এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। প্রথম দিন সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ছয় হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। নকলের দায়ে বিভিন্ন স্থানে ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট শিক্ষা বোর্ড থেকে বহিষ্কারের কোনো খবর পাওয়া যায়নি।
সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৩ লাখ ১৫ হাজার দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৯১ হাজার ৮৬০ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখের বেশি।
পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা মহানগরীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। শেষ পর্যন্ত তা অব্যাহত রাখা হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রথম থেকে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রে স্থানীয় যেকোনো অবাঞ্ছিত লোকের প্রবেশ রোধ করতে বদ্ধপরিকর ছিল। আজ তা নিশ্চিত হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডে ৮৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ বোর্ডে বহিষ্কার হয়েছে তিনজন। যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ৬৩০ জন আর বহিষ্কার হয়েছে একজন। রাজশাহী বোর্ডে ৩১১ জন অনুপস্থিত, বহিষ্কার হয়েছে একজন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ৪০৫, চট্টগ্রামে ১৩৮ এবং সিলেটে ৭৭ জন। বরিশাল বোর্ডে ১৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত, একজনকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর বোর্ডে ২৬৬ জন অনুপস্থিত, বহিষ্কার হয়েছে তিনজন। মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৬৭ জন অনুপস্থিত, বহিষ্কার হয়েছে ৯ জন। এ ছাড়া কারিগরি বোর্ডে ৩৮০ জন অনুপস্থিত, বহিষ্কার হয়েছে পাঁচজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।