আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদ ব্লগিং এবং পর্যবেক্ষন যটিলতা



ামি প্রায় ২ মাস আগে ব্লগে আইডি করলে ও এখনো নিরাপদ ব্লগার হতে পারি নাই।অথচ লেখা ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে।এখন আমাকে বলেন এই সাত দিন মানে কয় দিন? শুনেছি খোদা তায়ালা সাত দিনে দুইন্যা বানাইছেন! কেউ কেউ বলেন আরবী তে সাত ম,আনে অসংখ্য।তাইলে এইখানে কি সাত অসংখ্য অর্থে ব্যবহার করা হইছে? যদি হয় তাইলে প্রশ্ন বাংলাদেশের বাংলা ব্লগে আরবী নিয়ম কেনো?? একটা ভাল ব্লগসাইট হিসেবে উচিত ছিল নির্দিষ্ট দিন ঠিক করে রাখা।যেমন ২ মাস বা এক মাস পর এক জন ব্লগারকে সেফ করা হবে।কিন্তু সাত দিনের কথা বলে মডারেটর রা কি ঘুম দেন! না ভূলে যান! এরকম দায়িত্বজ্ঞান হীন কর্মকান্ড সামুর মত ব্লগে মানায় না! আরেক টা কথা এখানে লেখা পর্যবেক্ষনে রাখা হবে সাত দিন। ভাল কথা। কিন্তু আমাকে কমেন্ট করার ক্ষমতা না দিয়া মডারেটররা কিসের পর্যবেক্ষণ করে তা আল্লাহ মালুম!! অবশেষে শেষ কথা, আমার পর্যবেক্ষণের সাত দিন উত্তীর্ন হয়ে গেছে। এখন আমাকে নিরাপদ করেন।চারিদিকে বিপদের মাঝে ব্লগে এসে ও যদি বিপদে থাকতে হয় তাইলে ক্যামনে কি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.