স্বপ্ন দেখুন, একদিন সত্যি হবেই...
সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হবে। বেলা দু’টায় দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানা যাবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় ১২ মে ফল প্রকাশিত হচ্ছে।
এদিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারই প্রথমবারের মতো ডিজিটালাইজডভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ফল প্রকাশ করা হবে। সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে ফল প্রকাশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৩ লাখ ১৫ হাজার দু’জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
দুপুর দু’টার পর www.educationboard.gov.bd ঠিকানায় ভিজিট করে এসএসসির ফলাফল জানা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।