আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা ফিরছেন কলকাতায়!

একদিন এই কলকাতা থেকে বাধ্য হয়েই বিতাড়িত হতে হয়েছিল তাঁকে। এবার দীর্ঘ ছয় বছর পর সেই কলকাতায় ফিরতে চলেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তবে সশরীরে নয়, তাঁর লেখার মধ্যে দিয়েই তিরি ফিরতে চলেছেন প্রিয় শহর কলকাতায়। তসলিমার লেখার ওপর ভিত্তি করেই একটি বেসরকারি বাংলা টেলিভিশন চ্যানেল (আকাশ আট)-এ শুরু হতে চলেছে ধারাবাহিক ‘দু:সহবাস’। মহিলাদের নানা সমস্যা-দু:খ-দুর্দশা, তার বিরুদ্ধে লড়াই সবই তুলে ধরা হবে এই ধারাবাহিকে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিকটি, দেখা যাবে সোম থেকে শনিবার প্রতিদিন রাত ১০ টা’য়।

তসলিমা বলেন, ‘পণপ্রথা, জোর করে বিবাহ, পাচার হয়ে যাওয়া কিংবা ধর্ষণের শিকার হওয়া সেইসব সাহসী মহিলাদের প্রতিবাদের ভাষা, তাদের জীবনকাহিনী, মহিলাদের অধিকার সম্পর্কে সচেতন করা সবই তুলে ধরা হবে এখানে। ২০০৬ সালেই এই ধারাবাহিক করার পরিকল্পনাটি মাথায় এসেছিল, কিন্তু সেসময় কলকাতা ছেড়ে দিল্লি পাড়ি দেওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়। এখন প্রযোজকরা নতুন করে বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় এটি শুরু হতে চলেছে’। তসলিমা জানিয়েছেন, কলকাতাতে শারীরিক উপস্থিতি না থাকলেও এভাবে লেখার মধ্যে দিয়েই তিনি কলকাতার মানুষের কাছে থাকতে চান।

তিনি বলেন, যদি আমার কাজ মানুষের কাছে পৌঁছয়, তাহলেই আমি খুশি হব। '

ইতিমধ্যেই ওই চ্যানেলটিতে তসলিমার একটি প্রোমোও চলছে, যাতে বলা হচ্ছে ‘আমি তসলিমা নাসরিন, ছয় বছর পর ফিরছি আপনার কাছে, কলকাতায়’। ‘দু:সহবাস, আমার প্রতিবাদের ভাষা, আপনার প্রতিবাদের ভাষা, বাংলার সবমেয়ের প্রতিবাদের ভাষা, ফিরে আসছি আমি তসলিমা নাসরিন, শুধুমাত্র আকাশ আট’এ। তসলিমার লেখা,চিন্তাভাবনা সম্বলিত এই ধারাবাহিকটি নিয়ে কলকাতার জনমানসেও বেশ সাড়া ফেলেছে।

১৯৯৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর ইউরোপে চলে যান ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’, ‘দ্বিখন্ডিত’-এর লেখিকা।

এরপর ২০০৪ সালে তিনি কলকাতায় আশ্রয় নেন। কিন্তু ২০০৭ সালে তত্কালীন বাম সরকারের আমলে একপ্রকার বাধ্য হয়েই কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। তসলিমার ভিসা বাতিল এবং পশ্চিমবঙ্গ থেকে তাঁকে বিতাড়নের দাবিতে ওই বছরের নভেম্বর মাসে মৌলবাদীদের রোষের হাত থেকে বাঁচতে অত্যন্ত গোপনে তসলিমাকে রাজ্যের বাইরে চলে যেতে হয়। তারপর থেকেই দীর্ঘ ছয়বছর দিল্লিতে পুলিশি ঘেরাটোপে বসবাস করছেন তসলিমা।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।