আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে জানুন,জানুন নিজের জাতিসত্তার ইতিহাস

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

আজকাল একটা ব্যাপার খুব লক্ষ্য করছি,আমাদের বয়সী যারা তাদের মাঝে একটা প্রবণতা খুব কাজ করে,তারা প্রায় সবাই কেমন যেন ইতিহাস বিমুখ। এরা প্রায় নিজেদের ইতিহাস তথা নিজেদের জাতিসত্তার কথা জানেই না। তাদের এ না জানার পেছনে সম্ভবত তাদের অসচেতনতাই দায়ী বলে আমার বিশ্বাস। হয়ত আমি ক্যাডেট কলেজের গুটিকয় ছেলেদেরই দেখেছি,বাইরের ছেলেমেয়েরা হয়ত আরও অনেক বেশী সচেতন। কিন্তু তারপরও কথা থেকে যায় ।

তারা হয়ত জানে কিন্তু উপলব্ধি করতে পারে না। নইলে কেন আমার আগের স্কুলের বন্ধুদের সাথে কথা বলার সময় দেখি তাদের সাথে কথা বলতে হয় কোন কম্পিউটার গেমস কিংবা কোন মোবাইলে কত বেশী অপশন,তা নিয়ে। তাদের সাথে কোন ইতিহাস কিংবা দেশের কোন ব্যাপার নিয়ে কথা বলতে গেলেই,ভাই,এইসব বোরিং কথা কইস না। সবাই জানে বঙ্গভঙ্গ হয়ছিলো ১৯০৫ সালে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম বঙ্গভঙ্গের উদ্দেশ্য সম্পর্কে কিচ্ছু জানে না।

আমি তো মাত্র ১০০বছর আগের ইতিহাস টানলাম,কিন্তু ২০০০ বছর আগে গ্রিক বীর আলেকজান্ডার যে বিশ্বজয়ে বের হয়ে বাঙ্গালী জাতিকে দেখে ভয় পেয়ে ব্যাক করছিল সে খবরটাও কি কেউ জানে। এরা পড়াশুনা করে অথচ এটা জানে না,এক সময়ে বাংলাদেশ ছিল এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র। মহানবী (সঃ) জ্ঞান অর্জনের জন্য যে চীন দেশে যেতে বলেছিলেন সেই চীন থেকেও ছাত্ররা আসত এ দেশে পড়াশুনার জন্যে। সোমপুর বিহার ছিল অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। অথচ একালের ছাত্ররা আমরা সে খবর জানিই না।

এর ব্যার্থতার দায়ভার অবশ্যই এখন যারা দেশের নেতৃত্বে আছেন তাদের। অবশ্য তাদের এই ব্যার্থতার কারণ আছে। তারা বড় হয়েছেন একটা বিপর্যস্ত সময়ের মাঝে। সেই কারণে ওনাদের এই প্রজন্মের লোকেরা দেশ চালাতে হিমশিম খাচ্ছে। যেহেতু সামনে আমাদের প্রজন্মের হাতে এই দায়িত্ব ভার আসছে তাই আমাদের এখনই সচেতন হতে হবে এবং তার জন্যে এখনই কাজ শুরু করতে হবে।

তাই আহবান করছি যারা আমাদের সমবয়সী তারা এখন থেকেই কাজে লেগে পড়। আর প্রথম কাজ হল নিজে জানা। চল,আমরা জানা শুরু করি। আমরা সব জানব...সব!জানার মাঝে কোন ভাল খারাপ নাই। যদি থাকে তবে আমরা ভালটাও জানব খারাপটাও জানব।

কিন্তু আমাদের জানতে হবে সঠিকটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.