দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! প্রতিদিন প্রতিরাত প্রতিজন প্রতিমন হারায় হাত বাড়ায় হাত হারায় ঘুম বাড়ায় ঘুম হারায় হাসি বাড়ায় হাসি হারায় আগুন বাড়ায় আগুন দিন কাটে, বুক চাটে কুকুরে ফাঁদ হাঁটে, যদি পায় ঘুঘুরে কুকুরেরা কেড়ে নেয় বুকটা মুগুরেরা জোরে আঁটে হুকটা সুঁই-সুতো, ঠোট দুটো আটকায় ইলিশেরা মরে যায় জাটকায় ফুলগুলো ফুটলেই ঠিকঠাক কাকগুলো আঁধারেই দিক ডাক চোখগুলো হারালেই আলোতে দাঁতগুলো তেড়ে আসে কালোতে নাকগুলো বকুলের ঘর-দোর শিউলীর কামিনীর সোনা ভোর পা গুলো খুব তাই ডানা চায় স্বপ্নেরা হালি হালি ছানা চায় শিরদাঁড়া হয়ে যায় শক্ত দেখে সব নদী ভরা রক্ত কালো কালো হাতগুলো বিশ্রীর গালভরা কথাছুরি মিস্রির কালো ছেলেটার বুকে পতাকা কেউ ভাবে স্বাধীনতা "ক'টাকা" সাদা মেয়েটার বুকে ভরা প্রেম সাদা-কালো কালো-সাদা ওল্ড গেইম খেলে যায় শুওয়ের বাচ্চারা হাততালি দেয় "জ্বী আচ্ছা" রা জ্বী হুজুর স্যার স্যার বাম-ডান মাটি কাঁপে বুক ফাটে খান-খান কোটি টাকা চলে যায় অস্ত্রে কি দরকার অন্নে ও বস্ত্রে? উঁচু নিচু নিচু উঁচু ভেদাভেদ দেখে দেখে কারো বুকে জমে খেদ ভন্ডেরা "ভি" দেখায় বিজয়ের জুটে যায় বেশ কিছু খাঁ-খয়ের ভালো যারা বোকা তারা শুনে যাই "ভালো" তবে টাটা গুড বাই বাই দাঁতগুলি শান দিয়ে তীক্ষ্ণ করে নেব ঠিকই নির্বিঘ্ন নখগুলি দৈত্যের আকারে বড় বড় থাবা হবে আহারে শিং দুটি তেল মেখে চক্চক্ করে নেব; গিলে খবো ঢক্ঢক্ অমানুষ যতো সব গুলিয়ে, সত্যিই, মিছে নয় বুলি-এ। ডেকে যাবে কাকগুলো কর্কশ বুকে তবু রাখবোনা প্রেম-রস দোয়েলেরা টিট্-টিট্ ডাকলেও মাঝি ভাই হেইয়ো টা হাঁকলেও আমি শুধু কানে নেব হাহাকার দুঃখী মানুষের দুঃখে "কে কাহার"? একথার জবাবটা পশুকেঃ ছুঁড়ে দেবো ফুঁড়ে দেব বড়লোকি মুড়ে দেব অধিকার নেব নেব তুমি শুধু ভেবো ভেবো ভেবে শুধু থেমো থেমো সুখে সুখে ঘেমো ঘেমো ডানা দুটো ছুড়ে ফেলে সাহসটা দূরে ঠেলে শিরদাঁড়া ভুলে ভুলে কেঁচো-মানবের খোলে সাক্সেস নিয়ে কোলে বাড়ি ফিরে সব ভুলে ডুবে থেকো সুখ সুখ অসুখে।। পুনশ্চ : "তারপরে যদি দেখি হাসি মুখ সে হাসিতে যদি ভাই ভরে বুক হাসি হাসি ফুল ফুল গান গান ডানা পাবে হাত-পা ও চোখ কান ঠিকই যাবো উড়ে দূরে দ্রুত পা'য় যেইখানে স্বপ্নেরা ডানা চায়।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।