ ফেরে অজগর মিয়ার মেজ ছেলের চিল্লানিতে, ‘শুক্কুর, কতদূর হলো, জলদি কর, জহুরের ওয়াক্তে জানাযা হবে’। শুক্কুর থামে, এবং লক্ষ্য করে প্রায় কোমর সমান মাটির নিচে সে দাঁড়িয়ে। সে হচকচিয়ে যায়, ধড়ফড় করে নিজেরই খোঁড়া কবর থেকে উপরে উঠে আসে! নিশ্বাস ঘন ও গাঢ় হয়! গা গুলিয়ে উঠে, আর কিছুটা স্বস্তির নিঃশ্বাস বুক ভরে টেনে নিতে নিতে সদ্য খোঁড়া কবরটির দিকে ফিরে তাকায়।
হয়ত সে নিশ্চিত হতে চেষ্টা করে যে, কবরটি তারই খোঁড়া, যা সে স্বপ্নে নয় বাস্তবে খুঁড়েছে, এবং সেখানে তাকে নয় অজগর মিয়াকে দাফন করা হবে। পেটের মধ্যে এবার সে প্রচন্ড মোচড় ও ব্যথা অনুভব করে আর তীব্র ক্ষুধা দ্রুত তাকে জাপটে ধরে! যন্ত্রণায় ওর চোখে পানি চলে আসে, অসহায় বোধ করে, এবং তৃষ্ণায় এক গ্লাস পানির জন্য মৃতের বাড়ির দিকে মুখ তুলে তাকায়! অনেক লোকজন দেখতে পায়, কিন্তু সেখান থেকে না কেউ পানি নিয়ে আসে, না খাবার। মৃতের বাড়িতে দাফনের পূর্বে খাবারের আয়োজন গর্হিত, ব্যাপারটি সে মেনে নিতে পারে না কিছুতেই, কেন না প্রথম যে কথাটি ওর মনে হয়, তা হলো, জানাযায় যারা আসবে, কিংবা যারা লাশ কাঁধে বয়ে নিয়ে যাবে, তারা সবাই নিশ্চয় ওর মতো ক্ষুধার্ত কিংবা খালি পেটে আসবে না। অনেকেই হয়ত আসবে দুপুরের খাবার খেয়েই, অথচ সে গতকাল রাত থেকে না খেয়ে আছে, আর কেবলমাত্র ক্ষুধার কারণেই কবর খোঁড়ার নিয়ম-কানুন না জেনেই শুধু ৩০০টাকার লোভে ডাকামাত্রই ছুটে এসেছে। প্রথমে সে ভেবেছিল ব্যাপারটি খুব সহজ, এবং মাটির উপর একের পর এক কোপ দিয়ে এক মানুষ মতো লম্বা আকারের নাভি অথবা বুক সমান গর্ত করা ছাড়া আর কিছুই নয়।
কিন্তু, যখন সে কবর খোঁড়া শুরু করে, প্রথম কোপ দেয়ার সাথে সাথেই সাধরণ মাটি খোঁড়া আর মৃতের জন্য কবর খোঁড়ার মধ্যে মূল পার্থক্যটা ধরতে পারে, যেখানে একটির সামনে কেউ বসে না থাকলেও, অপরটির সামনে কোথাও যেন স্বয়ং খোদা অলক্ষ্যে বসে আছেন, এমন বোধ প্রতি মুহূর্ত কাজ করতে থাকে, যা একই সাথে মানুষকে ভীত ও দুর্বল করে তোলে।
৩.
শুক্কুর তার ভীত ভাবনার মাঝেও ৩০০টাকার কথা স্মরণ করতে সক্ষম হয়, আর সমস্ত মনোবল জড়ো করে পুনরায় নেমে পড়ে কবরে। হয়ত খেয়াল ছিল না, কিন্তু, কিছুক্ষণ খোঁড়ার পরই শরীরে চাপ অনুভব করে। সে টের পায় তার পেচ্ছাব পেয়েছে। প্রায় কোমর সমান হয়ে আসা গর্তের মধ্যে দাঁড়িয়ে সে নতুন করে অসহায়তা অনুভব করে, আর পেচ্ছাব করার তাগিদ তীব্রতর হতে থাকলে নতুন এক ভয় তাকে এমনভাবে জাপটে ধরে যে, তার মনে হতে থাকে তারই খুঁড়তে থাকা কবর তাকে যে কোনো মুহূর্তে দুইপাশ থেকে চেপে ধরবে, এবং কখনোই সে আর উঠতে পারবে না কবর থেকে।
কবর তাকে আজ জীবন্ত গ্রাস করবে! এমন ভয় মূলতঃ আর কিছুই নয়, বরং নাপাক শরীরে কবরের মতো একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে থাকার কারণে। সকাল বেলা পানি খেয়ে বেরুবার আগে বাড়ির পাশে কলাগাছের ঝোপে সে পেচ্ছাব করেছিল, আর বরাবরের মতোই কয়েক ফোঁটা মুত কাপড়েও লেগেছিল। তাছাড়া সকাল সকাল এমন একটি প্রস্তাব পেয়ে উত্তেজনায় কাজটি সে দ্রুতই সেরেছিল, আর কোদাল হাতে বেরিয়ে আসার পর পথে মূত্রনালীতে জমে থাকা পেচ্ছাবের আরও কিছু ফোঁটা যে চুইয়ে চুইয়ে লুঙ্গিতে লাগেনি, এই ব্যাপারে সে নিশ্চিত হতে পারে না, ফলে নিজেরই খুঁড়তে থাকা তাজা কবরে দাঁড়িয়ে ঘটনাটি মনে পড়ায় নিজেকে ওর সত্যিকার অর্থেই নাপাক ও অপরাধী মনে হয়, আর শুধুমাত্র ৩০০টাকার লোভে এমন একটি গর্হিত কাজ করার জন্য আল্লাহ পাকের গজব ও অলৌকিক শাস্তি ভীতি তাকে এতটাই ভীত ও বিহ্বল করে তুলল যে, তার মনে হলো সে পা নড়াতে পারছে না, এবং আল্লাহ পাক হয়ত তাকে সত্যি সত্যিই শাস্তি দেয়া শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কবর তাকে জীবন্ত গ্রাস করতে যাচ্ছে!
সে প্রায় কেঁদেই ফেলে, এবং কেবলমাত্র ‘তওবা’, ‘তওবা’ শব্দ উচ্চারণ করতে করতে কবর থেকে উঠে পড়ার চেষ্টায় মরিয়া হয়! একবার পড়েও যায়, কিন্তু, শেষ অব্দি সে কবর থেকে উঠতে সক্ষম হলে দীর্ঘ এক নিঃশ্বাস বুক থেকে যেমন দ্রুত বেরিয়ে যায়, তেমন-ই টের পায় পেচ্ছাব প্রায় মূত্রনালীর মুখের কাছে চলে এসেছে, এবং যে কোনো মুহূর্তে তা ছিটকে বেরিয়ে পড়তে পারে। সে আর কিছুই ভাবতে সক্ষম হয় না, এবং ডান হাত দিয়ে যৌনাঙ্গের মাথা টিপে ধরে দৌড় শুরু করে, আর কিছু দূর গিয়ে জংলা মতো দেখে লুঙ্গি তুলে ধরে বসে পড়ে। হাত সরিয়ে নেবার সাথে সাথেই উষ্ণ তরল ছিটকে বেরিয়ে আসে, আর সে এতটাই আরাম বোধ করে যে, কিছুক্ষণ পূর্বের নাপাক বোধ অথবা শাস্তি ভীতি কোনোটাই স্মরণ রাখতে সক্ষম হয় না, এবং পেচ্ছাবের প্রচন্ড বেগ থেকে এমন সহসা মুক্তি যেন তাকে রমনকালীন কিংবা বীর্য স্খলনের মতো সুখ দিতে থাকে, ফলে সে অনেকটা সময় নিয়ে পেছাব করে, আর চোখ বন্ধ করে নিবিষ্ট মনে তা উপভোগ করে।
কিন্তু, ব্যাপারটি বেশিক্ষণ স্থায়ী হয় না! অনায্য সঙ্গমের পর পুরুষ যেমন অপরাধ বোধে ভোগে, সে নিজেও তেমন একটি অপরাধ বোধের সামনে সহসাই ফিরে এসে পূর্বের ভীতি ফিরে পেতে সক্ষম হয়, যা তাকে এইভাবে ভাবিয়ে তোলে, ভুল বশতঃ সকালের নাপাক ব্যাপারটি আল্লাহ পাক হয়ত মাফ করে দিলেও দিতে পারেন, কিন্তু, নাপাক জানার পরও পুনরায় নাপাক হবার কিংবা অধিকতর নাপাক অবস্থায় কবর খোঁড়ার মতো পাপ কিছুতেই তিনি ক্ষমা করবেন না, ফলে সে পেচ্ছাব করা থেকে উঠে দাড়ানোর পরিবর্তে ওভাবেই ঝোপের কাছে বসে থাকে। হয়ত প্রচন্ড খিদে আর একটানা শারীরীক পরিশ্রম ওর স্বাভাবিক চিন্তা-চেতনাকে গ্রাস করেছিল, নতুবা সে অনেকবার গ্রামের মুরুব্বিদের দেখেছে লুঙ্গি উঁচু করে বাম হাত ভেতরে ঢুকিয়ে এদিক-ওদিক হাঁটা-হাটি করতে, জোরে জোরে কাশি দিতে, যা তার অমন মুহূর্তে সহসাই মনে পড়ে যাবার কথা। শেষ অব্দি অনেকটাই অকস্মাৎ ব্যাপারটি তার স্মরণে আসে, এবং খানিকটা আশ্বস্ত হয়ে আশে-পাশে তাকায়। কোনো শুকনা ঢিলাই তার চোখে পড়ে না, বরং কবরের খোঁড়া মাটির ছিটকে আসা মাটির দু’একটি ভেজা দলা এদিক-ওদিক পড়ে থাকতে দেখে। অবশেষে বাধ্য হয়ে সে ভেজা মাটির দলাই তুলে নিয়ে লুঙ্গির নিচে ঢোকায়, কিন্তু, বেশিক্ষণ হাঁটা-হাটি বা কাশাকাশি করতে পারে না, তার আগেই কী যেন মনে পড়ায় যৌনাঙ্গের মুখে ধরা রাখা মাটির ঢিলাটি ছুঁড়ে ফেলে দেয় দূরে, আর পরক্ষণেই আরেকটি ভয়াবহ ভুলের অনুতাপ তাকে নতুন করে গ্রাস করে।
সব কিছুই যেন আজ তাকে নির্মম পরিহাসে অতিষ্ঠ ও জর্জরিত করে তুলেছে, ফলে সে ফিরে এসে কবরের পাশে বসে থাকে, আর বেলা বেড়ে মাথার উপরে এসে ওকে স্মরণ করিয়ে দেয়, জোহরের ওয়াক্ত হয়ে এসেছে।
সে সত্যি সত্যিই নিজের এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য অনুতপ্ত হলো, এবং মোনাজাতের ভঙ্গিতে দু’হাত উপরে তুলে কী যেন বিড়বিড় করে নেমে পড়ল কবরে। দুপুরের রোদ সবসময়ই ক্ষুধা-তৃষ্ণার প্রকোপ বাড়িয়ে তোলে, ওর বেলাতেও ব্যতিক্রম হলো না, ফলে সে পেটের মধ্যে তীব্র ব্যাথা নিয়েই মাটি খুঁড়তে থাকল, আর মাঝে মধ্যেই তীব্র ক্রোধ ও ক্ষোভে অস্পষ্টভাবে সম্ভাব্য সবাইকেই এমন তাজা কবরে জ্যান্ত পুঁতে ফেলার প্রতীজ্ঞা করতে থাকল!
কবর খুড়তে আর অল্প বাকি ছিল। সে নিচু অবস্থান থেকে মাথা তুলে চারিদিক দেখার সময় লক্ষ্য করল যে, কোমরের একটু বেশি চলে এসেছে মাটির নিচে, এবং আর একটু হলেই কবর খোঁড়া সম্পন্ন হবে। প্রায় সমাপ্ত হয়ে কাজটি তাকে সুখোকর সম্ভাবনার আশায় ৩০০ টাকার জন্য অতিশয় লোভী করে তুলল, কেন না ওকে বলা হয়েছিল, খোঁড়া শেষ হলেই টাকাটা দিয়ে দেয়া হবে।
কোনো রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জীবনের প্রথম খোঁড়া কবরটির দিকে সে ফিরে ফিরে তাকায়, এবং একটি নির্ভুল কবরের সঠিক গভীরতা কিংবা দৈর্ঘ্য-প্রস্থ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকায় কিছুটা সন্দিহান হয়ে পড়ে, আর ভুলভাবে কবর খোঁড়ার অভিযোগে নিজেকে অভিযুক্ত করে। ওর এই অভিযোগ ওকে চরম অস্বস্তির দিকে ঠেলে দিলেও, পরক্ষণেই দৃঢ় বিশ্বাস এভাবে ফিরে পায় যে, এত বড় কবরে অজগর মিয়ার মতো ছোটো-খাটো একটি কেন দু’তিনটে মানুষ অনায়াসেই এটে যাবে। হারানো বিশ্বাস শুধুমাত্র আকার দিয়ে ফিরে পাবার পরও ওর মনে নতুন শংকার উদয় হয়, যা কিনা কবরের দিক সম্পর্কিত। সেই সকাল থেকে কবর খুঁড়ছে, অথচ সে এখনও নিশ্চিত করে বলতে পারবে না আসলেই যে সে কোন দিকে খবর খোড়া শুরু করেছিল। হয়ত দ্রুত এসে কাজটি শুরু করার ফলে দিক সম্পর্কিত ব্যাপারটি মাথায় আসেনি, ফলে সে নিতান্তই মাটির খোঁড়ার মতো বোধ থেকে কবর খোঁড়া শুরু করেছিল, আর সেজন্য এখন তার অনুশোচনা হয়, এবং সেই সাথে নতুন এই সংশয় থেকে দ্রুত মুক্তির জন্য দিক নির্ধারণে ব্যস্তও হয়, এবং সামান্য বাঁকা ছাড়া সে যে উত্তর-দক্ষিণ বরাবরই খবর খুঁড়েছে তা দেখে প্রথমবারের মতো হাসে, আর এই আনন্দ ও খুশিতে কিছুক্ষণের জন্য হলেও সে ক্ষুধার কষ্ট ভুলে যায়, এবং অসংখ্যবার খোদার দরবারে শুকরিয়া জানাতে জানাতে বাকি কররটুকু ঠিকঠাক খুঁড়তে খুঁড়তে ৩০০টাকার স্বপ্নে বিভোর হয়।
গত একমাসের অমানবিক কষ্ট হতে সে শীঘ্রই মুক্তি পেতে চলেছে, এই আশা ও গতকাল সন্ধ্যার অভূতপূর্ব স্মৃতি তাকে লোভাতুর করে তোলে প্রবল, আর ওর এই লোভকে অধিক বাড়িয়ে তোলে কাফিরুদ্দিনের বৌ জান্নাতআরা। ওর মনে পড়ে যায়, গতকাল তাড়ির কলসিটা এগিয়ে দিতে আসলে কীভাবে হ্যাচকা টানে তাকে বুকের মধ্যে টেনি নিয়েছিল ওসমান। পাশে বসে শুক্কুর এই দৃশ্য এতটাই কাছ থেকে দেখেছিল যে, ওর মনে হয়েছিল কোনো সিনেমার নায়ক-নায়িকার বাস্তবিক ঢলাঢলি দেখছে সে, আর ওসমানের টানে বুকের মধ্যে পড়ার সময় জান্নাতআরার কাপড় যেমন একদিকে সরে গিয়ে ব্লাউজজহীন বুক বেরিয়ে যায়, তেমন সম্পূর্ণ মাতাল এক জোড়া হাত ওর শরীরে যথেচ্ছভাবে মাতলামো শুরু করলে শুক্কুর উত্তেজিত হয়ে পড়ে, এবং ফ্রি তিন গ্লাস তাড়ির শেষ গ্লাসটি ঢগঢগ করে গলা দিয়ে নামিয়ে দেয়। জান্নাতআরা ওসমানকে ধাক্কা দিয়ে ফেলে কপট রাগ দেখিয়ে মুচকি হেসে পেছন ফিরে চলে যায়, আর সে আরও কয়েক টুকরো ঝাল মাংস ও প্রস্থানরত জান্নাতআরাকে একইভাবে দাঁতের নিচে, মুখের ভেতর চরমভাবে কামনা করে, যেখানে জান্নাতআরার নগ্ন বুক আর ভারী নিতম্বের মায়াবী ঝলক ওকে ওসমানের দিকে প্রবল ঈর্ষা নিয়ে তাকাতে উসকে দেয়। সে সমানভাবে ঈর্ষান্বিত ও লোভী হয়, আর মুখের ভেতর জমে উঠা মাংসের ঝাল লালা জিভ দিয়ে তৃপ্তি সহকারে চটাস চটাস করে চাটে, এবং মাড়ি অথবা দাঁতের ফাঁক-ফোকরে লেগে থাকা অবশিষ্ট ঝাল স্বাদ কিংবা আটকে থাকা মাংসের টুকরো বা আঁশ খুব যত্ন সহকারে করে জিভ দিয়ে নাড়ে, ভেতরের দিকে টেনে নেয়, যেনবা জান্নাতআরা ওভাবে চলে গিয়ে পনুরায় ফিরে এসে সবার অলক্ষ্যে সরাসরি ওর মুখের মধ্যে ঢুকে পড়েছে।
শুক্কুর তাড়ি ও মাংসের এই প্রবল নেশা ধ্যানীর মতো চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে, আর পৃথিবীর সমস্ত যন্ত্রণা, কষ্ট সে ভুলে যেতে সক্ষম হয়, বহুদিন পর।
গতকালের সেই সব ঘটনা লোভনীয় ও আকর্ষণীয় স্মৃতির মতো ওর কাছে ফিরে ফিরে আসে, এবং সে কবর খুঁড়তে খুঁড়তেই সবগুলো এক এক করে মনে করতে সফল হয়, আর বারবার ঝল মাংসের টুকরো, ফেনা উঠা তাড়ির গ্লাস ও জান্নাতআরার হাস্যরত মুখ, না মুখ নয় শুধু, লোভুতর সব কিছুই মনে করে, ফলে ওর উত্তেজনা বাড়ে, এবং কিছুক্ষণের মধ্যেই পেতে যাওয়া নগদ অর্থের আশা ও এইসব স্মৃতিচারিত লোভ কবর খোঁড়ার গতি বাড়ি তোলে, আনমনেই।
৪.
অবশেষে ওর খবর খোঁড়া শেষ হয়, এবং চাকরটিকে গিয়ে বললে ভেতরে বাড়ি থেকে কয়েক জন এসে দেখে জানায়, ঠিক আছে, আর অল্পক্ষণ পর সত্যি সত্যিই তাকে তিনখানা নগদ ১০০টাকার নোট ধরিয়ে দেয়। বাড়িয়ে ধরা টাকাটি নিতে গিয়ে সে কাঁপে, একটু যেন বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু, শেষ পর্যন্ত যখন সে টাকাটা হাতে নেয়, তখন শরীর থেকে বিশাল একটি ভার যেন মুহূর্তেই নেমে যায়। সে আনন্দ প্রকাশ করতে ব্যর্থ হয়, এবং পারলে তখনই ছুটে গিয়ে কোনো হোটেলে বসে যতক্ষণ পারা যায় ততক্ষণ পেট ভর্তি করে খাওয়া শুরু করে, অথচ হয় না, কেন না টাকা দেয়ার পর চাকারটি জানায়, অজগর মিয়ার বড় ছেলে নাকি তাকে জানাযা পড়ে যেতে বলেছে, আর খাটলিটাও জলদি করে ধুতে বলেছে।
কথাটি শোনার পর ওর অস্বস্তি লাগে! সে মেনে নিতে পারে না এই বাড়তি কাজটুকু, কিন্তু নাও করতে পারে না, শুধু বোবার মতো চুপচাপ চাকরটির মুখের দিকে তাকিয়ে তাকে। চাকরটি হয়ত কিছু বুঝতে পারে, কাউকে চিল্লিয়ে বলে এক জগ পানি আনতে, তারপর বলে, ‘কবর খুড়ছো আর লাশ দাফন করবা না মিয়া। আল্লাহ গুনাহ দিবো না! তাছাড়া, জানাযায় শরীক হওয়া জরুরী, কারণ অনাত্মীয় বান্দার খাঁটি মনের দোয়া সহজে কবুল হয়, ফলে মুর্দার রুহ শান্তি পায়, গোর আযাব কম হয়’।
কথাগুলো কাজে দেয়, এবং জানাযায় অংশগ্রহণের জন্য থেকে যেতে নিজেকে রাজি করায়। পানি আসে, তৃষ্ণায় গলা শুকিয়ে আসার ফলে সে তড়িঘড়ি করে জগ হাতে নেয় এবং মুখের উপরে তুলে ধরেই ঢগঢগ করে গিলে নেয় অর্ধেকরও বেশি পানি, এবং তারপর-ই বুঝতে পারে এই ভর দুপুরে আবারও খালি পেটে পানি খাওয়া উচিত হয়নি তার।
কিন্তু, ততক্ষণে তা পেটের ভেতরে চলে গেছে, আর এখন একমাত্র পেচ্ছাবের রাস্তা ছাড়া শরীর থেকে বের করে দেবার কোনো উপায় নেই। পানি খেয়ে নোট তিনখানা সে কোমরের কাছে লুঙ্গির ভাঁজে গুজে খাটলি ধুতে চলে যায়। খাটলি ধোয়া শেষ হলে ওর মাথাটা ভো ভো করে, আর নতুন পানি যেন পেটের ভেতর সকালের পুরোনো পানির সাথে মিশে বিষাক্ত হয়ে তার ক্রিয়া শুরু করে দেয়। সে সহ্য করতে ব্যর্থ হয়, এবং জানাযার জন্য সমবেত হতে থাকা লোকজন থেকে দূরে সরে গিয়ে পেট চেপে ধরে বসে থাকে, চুপচাপ লোকজনের আসা-যাওয়া দেখে। সাদা সাদা পাঞ্জাবী আর মাথায় চুপি পরা লোকগুলোকে তার কেমন জানি শুদ্ধ ও উদার মনে হয়।
এতদূর থেকেও সে অনেক লোকের শরীরে মাখা আতরের গন্ধ ও মৃতের পাশে জ্বালানো আগরবাতির সুবাস পায়, আর হয়ত সেই সুবাসের কারণেই তার সব শুদ্ধ মনে হয়। সে বসেই থাকে, এবং এক সময় সবাই বাড়ির পাশের মাঠে জড়ো হয়ে খাটলিসহ লাশ সামনে রেখে সার বেঁধে জানাজার জন্য দাঁড়ায়। সামনে ইমাম সমবেত সবার দিকে ফিরে কী সব বলা শুরু করলেও সে বসেই থাকে, কারণ উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র শক্তি সে জড়ো করতে ব্যর্থ হয়।
সে ভেবেছিল এভাবেই দূর থেকে দেখে জানাযা শেষ হলে ফিরে যাবে, কিংবা সোজা গিয়ে বসবে কাফিরুদ্দিনের তাড়ির ভাটিতে, কিন্তু, কেউ একজন তাকে দেখে ফেলায় তা হয় না আর, বরং জোর করে টেনে নিয়ে গিয়ে জানাযায় দাঁড় করিয়ে দেয়! সে খুব অস্বস্তিতে পড়ে যায়, এবং সম্পূর্ণ নাপাক কাপড়ে নামাযে দাঁড়াতে তার হাত-পা কাঁপে, সে আবারও ভীত হয়, আর একটি মৃতকে সামনে রেখে পবিত্রবোধে জড়ো হওয়া এতগুলো মানুষের মধ্যে কেবল নিজেকেই খুঁজে পায় ক্ষমার অযোগ্য অপরাধ নিয়ে দাঁড়িয়ে থাকতে। তার এও বোধ হয়, তার নাপাক শরীরের সাথে লাগলে অপরজনও নাপাক হয়ে যাবে, যা তার পাপের মাত্রা বাড়িয়ে তুলবে আরও, ফলে পাশের জন থেকে দূরে সরে দাঁড়ায়, আর মহান আল্লাহকে সাক্ষী রেখে কায় মনে ক্ষমা প্রার্থনা করতে করতে শুরু হয়ে যাওয়া জানাযা কয়েকবার ভুল তাকবির ও রুকুসহ আদায় করে, আর জানাযা শেষ হওয়া মাত্র কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির পথে হাঁটা দেয়।
বেশি দূর আসতে পারেনি, হঠাৎ তার মনে হয় কিছু একটা ভুলে গেছে সে। এতক্ষণ হুশ ছিল না, কিন্তু মুহূর্তেই সে টের পায় কোমরের কাছে লুঙ্গির যেখানে টাকাটি রেখেছিল জায়গাটা ফাঁকা। দ্রুত সে হাত দেয়, এবং নোটগুলো সেখানে নেই দেখে মুহূর্তেই তার মনে হয়, প্রাণ বায়ু বেরিয়ে বেরিয়ে গেল মাত্র। নিথর, নির্বাক সে হতভম্বের মতো হাউমাউ করে চিৎকার করে উঠে, এবং আশে-পাশে হারিয়ে যাওয়া নোটগুলো উদ্ভ্রান্তের মতো খুঁজতে শুরু করে! সে এতটাই অসহায়, হতাশ ও কষ্ট বোধ করে যে, কিছুতেই কান্নার তীব্র শব্দ থামাতে পারে না, বরং ওভাবে কাঁদতে কাঁদতেই দিকভ্রান্তের মতো অজগর মিয়ার বাড়িরে দিকে দৌড় দেয়। হয়ত দৌঁড়ে আসতে আসতেই তার চিন্তার সুযোগ হয়, কিংবা মৃতের বাড়ির কাছে আসতেই স্মরণ হয়, অত লোকজনের মাঝে সে নিশ্চয় এভাবে চিৎকার করে কাঁদতে পারে না, কিংবা কাউকে জানাতে পারে না যে, তার কবর খোঁড়া বাবদ পাওয়া ৩০০টাকা হারিয়ে গেছে।
মৃত্যু শোকাচ্ছন্ন পরিবেশে সামান্য এই অর্থের শোক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তারপরও সে ছুটে আসে, আর ছুটতে ছুটতেই পথের প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে হারানোর নোটগুলো খোঁজে, কিন্তু পায় না। অবশেষে কান্না সংবরণ করে চোখ মুছতে মুছতে সে সেই জায়গাটায় আসে যেখানে সে বসেছিল। জায়গাটি তন্ন তন্ন করে খুঁজেও টাকাটা পায় না, ফলে সে লুঙ্গির বাঁধন খুলে আবারও ভালভাবে দেখে, অথচ টাকার হদিশটি পর্যন্ত পায় না। এরপর সে ঘাটে যায়, যেখানে খাটলি ধুয়েছিল, অথচ সেখানেও না পেয়ে তার কবরের কথা মনে পড়ে। সীমাহীন কষ্ট আর সেই সাথে ভয়ানক খিদে তাকে প্রচন্ড কান্নার জন্যই কেবল আকুল করে তোলে না, বরং একটি মানুষ যতটা নিরাশ ও আশাহত হলে নিজের জীবন শেষ করে দিতে পারে, তারও অধিক নিরাশায় সে বুক চেপে ধরে বসে পড়ে।
তারপর চুপচাপ অপেক্ষা করে, আর আশপাশ ভালভাবে দেখে নিয়ে লুকিয়ে চোখ থেকে অঝোর ধারায় নেমে আসা জল মোছে, এবং মাটির দিকে তাকিয়ে থাকে, নির্বাক। কতক্ষণ কেটেছে ওভাবে বলতে পারবে না সে। এরপর সবাই কবর দেয়া শেষে এক এক করে ফিরে এলে সে ধীরে ধীরে কবরের এগিয়ে যায়। যদিও টাকাটি ওকে দেয়া হয়েছিল কবর থেকে একটু দূরেই, তারপরও সে যেমন প্রথমবার টাকাটা না পেয়ে একবার লুঙ্গি খুঁজে দেখার পরও আবারও লুঙ্গি খুলে ভালভাবে দেখে কোনো ভাঁজে রয়ে গেছে কিনা, ঠিক তেমন-ই মনোভাব ও আশায় কবর থেকে দূরে টাকাটা দেয়া হলেও, সে নির্দিষ্ট জায়গাটি ছাড়াও কবরের চারপাশও ভালভাবে খুঁজে দেখে, এবং না পেয়ে আবারও বসে পড়ে বুক ফাটা কান্নার চিৎকার ও আহাজারী নিয়ে। ওর সেই কান্নার শব্দ দূর হতে কেউ হয়ত শুনে থাকতে পারে, আর তাদের ধারণা হতে পারে যে, মৃতের জন্য সীমাহীন কষ্টেই সে অমন করে কাঁদছে, কিন্তু, কেবলমাত্র সেই জানে তার কী হারিয়েছে, এবং সম্ভবত ঐ মুহূর্তে পৃথিবীর আর কোনো কষ্টই তার কষ্টকে ছাপিয়ে যাবার ক্ষমতা রাখে না।
সে কাঁদতেই থাকে, আর কাঁদতে কাঁদতেই মনে নতুন এমন এক সম্ভাবানার দেখা দেয়, যা কেবল অবান্তরই নয় শুধু, অসম্ভব, অথচ ওর মনে হতে থাকে, টাকাটি কবরে পড়ে যায়নি তো কোনোভাবে। সে একটু এগিয়ে যায়, চারপাশে তাকায়, এবং সদ্য দেয়া কবরের নরম মাটিতে হাত রাখে, আর তখনই অদূরে অজগর মিয়ার বড় ছেলের গলার স্বর শোনে!
সে কিছুতেই ফিরে আসতে চায় না, অথচ তাকে ফিরতেই হয়, আর সারাপথ ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সম্পূর্ণ আশাহীনভাবে ধীর পায়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। পথে সে আবারও থামে, এবং হয়ত তড়িঘড়িতে ভুল হবার সম্ভাবনায় নির্জন মতো একটি জায়গা দেখে লুঙ্গি খুলে ফেলে সম্পূর্ণ উলংগ হয়ে হাতে নিয়ে শক্তি দিয়ে ঝাড়ে। বাতাসে লুঙ্গি ঝাড়ার শব্দ হয় আর সে টাকা পড়ার শব্দ ভেবে মাটির দিকে চমকে তাকায়! না, টাকা নয়! পুনরায় ভয়ানক কান্না এসে তাকে প্রায় বিহ্বল করে তোলে, আর উলংগ অবস্থাতেই লুঙ্গিটা হাতে নিয়ে ধুপ করে বসে পড়ে। এতক্ষণ বোবা কান্না আর সীমাহীন কষ্ট ওকে প্রায় বধির করে তুলেছিল, কিন্তু, এত খোঁজা-খুজির পর যখন সে নিশ্চিত হলো যে টাকাগুলো সে চিরকালের জন্য হারিয়েছে, তখন সে আর কাঁদতে পারে না, বরং ভয়ানক এক হিংস্রতা ওকে পেয়ে বসে।
তারপর সবগুলো দিকে উন্মাদের মতো তাকাতে তাকাতে যে টাকাটা পেয়েও ওকে ফেরত দেয়নি কিংবা লুকিয়ে রেখেছে, তাকেসহ তার চৌদ্দগুষ্টিকে অনন্তকালের জন্য হাবিয়া দোযখে পোড়ায়। এভাবে সে খানিকটা আরাম বোধ করে, ক্রোধ প্রশমিত হয়ে আসে কিছুটা, অথচ সময় যত এগিয়ে যেতে থাকে সন্ধ্যার দিকে, ততই সে নিজেকেই জাহান্নামের ভয়াল আগুনে টের পায়। ক্ষুধা সেই মুহূর্তে ওকে এতটাই গ্রাস করে যে, সে পেটে হাত দিয়ে চিৎকার করে উঠে, আর কোনোভাবেই সহ্য করতে না পেরে সামনের মাটিতে হালকা সবুজ ঘাস দু’হাতে মুটো করে ছিঁড়ে আনে, মুখে ঢুকিয়ে দেয়! একটা তৃণভোজী পশুর মতোই সে চোখ বন্ধ করে সেগুলো চিবুতে থাকে আর চোখ থেকে অঝোর ধারায় বেরিয়ে আসা জলের ফোঁটা কোনোভাবেই তাকে শান্ত করে তুলতে পারে না আর। ঘাস চিবুতে চিবুতেই সে উঠে দাঁড়ায় , আর লুঙ্গিটা পরে হাঁটা শুরু করে।
৫.
জীবনে প্রথমবার ওর বাড়ি ফিরতে এত সময় লাগে, এবং এও মনে হয় যে, কমছে কম কয়েকশ’ মাইল পাড়ি দিয়ে সে ঘরে ফিরেছে।
সীমাহীন ক্লান্তিতে সে বারান্দায় বসে পড়ে, কিন্তু, কিছুক্ষণের মধ্যেই এক ধরনের অস্বস্তি ও শরীরে সারাদিনের লেগে থাকা ঘাম তাকে বাড়ির পাশের পুকুরের দিকে টেনে নিয়ে যায়। পুকুরে নেমে সে অনেকক্ষণ পানিতে শরীর ডুবিয়ে বসে থাকে, এবং তাতে পেটের ব্যথা কিছুটা কম অনভূত হয়। সারাদিন পর এই প্রথম সে এতটা আরাম বোধ করে, তাই সে পানির মধ্যেই কেবল মাথা বাদে সমস্ত শরীর ডুবিয়ে বসে থাকে। মাঝে মাঝে শরীর, পিঠ ও বগলের নিচে ভালভাবে কচলায়, যেনবা সারাদিনে অনেক ময়লা জমেছে ত্বকের পরতে পরতে, যা কেবল মাটির নয় শুধু কবরেরও, কিংবা সকালে পেচ্ছাব করে পানি না নেওয়া নাপাক শরীরে কবর খোঁড়া, আর ওভাবেই জানাযায় অংশগ্রহণের ফলে যে দারুণ নাপাক বোধ ওর মনে পোক্ত হয়ে বসেছে, তাকে ভালভাবে ঘষে ত্বক থেকে যেমন, তেমন-ই মন থেকেও দূর করতে থাকে।
সে ওভাবেই পানির মধ্যে ডুবে থাকে, আর ক্রমশঃ অন্ধকার হয়ে আসা পৃথিবীকে ওর মনে হয় একটা প্রকান্ড গুহা, যার মধ্যে সে একাই বন্দী হয়ে পড়েছে, আর রাত হয়ে আসার সাথে সাথেই মস্ত এই গুহা গাঢ় অন্ধকারে ভরে উঠবে, আর পৃথিবীর সমস্ত মৃতরা জেগে উঠবে একসাথে।
কিছুটা ভয় ভয় করে, আর সেই ভয়ের মাঝেই তার চোখে একটি দৃশ্য ধরা পড়ে। এতক্ষণ হয়ত সে খেয়াল করেনি, কিন্তু, একটি নারী শরীরের আকার পুকুর পাড় থেকে কলসি কাখে ধীরে ধীরে চলমান হলে সে বুঝতে পারে কিসমত আলীর বিধবা মেয়ে পরীবানু গোসল সেরে পানি নিয়ে ফিরছে। হয়ত সারাদিনের কাজ শেষে সেও এসেছিল পুকুরে গোসল করতে, আর ওকে পানির মধ্যে ডুবে থাকতে দেখে নিজের উপস্থিতি গোপন করে, অথচ দীর্ঘ সময় অপেক্ষার পরও সে উঠছে না দেখে বাধ্য হয়েই পুকুর থেকে উঠে পড়ে।
ভেজা কাপড়ে জড়সড় পরীবানু কলসি কাখে দারুণ ছন্দে এগিয়ে যায়। ওর শরীরের তুলনায় শাড়ি যেন অনেক ছোট হয়ে পড়েছে, কিংবা ভেজা শাড়িই হয়ত সংকুচিত হয়ে ওভাবে অনুদার হয়ে পড়েছে।
শেষ বিকেলের আলোতে দূর থেকে বুভুক্ষের মতো সে পরীবানুর চলে যাওয়ার পথে তাকিয়ে থাকে, আর পেছন থেকে দেখা সম্পূর্ণ পরীবানু কিংবা কেবলমাত্র তার হাঁটা অথবা তার সুসাস্থ্যবান নিতম্ব ওকে রীতিমতো মোহগ্রস্থ করে তোলে, যার ফলে সে একদিকে যেমন ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, তেমন-ই ভুলে যায় ৩০০টাকার শোক। পরীবানুর গমন পথে সে তাকিয়ে থাকে অপলক আর হালকা ছন্দে কেপে উঠা ওর নিতম্বকে তখন আর পৃথিবীর কোনো বস্তু মনে হয় না, বরং মনে হয় অপার্থিব বা আসমানি কিছু, আর অমন মহামূল্যবান জিনিস দেখতে দেখতে কখন যেন সে জাহান্নামের আগুন থেকে বেরিয়ে এসে নিজেকে কল্পনা করে বেহেস্তের সবচেয়ে সুন্দরতম স্থানে, যেখানে চারিদিকে অপরূপ হুর-পরীগণের মাঝে পরীবানুকেও দেখতে পায়, ভেজা কাপড়ে আবৃত, জড়সড়, কিংবা সম্পূর্ণ উলঙ্গ, আর কেবলমাত্র তাকেই ওর মনে হয় দোজাহানের সবচেয়ে রূপসী রমনী হিসেবে। এমন মোহনীয় ভাবনায় কোথায় যেন সে হারিয়ে যায় সম্পূর্ণরূপে, আর ধীরে ধীরে যখন চোখ বুঝে আসে, তখন ওর হাত জলের নিচে বিশেষ উদ্দেশ্য গন্তব্যে পৌছে যাবার জন্য সচল হয়।
পরম এক শান্তি যেন নেমে আসতে শুরু করে, ফলে সে চোখ খোলে না, বন্ধই রাখে, আর পরীবানুর গমনের পথ থেকে একটুও মুখ না ফিরিয়ে নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দেয় হাতের কাছে। পরীবানু ফিরে তাকায় না, যেনবা সত্যি সত্যিই সে আসমানের পরী, আর,সে এমন অবজ্ঞাকেও প্রেমের লক্ষণ হিসেবে ধরে নিয়ে স্বপ্ন ও চরম কল্পনার পথে এগিয়ে যেতে থাকে।
পানির নিচে ডুবে থাকা ওর শরীরের হালকা হালকা ঝাঁকুনিতে পুকুরের স্থির পানিতে ছোট ছোট ঢেউ উঠে, এবং একটি দুটি করে ঢেউয়ের সংখ্যা দ্রুত বাড়াতে থাকে, যা এক সময় ওর শরীরের প্রবল কাঁপুনির মধ্যে দিয়ে হঠাৎ করে থামে, অথচ কিছু সময় পর পুনরায় ঢেউ তৈরী হতে থাকে, এবং এবার তা পূর্বের চেয়ে বড় আকারে তৈরী হয়, আর তা দু’হাতে মুখ ঢেকে রাখা শুক্কুর হৃদয়বিদারী কান্নার বিপন্ন পরিধি থেকে ক্রমশঃ বাড়তে বাড়তে পাড়ের দিকে নিরব, করুণ ও মলিনভাবে এগিয়ে আসে।
৬.
অতঃপর সন্ধ্যা নামে গাঢ় হয়ে, এবং অন্যান্য দিনের তুলনায় আজকের সন্ধ্যাটি যেন অনেক দেরী করে ও সময় নিয়ে নামে, আর কখনোই এমন সন্ধ্যা পেরিয়ে পৃথিবী পুনরায় ভোরের মুখ দেখবে না, এমন বোধ হতে থাকে শুক্কুরের, এবং কোথাও যেন এমনই অনন্ত এক অন্ধকার তার কাছে ভীষণ কাম্য হয়ে উঠে। ঘরের দাওয়ায় বসে অনেকটা ঝরঝরে শরীরে সে সময় নিয়ে সন্ধ্যা নামা দেখে। ওর ভাল লাগে, এবং পৃথিবীকে মনে হয় সুন্দর। মেঘমুক্ত আকাশ নিয়ে সন্ধ্যা নামলে স্বাভাবিকভাবেই পৃথিবী উজ্জ্বল ও তাৎপর্যময় হয়ে উঠে।
হঠাৎ আযান পড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।