আমাদের কথা খুঁজে নিন

   

আমরা যেমন পতিতাদের ঘৃনা করি , তাদের নিয়ে অশ্লীল মন্তব্য করতে পছন্দ করি ( টকশো টাইপ) কিন্তু পতিতা কেন পতিতা বলে এই সমাজে পরিচিত হলো, আমাদের কিছু করনীয় আছে কিনা , কে বা কারা এদের ব্যবহার করে ছুরে ফেলে আর বড় বড় কথা বলে ......?????

পুরান আমি নব ভাবনায় বিভোর.. আমাদের দেশ অপাড় সম্ভাবনার দেশ হিসেবে গোটা দুনিয়ার কাছে পরিচিত হলেও আমরা নিজেরাই কিন্তু সেরকম ভাবি না । আমাদের শিক্ষা ক্ষেত্রে , শিল্প , গার্মেন্টস খাত , ঔষধ শিল্প , মাতৃসাস্থ্য, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক সহ অবস্থান , সফটওয়্যার শিল্প ও বাংলার Always Hit super hero কৃষকের অবিরাম বিপ্লব সহ অনেক খাতে আমাদের প্রভুত উন্নতি হয়েছে । আপনি মানতে চান বা নাই চান । যা ঘটার ঘটে গেছে । শত উন্নয়নের মাঝেও বারবার একটি সমস্যা আমাদের পথ আগলে ধরছে ।

রাজনৈতিক অস্থিরতা । আর যা কিনা আমাদের সকল খাত কেই করছে অস্থির । আসলেই কি মুল সমস্যা আমাদের রাজনৈতিক দল গুলোর নাকি আমাদের চিন্তা ভাবনায় । এবার বুঝি ভাবার সময় এসেছে বৈকি । আমাদের সুশীল সমাজ এর সদস্য যারা তারা সারা দিন ভর রাজনীতি কে গালাগালি করি , খারাপ মন্তব্য করি, করতে পছন্দ করি , কিন্তু ওটা ধরা যাবেনা ছুয়া যাবে না টাইপ এর কথা ।

আমরা নিজেদের কে সৎ , মেধাবি , সৃষ্টিশীল, দেশপ্রেমিক বলে সারাদিন ঢোল পিটাই তারা কিন্তু এগিয়ে আসি না । বাম , ডান আর মধ্য পন্থি বলে সারাদিন নিজের গিয়ান জাহির করি তারা কি এগিয়ে আসি রাজনীতির জন্য । না আসি না । আমরা রাজনীতিতে যাচ্ছি না । যারা অনেক পরে ৪০ উর্ধো বয়সে যাচ্ছেন তারাও হয়তো দেশপ্রেম নিয়ে যাচ্ছেন না ।

কারন তখন অর্থ , খ্যাতি , ইগো পেয়ে বসেছে আপনাকে আমাকে । আমরা সবাই রাজনীতি নিয়ে কটু কথা বলতে , মন্তব্য করতে রাজি কিন্তু তার সমস্যা টা কি , কেন তারা বারবার রাষ্ট্রিয় সিস্টেমে স্থুলতা আনছে ??? আমরা যেমন পতিতাদের ঘৃনা করি , তাদের নিয়ে অশ্লীল মন্তব্য করতে পছন্দ করি ( টকশো টাইপ) কিন্তু পতিতা কেন পতিতা বলে এই সমাজে পরিচিত হলো, আমাদের কিছু করনীয় আছে কিনা , কে বা কারা এদের ব্যবহার করে ছুরে ফেলে আর বড় বড় কথা বলে ......????? আসুন রাজনীতিকে পতিতার মত ঘৃনা না করে নারীর মত সম্মান, ভালবাসা ও স্নেহের দৃষ্টিতে দেখি ও ভাবি । শুভ দিন তবেই আসবে । তৈরী থাকুন , তৈরী করুন নিজেকে । আপনি আমি নিজেদের মেধাবী , সত ভাবছি , দেশ নিয়ে অন্য ভাবে ভাবতে শিখছি তাদের কে রাজনীতি তে নামতে হবে ।

Everybody is waiting for somebody … No one will come and bring the changes… It’s you , who will bring all changes .... Existent রাজনৈতিক দল গুলোতেই আমাদের যোগদান করে এর কোয়ালিটি বারাতে হবে । আর এই ক্ষেত্রে রাজনৈতিক দল গুলোর উচিত হবে মেধাবী, সত , তরুনদের জায়গা করে দেওয়া । এখন আর ছাত্র রাজনীতি আমাদের সত অ সুযোগ্য জাতীয় রাজনীতিক উপহার দিতে পারছে না বরং উচ্ছৃংখল কিছু ঘেউ পাচাটা ঘাড়ে চাপিয়ে দিয়ে যাচ্ছে । আমাদের পসিটিভ ভাবতে হবে, ভাবতে হবে । কেন তৃনমূল থেকে আমাদের পরিবর্তন আনা যায়না ।

খুব সহজ না হলেও খুব কঠিন কিন্তু নয় । কেন আমরা বিশ্ববিদ্যালয় পাশ দিলে ভাবি যে অন্যের যায়গায় কামলা দিতে হবে । যারা নিজেদের নেতৃত্বগুন আছে তারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতে পারেন । চেয়ারম্যান নির্বাচন করুন । আমি ২৬ বছরের অনেক তরুন কে এবার নির্বাচিত হতে দেখেছি ।

হাসি পাচ্ছে না??? কেন অনেক জাতীয় নেতার অতীত ইতিহাস কিন্তু এটাই । যাদের মেধা আছে , সততা আছে, আছে জনপ্রিয়তা , আছে নেতৃত্ব গুন তারা নেমে পড়ুন নতুন একটা দেশ গড়ার যুদ্ধে । আর বলে রাখি সত্যের জয় সুনিশ্চিত । তরুনের জয়ও সুনিশ্চিত । আসুন নতুন করে ভাবি ।

মূল কথায় আসা যাক । আমাদের দেশে রেজিস্টার্ড রাজনৈতিক দল গূলো ইচ্ছে করলেই এখন তাদের দলীয় ফান্ড গঠন করতে পারে । নির্বাচন কমিশন তাদের এই ক্ষেত্রে সাহায্য করতে পারে । যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছে করলেই সেই ফান্ডে অনধিক ১০লক্ষ টাকা বার্ষিক অনুদান দিতে পারবে । একই ব্যক্তি বেশী টাকা দিতে পারবে না কারন অনেক ব্যবসায়ী এই ক্ষেত্রে রাজনৈতিক দল গুলো কে ব্যবহার করতে চাইবে ।

তাহলে রাজনৈতিক দল গলো শুধ চাদা আর টেন্ডার এর উপর নির্ভর না করে নিজেদের জনপ্রিয়তা ও জনসমর্থনের কথাও চিন্তা করবে । আর কোন রাজনৈতিক দল কাউকে তাদের ফান্ডে টাকা জমা দিতে বাধ্য করলে তাদের নির্বাচন থেকে দূরে রাখা হবে রাষ্ট্রিয় ভাবে । এই ফান্ড থেকে উপজেলা , জেলা , বিভাগীয় ও জাতীয় কমিটি গুলোর নেতা দের ভাতার ব্যবস্থা করা যেতে পারে । রাজনৈতিকদল গুলো তাদের বিভিন্ন কর্মসূচীতে এই ফান্ড ব্যবহার করতে পারবে । বছর শেষে কোন চার্টাড একাউণ্টেন্ড ফার্মের দারা তাদের খরচেরহিসাব নিকাশ করাবেন এবং সরকার কে তা জমা দিবেন ।

বিশ্বের অনেক উন্নত দেশে এই ব্যবস্থা রয়েছে । তবে কোন মতেই ওদের অনুসরন করা যাবে না । কারন ওদের সামাজিক ও রাষ্ট্রিয় ব্যবস্থা একেবারে ভিন্য । আমাদের রাজনৈতিক দল গুলো এখন পর্যন্ত তেমন কোন মতার্দশ খাড়া করতে পারে নি কারন হলো আমরা রাজনীতি নিয়ে অনেক কথা বলতে পছন্দ করি কিন্তু রাজনীতিতে অংশগ্রহন করতে নিরুতসাহী । এটা ঠিক নয় ।

আসুন সবাই …। গোল হয়ে বসুন সবাই … দোহাই লাগে একটি বার স্থির হয়ে ভাবুন সবাই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।