পুরান আমি নব ভাবনায় বিভোর.. আমাদের দেশ অপাড় সম্ভাবনার দেশ হিসেবে গোটা দুনিয়ার কাছে পরিচিত হলেও আমরা নিজেরাই কিন্তু সেরকম ভাবি না । আমাদের শিক্ষা ক্ষেত্রে , শিল্প , গার্মেন্টস খাত , ঔষধ শিল্প , মাতৃসাস্থ্য, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সহ অবস্থান , সফটওয়্যার শিল্প ও বাংলার Always Hit super hero কৃষকের অবিরাম বিপ্লব সহ অনেক খাতে আমাদের প্রভুত উন্নতি হয়েছে । আপনি মানতে চান বা নাই চান । যা ঘটার ঘটে গেছে ।
শত উন্নয়নের মাঝেও বারবার একটি সমস্যা আমাদের পথ আগলে ধরছে ।
রাজনৈতিক অস্থিরতা । আর যা কিনা আমাদের সকল খাত কেই করছে অস্থির । আসলেই কি মুল সমস্যা আমাদের রাজনৈতিক দল গুলোর নাকি আমাদের চিন্তা ভাবনায় । এবার বুঝি ভাবার সময় এসেছে বৈকি ।
আমাদের সুশীল সমাজ এর সদস্য যারা তারা সারা দিন ভর রাজনীতি কে গালাগালি করি , খারাপ মন্তব্য করি, করতে পছন্দ করি , কিন্তু ওটা ধরা যাবেনা ছুয়া যাবে না টাইপ এর কথা ।
আমরা নিজেদের কে সৎ , মেধাবি , সৃষ্টিশীল, দেশপ্রেমিক বলে সারাদিন ঢোল পিটাই তারা কিন্তু এগিয়ে আসি না । বাম , ডান আর মধ্য পন্থি বলে সারাদিন নিজের গিয়ান জাহির করি তারা কি এগিয়ে আসি রাজনীতির জন্য । না আসি না । আমরা রাজনীতিতে যাচ্ছি না । যারা অনেক পরে ৪০ উর্ধো বয়সে যাচ্ছেন তারাও হয়তো দেশপ্রেম নিয়ে যাচ্ছেন না ।
কারন তখন অর্থ , খ্যাতি , ইগো পেয়ে বসেছে আপনাকে আমাকে ।
আমরা সবাই রাজনীতি নিয়ে কটু কথা বলতে , মন্তব্য করতে রাজি কিন্তু তার সমস্যা টা কি , কেন তারা বারবার রাষ্ট্রিয় সিস্টেমে স্থুলতা আনছে ???
আমরা যেমন পতিতাদের ঘৃনা করি , তাদের নিয়ে অশ্লীল মন্তব্য করতে পছন্দ করি ( টকশো টাইপ) কিন্তু পতিতা কেন পতিতা বলে এই সমাজে পরিচিত হলো, আমাদের কিছু করনীয় আছে কিনা , কে বা কারা এদের ব্যবহার করে ছুরে ফেলে আর বড় বড় কথা বলে ......?????
আসুন রাজনীতিকে পতিতার মত ঘৃনা না করে নারীর মত সম্মান, ভালবাসা ও স্নেহের দৃষ্টিতে দেখি ও ভাবি । শুভ দিন তবেই আসবে । তৈরী থাকুন , তৈরী করুন নিজেকে ।
আপনি আমি নিজেদের মেধাবী , সত ভাবছি , দেশ নিয়ে অন্য ভাবে ভাবতে শিখছি তাদের কে রাজনীতি তে নামতে হবে ।
Everybody is waiting for somebody …
No one will come and bring the changes…
It’s you , who will bring all changes ....
Existent রাজনৈতিক দল গুলোতেই আমাদের যোগদান করে এর কোয়ালিটি বারাতে হবে । আর এই ক্ষেত্রে রাজনৈতিক দল গুলোর উচিত হবে মেধাবী, সত , তরুনদের জায়গা করে দেওয়া । এখন আর ছাত্র রাজনীতি আমাদের সত অ সুযোগ্য জাতীয় রাজনীতিক উপহার দিতে পারছে না বরং উচ্ছৃংখল কিছু ঘেউ পাচাটা ঘাড়ে চাপিয়ে দিয়ে যাচ্ছে ।
আমাদের পসিটিভ ভাবতে হবে, ভাবতে হবে । কেন তৃনমূল থেকে আমাদের পরিবর্তন আনা যায়না ।
খুব সহজ না হলেও খুব কঠিন কিন্তু নয় । কেন আমরা বিশ্ববিদ্যালয় পাশ দিলে ভাবি যে অন্যের যায়গায় কামলা দিতে হবে । যারা নিজেদের নেতৃত্বগুন আছে তারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতে পারেন । চেয়ারম্যান নির্বাচন করুন । আমি ২৬ বছরের অনেক তরুন কে এবার নির্বাচিত হতে দেখেছি ।
হাসি পাচ্ছে না??? কেন অনেক জাতীয় নেতার অতীত ইতিহাস কিন্তু এটাই । যাদের মেধা আছে , সততা আছে, আছে জনপ্রিয়তা , আছে নেতৃত্ব গুন তারা নেমে পড়ুন নতুন একটা দেশ গড়ার যুদ্ধে । আর বলে রাখি সত্যের জয় সুনিশ্চিত । তরুনের জয়ও সুনিশ্চিত । আসুন নতুন করে ভাবি ।
মূল কথায় আসা যাক । আমাদের দেশে রেজিস্টার্ড রাজনৈতিক দল গূলো ইচ্ছে করলেই এখন তাদের দলীয় ফান্ড গঠন করতে পারে । নির্বাচন কমিশন তাদের এই ক্ষেত্রে সাহায্য করতে পারে । যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছে করলেই সেই ফান্ডে অনধিক ১০লক্ষ টাকা বার্ষিক অনুদান দিতে পারবে । একই ব্যক্তি বেশী টাকা দিতে পারবে না কারন অনেক ব্যবসায়ী এই ক্ষেত্রে রাজনৈতিক দল গুলো কে ব্যবহার করতে চাইবে ।
তাহলে রাজনৈতিক দল গলো শুধ চাদা আর টেন্ডার এর উপর নির্ভর না করে নিজেদের জনপ্রিয়তা ও জনসমর্থনের কথাও চিন্তা করবে । আর কোন রাজনৈতিক দল কাউকে তাদের ফান্ডে টাকা জমা দিতে বাধ্য করলে তাদের নির্বাচন থেকে দূরে রাখা হবে রাষ্ট্রিয় ভাবে । এই ফান্ড থেকে উপজেলা , জেলা , বিভাগীয় ও জাতীয় কমিটি গুলোর নেতা দের ভাতার ব্যবস্থা করা যেতে পারে । রাজনৈতিকদল গুলো তাদের বিভিন্ন কর্মসূচীতে এই ফান্ড ব্যবহার করতে পারবে । বছর শেষে কোন চার্টাড একাউণ্টেন্ড ফার্মের দারা তাদের খরচেরহিসাব নিকাশ করাবেন এবং সরকার কে তা জমা দিবেন ।
বিশ্বের অনেক উন্নত দেশে এই ব্যবস্থা রয়েছে । তবে কোন মতেই ওদের অনুসরন করা যাবে না । কারন ওদের সামাজিক ও রাষ্ট্রিয় ব্যবস্থা একেবারে ভিন্য ।
আমাদের রাজনৈতিক দল গুলো এখন পর্যন্ত তেমন কোন মতার্দশ খাড়া করতে পারে নি কারন হলো আমরা রাজনীতি নিয়ে অনেক কথা বলতে পছন্দ করি কিন্তু রাজনীতিতে অংশগ্রহন করতে নিরুতসাহী । এটা ঠিক নয় ।
আসুন সবাই …।
গোল হয়ে বসুন সবাই …
দোহাই লাগে একটি বার স্থির হয়ে ভাবুন সবাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।