আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে যুবককে পিটিয়ে হত্যা



যশোর: পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে যশোর সদরের দত্তপাড়া নতুনহাট এলাকায় আব্দুর রশিদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মনিরুল (২৫) নামে আরেক যুবক আহত হয়। নিহত রশিদ ও আহত মনিরুলের সদরের ভাতুড়িয়া নারায়ণপুর এলাকায়। দুজনই ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করতেন। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, সম্প্রতি যশোর সদরের দত্তপাড়া এলাকার শামিম, চশমা সাগর, টগর, রফিকুল প্রমুখ বৈদু্যুতিক ট্রান্সফরমার চুরি করে।

রশিদ ও মনিরুল কয়েকদিন আগে চুরির বিষয়টি জানিয়ে দিলে দুর্বৃত্তরা তাদের ওপর ক্ষিপ্ত হয়। সোমবার সকালে ওরা মোবাইলফোনে রশিদ ও মনিরুলকে দত্তপাড়ায় ডেকে নিয়ে যায়। এরপর তাদের একটি আমবাগানে সারাদিন আটকে রেখে মারধর করে। রাতে মারাত্মক আহত অবস্থায় দুজনকে চাঁচড়া বাজারে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাত ৯টার দিকে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন।

মনিরুলকেও মারাত্মক আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান পুলিশ সূত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।