আমাদের কথা খুঁজে নিন

   

জানুন white collar criminal দের…

জয়ী

White collar crime কি?সাধারনভাবে আমরা বুঝি ক্ষমতাবানদের দ্বারা সংঘটিত কোন অপরাধ বিশেষ করে অ্থনৈতিক যা সাধারণ মানুষের অগোচরে করা হয় অথবা White collar crime করে থাকে কারন এক মাএ তাদেরই এ crime করার সুযোগ আছে lower বা middle class দের নেই। তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে টাকা ইন কাম করে এবং সে টাকা দিয়েই অপরাধ ঢেকে ফেলে। যেমন ঋনখেলাপী। যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋন নিয়ে prado/pazero/benz car এ ঘুরে বেড়ায় কিন্তু ঋন পরিশোধ করার নাম নেয় না । অথবা যারা হুন্ ডির মাধ্যমে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে বাশ দিচ্ছে অথবা সরকার কে tax দেয় না এক টাকা কিন্তু তার দখলে কোটি কোটি টাকার সম্পদ।

এবার Blue color cime: চুরি,ডাকাতি,খুন ইত্য্যদি যেসব নিয়ে আমরা বেশি মাতামাতি করি সেসব হল Blue color cime। একজন চোর যে কিনা ধরেন পাচঁ হাজার টাকা দামের এক্ টা সাইকেল চুরি করল,সে যদি ধরা পরে তাকে আমরা কত নিরদয় ভাবে পেটাই অথচ যে লোক কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে বাশ দিচ্ছে তাকে আমরা সালাম দেই। কিন্তু দেখুন কে বড় অপরাধী। একজন চোর চুরি করলে হয়ত দুএকজনের ক্ষতি হয় কিন্তু একজন white collar criminal দের কারনে সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হয় সেটা আমরা কেউ ভাবি না। এনিয়ে কোন নিদিষ্ট আইন নেই থাকলেও সেটার প্রয়োগ নেই।

আর যারা আইন তৈরি করে তাদের কথা আর কি বলব!! white collar criminal রা অন্য criminal দের চেয়ে হাইলাইট কম হয় কারন এখানে ফিজিক্যাল ইঞ্জুরি হয় না এবং জনগনের অগোচরে হয় কিন্তু ক্ষতির পরিনাম অনেক বেশি হয় । আমরা সবাই ভিকটিম হই । দেশের ইকোনমির মেরুদন্ড ভেঙ্গে যায়। দেশ সারাজিবন developing country হিসেবেই থেকে যাবে developed country আর হবে না যদি না আমরা সচেতন না হই। আমরা ছিচঁকে চোরকে নিরদয় ভাবে পেটাই আর যে পুকুর চুরি করে তাকে সম্মান করি হায়রে বাঙ্গাল!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.