যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ফেসবুক হোক হাদিস চর্চার জায়গা জাতিও পোস্টটাতে মাইনাচ দিতে না পারিয়া আমার কেমন কেমন যেনো লাগতেছে। গা কামড়াইতেছে। চক্ষু জ্বালাপালা করতেছে। মনে হইতেছে পোস্টটারে ছিইড়া টুকরা টুকরা করি। এট লিস্ট মাইনাচ দেই, একশটা মাইনাচ দেই, মাইনাচ মেশিন লইয়া মাইনাচ দেই!
কিন্তু কিছুই করতে না পারিয়া আমার মাথা ঘুরাইতেছে, বমি বমি আসতেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।