অ্যালবামটি প্রকাশ ও বাজারজাত করছে ব্যান্ডটি নিজে। অ্যালবামের সঙ্গে আরও কিনতে পাওয়া যাচ্ছে শিরোনামহীন সদস্যদের স্বাক্ষর করা নানা ডিজাইনের টি-শার্ট, গিটার পিক, লিরিক প্যাড, মগ। ব্যান্ডের পণ্য পাওয়া যাবে নির্দিষ্ট নাম্বারে ফোন কলের মাধ্যমে।
ব্যান্ড প্রধান জিয়াউর রহমান জিয়া গ্লিটজকে বলেন, “আমরা শ্রোতা-ভক্তদের ব্যান্ড। তাই চেয়েছি অ্যালবাম নিয়ে নিজেরাই যাব শ্রোতা-ভক্তদের কাছে।
তাদের সঙ্গে কথা বলব, ছবি তুলব, গান গাইব। অটোগ্রাফের একটা ব্যাপারও থাকবে অবশ্যই। ”
“আমাদের মিউজিক প্রডিউসাররা পাইরেসির কারণে ব্যবসা করতে পারছেন না। বাজার থেকে টাকাও তুলতে পারছেন না। সেদিক থেকে আমরা বরং নতুনভাবে শুরু করলাম।
” বলেন জিয়া।
অ্যালবামটির প্রকাশ ও প্রচারণার পরিকল্পনা করেছেন জিয়া। মোড়কসহ বেশ কিছু সুভেনিরের নকশাও করেছেন তিনি। হাসিমুখ সিকুয়েলের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে তারই পরিচালনায়।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, অন্তু করিম।
অ্যালবামের রের্কড লেবেল ইনকারশন মিউজিক, ডিস্ট্রিবিউটর সাইরেন বিডি এবং আর্ন্তজাতিকভাবে আইনি সহায়তা দিচ্ছে ও বাজারজাত করছে কাইনেটিক মিউজিক এলএলসি।
জিয়া জানান, বিনামূল্যে ডাউনলোড সুবিধা দেওয়ার জন্য এরই মধ্যে ১২০ ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কাইনেটিক মিউজিক।
ব্যান্ডের ভোকালিস্ট তানজির তুহিন গ্লিটজকে বলেন, “আমরা আগের মতোই আছি। তবে সময়ের পরিক্রমায় কিছুটা ঋদ্ধ হয়েছি। অ্যালবামে শ্রোতা-ভক্তরা তাদের চাহিদা অনুযায়ীই খুঁজে পাবেন আমাদের।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।