নাই
আমাদের এই বাংলাদেশ বরই আজব একটা জায়গা। এখানে বেশির ভাগ মানুষ জন জানে না যে কে কি হইতে চাই, কার কথা বলব, আমি নিজেই তো জানাতাম না। মনে পরে শিশুকালে আম্মু আব্বু এর ইছ্ব্বাস্বরুপ ইঞ্জিনিয়ার হয়ার স্বপ্নে বিভোর ছিলাম। সত্য হল আমি জানতাম না র কি হয়া যায় অথবা আমাকে জানানোর কোন ইচ্ছেবোধ করে নাই আমার আশে পাশে থাকা মানুষগুলো। এস এস সি পরীক্ষা দেয়ার আগে অনুভব করতে থাকি আমার এই ইচ্ছেতে কথাও সমস্যা আছে। এইচ এস সি এ বিঞ্জান এর পড়া পড়টে গিয়ে অনুভব হয় যে ইঞ্জিনিয়ারগীরি আমার জন্য নয়। আজ সে অনুভুতি হবার ৫ বছর পর বুঝতে পারি সে অনুভব আমার জন্য কতটা দরকার ছিলো। কিনতু আমার অনেক বন্ধুকে যখন দেখি এই ডাত্তার ইঞ্জিনিয়ার হবার জন্য অথবা বিঞ্জান এর কোন বিষয় এ পরতে না পরার দুঃখে তারা তাদের থেকে হারায় গেছে তখন মনে হয় এই অবস্থার জন্য সে তো দা্য়ি নয় দায়ি তো তারাই যারা তাকে বুঝতে দেয় নাই সে কে কে কি চা্য়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।