আমি একজন নিরাপদ ব্লগার-কিন্তু নিরাপদ আম জনতা নই। প্রশ্ন করেত পারেন এ কেমন কথা। আমি ব্লগে আমার মতামত স্বধীনভাবে উপাস্থাপন করতে পারি যা সম্ভব নয় অন্য আর কোন মিডিয়াতে। আমার সাংবাদিকতার ক্ষুদ্র অভগ্গতায় দেখেছি এমন অনেক সংবাদ বহু কষ্ট করে যোগার যন্ত ও ব্যায় করে সংবাদ পাঠালাম কিন্তু এর পরেরদিন প্রতিক্ষার ফল শুন্য। আমি এক নেতাকে ৭১'র সময় তার পিতার ভুমিকা নিয়ে প্রশ্ন করে বিশাল ঝামেলায় পড়তে হয়েছিল। কিছুদিন আগে টিভিতে দেখলাম বড় মাপের এক নেতা কয়েকটি টিভি চ্যানেলের মাইক্রোফোন সামনে নিয়ে বললেন এই এই কারনে ৩৬ ঘন্টা হরতাল। ব্যাস হরতালের আগের রাতে গাড়ী পোড়ানো হল হরতালের দিন পিকেটাররা হরতাল সফল করতে গিয়ে আমাকে বহন করা সিএনিজ থেকে জোর করে নামিয়ে দিল আমি নির্বাক কিছু বলতে পারলাম না কারন আমি একজন নিরাপদ আম জনতা নই। আমরা আর কতদিন অনিরাপদ জনতার কাতারে থাকতে হবে? আর কত দিন দুর্নিতিবাজ নেতাদের রক্ষা করতে আন্দোলনের নামে নিরিহ মানুষগুলোকে নিয়ে খেলতে সুযোগ তৈরি করে দিব? আমরা কি কিছু দেখতে পাইনা,তাহলে কবে নাগাদ দেখতে পাব? ***এ দেশের নিরাপদ মানুষগুলোকে সঠিক ভাবে চিনতে শুরু করব কবে নাগাদ ?????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।