ঈদের আগে শেষ রবিবার কলকাতার ঈদের বাজার ছিল জমজমাট। কলকাতার নিউমার্কেট, জানবাজার, রাজাবাজার, পার্কসার্কাস- শহরতলির সর্বত্রই নেমেছিল ক্রেতাসাধারণের ঢল। কলকাতার সঙ্গে জেলাগুলিতেও চলছে শেষ মূহুর্তের কেনাকাটার ব্যস্ততা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এদিন দুপুর থেকেই শহরের নামী শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সর্বত্রই ছিল ক্রেতাদের উপছে পড়া ভিড়। বাজারগুলিতে ভিড় সামলানোর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কলকাতা এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে।
এদিন বেশি ভিড় ছিল জামা-কাপড়ের দোকানগুলিতে, এখানে পাওয়া গিয়েছে হাল ফ্যাশনের নতুন জামা-কাপড়-প্যান্ট, আর নমাজ পড়ার অসাধারন কাজ করা সব টুপি। জুতোর দোকান গুলিতেও ছিল চোখে পড়ার মত ভিড়। তবে এবারের ঈদে ক্রেতাদের মন কেড়েছে বাংলাদেশের বাহারি লুঙ্গি। সাদা বা ঘিয়ে রঙের উপর রঙ্গিন সুতোর কাজ করা কিংবা রঙিন লুঙ্গির ওপর সুতোর সুক্ষ কাজ করা শঙ্খ মার্কা, ইসমাইল, নবাব, চাঁদ লুঙ্গির চাহিদাই সবচেয়ে বেশি। শুধু লুঙ্গি বা টুপি-ই নয়, ঈদ উপলক্ষ্যে সুরমা, আতর থেকে শুরু করে বিভিন্ন জিনিসের বিক্রিও বেড়েছে।
বিক্রি হচ্ছে হরেক রকমের সেমাই, লাচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।