ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস
অহংকার কারো জন্যই ভালো ফল বয়ে আনে না। এত যে বাজে কথা গুলা কালকে শুনলাম।
আজকে যদি বলি কোন স্কোর টা সম্মানজনক।
নেদারল্যান্ড:০২ - ০১ ব্রাজিল
নাকি,
জার্মানি:০৪ - ০০ আর্জেন্টিনা।
আফসোস শুধু মেসির জন্য।
কাকা অত ভালো খেলোয়াড় না । কিন্তু মেসির নাম টা যে আর থাকল না। একটা গোল ্ও যে আর্জেন্টিনা দিতে পারল না ।
রিফাত হোসেন। কই মিয়া।
আইজকা মাইনাচ দিয়া যাও। যত ইচ্ছা লিংক দিয়া যা্ও । কালকে ভালো করে বলছিলাম, ভাই এইসব দিয়েন না্ । আজকে কত দিতে ইচ্চা করে দেও মিয়া। তোমার মতো সাপোর্টার এর লজ্জা হ্ওয়া উচিত।
আমি আগে শুরু করি নাই। কালকে কাটা ঘায়ে নুন ডলছ। কই তুমি?? মাইনাচ দে ্ও
রাজসোহান ভাই, ইটস এ টাইম টু ডিস্কো। কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। যারা যারা কালকে আমার পোস্টে আইসা নুন ডলছেন .. আজকে তাদের মতামত টা জানতে চাই।
[সরি ভাই, আর্জেন্টিনা ভালো খেলছে এটা নিয়ে তর্ক করব না। সেটা ৬০ মিনিট পর্যন্তই। তারপর আর কি। মনোবল ভাঙলে আর কিছু থাকে না। কিছুদিন আগে একটা পোস্টে বলছিলাম আগে গোল খাইলে জিবনেও আর্জেন্টিনা শোধ করে খেলায় ফিরে আসতে পারে না ।
প্রমাণ পাইছেন]
রাগ নাই । কারো উপর রাগ নাই। অহংকার সুফল বয়ে আনে না। কাকার মতো মেসিও হারিয়ে গেল। গোল না পাইলে ইতিহাস কাউরে মনে রাখে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।