আমাদের কথা খুঁজে নিন

   

পতিতাদের অভয়ারণ্য।

আজ আমার মন ভাল নেই

শহরের প্রায় শতাধিক পতিতা মিরপুর মাজারকে তাদের খদ্দের জোগাড়ের স্হান হিসেবে ব্যাবহার করে। সন্দার পর বিভিন্ন বয়েসী পতিতায় ভরে ওঠে মাজার চত্বর। কেউ ফ্লাক্সে চা বিক্রির নামে কেউবা জিয়ারতি অথাবা ভবঘুরের ভান করে ঘরে বড়ায় মাজার এলাকায়। খদ্দেরের সঙ্গে সরাসরি অতবা দলালের মাধ্যমে লেনদেন ঠিক হলে খদ্দেরর পছন্দমতো জায়গায় চলেযায়। গত জানুয়ারি মিরপুর থানা পুলিশ মাজার থেকে ২৭ জান পতিতাকে গ্রেপতার করে।

মাজারের ম্যানেজার আবুল হোসেন শিকদার বলেছেন, মাঝেমধ্যে আমরা এই সব মেয়েদের ধরে পুলিশের সোপর্দ করি। দু-এক দিন যেতে না যেতেই পুলিশ তাদের ছেরে দেয়। অনুসন্দানে জানা যায়, এসব পতিতা কাছে থেকে পুলিশ এবং মাজারের সিকিউরিটি গার্ডরা নিয়মিত উৎকোচ পায়। দেহব্যবসার মতো একিভাবে সন্দ্বার পর জমে ওঠে গাজা বিক্রির ব্যবসা। এখানে সাইজ অনুযায়ী গাজার কোড নাম স্টিক, পোটলা প্রভৃতি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.