http://www.facebook.com/Kobitar.Khata
এই আমার জিপি ইন্টারনেট স্পিড।
আলো আসবেই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এখন আমার জীবন অন্ধকার। ৫/৭ মাস ইন্টারনেট ব্যবহার করেছি সনিএরিকসন কে ৭৫০আই দিয়ে। স্পিড খুব একটি ভাল পেতাম না। জিপি ক্ষ্টমার কেয়ারে বলার পর ওরা বলল মোবাইলে এর থেকে ভাল স্পিড পাওয়া যাবে না।
কারণ মোবাইলে শুধুমাত্র জিপিআরএস মডেম আছে। ভাল স্পিড চাইলে মডেম কিনতে হবে। ওদের কথা বিশ্বাস করে সাথে আলো আসবে বিজ্ঞাপনের ফাঁদে পড়ে হাওলাত করে টাকা দিয়ে জিপি ইন্টারনেট কিনলাম। ফলাফল কখনও কখনও মোবাইল থেকেও খারাফ স্পিড। সরকার অনেক বার ব্র্যান্ডইথড এর দাম কমিয়েছে।
কিন্তু জিপি দামতো কমালোইনা বরং দিন দিন স্পিড খারফ থেকে খারাফ হচ্ছে। তাই জিপিকে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।