লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কংবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। ভালোলাগা ও না লাগা নিয়েই মানুষ। বলা হয় অতিরিক্ত কোন কিছুই ভালো না। তাই জেনে নিন কিছু অদ্ভুত ম্যনিয়ার কথা। ম্যনিয়া হলো এমন কিছু রোগ বা উপসর্গ যা নিজের অজান্তেই তৈরি হয়, যখন ম্যনিয়া আপনার ভালো লাগা বা মন্দ লাগাকে পুরোপুরি নিয়ত্রন করবে তখন আপনি হয়ে যেতে পারেন একজন ম্যানিয়াক।
আসুন জানি কিছু অদ্ভুত ম্যনিয়া সম্পর্কে ---
Clinomania: ক্লিনোম্যনিয়া
শীতের দিন একটু বেশীক্ষন শুয়ে থাকতে চাওয়া খারাপ কিছু না আসলে। তবে ক্লিনোম্যনিয়া'র রোগীদের জন্য শীত গ্রীষ্মের কোনো বালাই নেই। এদের সারাবছরই বিছানায়, চাদর বা ব্ল্যাংকেটের নিচে শুয়ে থাকার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। সারকথা হলো অতিরিক্ত ঘুমানোর অবসেশন এবং সারাদিন কাথা, বালিশ নিয়ে শুয়ে থাকা
discomania: ডিস্কোম্যনিয়াঃ
ধুম ধাম গান শুনলেই মেজাজ চটে যায়? খুবই বিরক্ত লাগে?? আপনার মত যাদের সবসময়ই এমন হয় তারা এই রোগে আক্রান্ত। প্রথমদিকে ডিস্কোটাইপ মিউজিক দিয়ে শুরু পরে প্রায় সব ধরনের মিউজিক ই অসহ্য হয়ে উঠে।
Demonomania : ডিমনোম্যনিয়া:
এই রোগের কারণ হলো হরর মুভি। বেশীর ভাগ হরর মুভিতেই দেখানো হয় যে শয়তানে ধরলে কি রকম এটিচুড মানুষ-জন শো করে। এগুলো দেখে দেখে একটা সময় মানুষ ভয় পেতে থাকে এই ধরনের লোক জনকে। পরিনতি স্বরূপ নিজেকেই পসেসড ভাবতে শুরু করে। মনে করে আমার মধ্যেও বুঝি শয়তানে ভয় করেছে ।
এবং তাদের আচরণ এও এই ধরনের অবসেশন লক্ষ্য করা যায়।
Onomatomania: অনমাটোম্যনিয়া
এটা হলো স্পেসিফিক কিছু ওয়ার্ড বার বার রিপিট করার টেন্ডেন্সি। কথায় কথায় একটা শব্দ ব্যবহার করতে চাওয়া।
plutomania:প্লুটোম্যনিয়া
টাকা ছাড়া প্রিথিবীতে কিছুই নাই, আমার অনেক অনেক অনেক টাকা লাগবে, টাকা নাই- টাকা নাই যারা সার্বক্ষণিক এমন করেন ও যে কোনো পরিমাণ টাকাই তাদের কাছে নগন্য তারা এই প্লুটোম্যনিয়া রোগে আক্রান্ত
Gamomania: গ্যমোম্যনিয়া
এটা হলো সবাইকে বিয়ে করার প্রস্তাব পাঠানোর ইচ্ছা। এই ধরণের লোক একসাথে অনেক মানুষকে বিয়ে করার ইচ্ছা পোষন করে এবং বেশী ভাগই একের অধিক বিয়ে করে।
anthomania: এন্থোম্যনিয়া
যারা এই রোগে আক্রান্ত তারা ফুলদেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে কিংবা ফুল ছাড়া কিছুই ভালোলাগে না। তারা হয় সব কিছুতেই ফুলের সৌরভ চান কিংবা কোনো অদ্ভুত কারনে তারা ফুল জিনিসটা সহ্যই করতে পারে না। কিছু ক্ষেত্রে এ ধরনের লোক ফুলের গন্ধেই বমি করে দেয় বা অজ্ঞান হয়ে যায়।
Cartacoethes: ক্যর্টাকোথেস
এটা হলো ম্যপ নিয়ে অবসেশন। মানুষ ব্রেইন সব জায়গায় ফেইস চিনতে অভস্থ্য হলেও সব জায়গায় ম্যপ দেখার ব্যপারটা কিন্তু একটু অবাক করার মতই।
এরা ইভেন খাবারের মধ্যেই বিভিন্ন ম্যপের শেইপ দেখতে পায়।
sophomania:সোম্ফোম্যনিয়া
একজন বিনা কারনেই তাঁর আশেপাশের কাউকে খুব জ্ঞানী, বুদ্ধিমান মনে করেন, নিজের সব কাজ সেই ব্যাক্তির সাথে তুলনা করেন। নিজেকে ছোট মনে করেন। অজান্তেই তাঁর শুধু ঈর্ষা হয় ও নিজের জন্য আক্ষেপ হয় ।
আরো কিছু ম্যনিয়ার নাম
ablutomania- শুধু শুধু হাত পা বা দিনে বহুবার গোসল করার রোগ
agromania - খোলা জায়গায় থাকতে চাওয়ার বা রুমে দম বন্ধ হয়ে আসার রোগ
anglomania - ইংলিশ বা ইংল্যন্ডের লোকের প্রতি মাতারিক্ত আসক্তি
aphrodisiomania - অস্বাভাবিক যৌন আচরন করা
arithmomania - সংখ্যা বা নম্বার কে ভয় পাওয়া বা অতি ভালোবাসা
bibliomania - বইয়ের প্রতি মাত্রারিক্ত আসক্তি
cacodemomania - কারো ভিতর খারাপ আত্মা বা প্রেত আছে বিশ্বাস করা।
catapedamania - উচু যায়গা থেকে লাফ দাওয়ার ইচ্ছা
chinamania -চিনাদের প্রতি মাত্রারিক্ত আকর্ষণ বোধ করা
choreomania- নাচের বা নাচার প্রতি আকর্ষণ
dacnomania - কথায় কথায় খুন করার ইচ্ছা বা কৌতুহল
dipsomania - মদের প্রতি যৌনাকাঙ্খার চেয়ে বেশী আসক্তি
আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ম্যনিয়া থাকতে পারে, নিদিষ্ট মাত্রা পর্যন্ত তা দোষের কিছু নয়। তবে সতর্ক থাকা উচিত। যদি মাঝারি পর্যায় থেকে কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন কিছু ঔষধ আর একজন দক্ষ সাইকোলজিস্ট আপনাকে সাহায্য কতে পারবেন তবে দেরী হয়ে গেলে সত্যি দেরী হয়ে যেতে পারে
তথ্যসুত্র- ম্যনিক ডিপ্রেশন Kay Redfield ও সাইকোলজিকাল জার্নাল
আগের পর্ব-
আপনি কি একজন সিজোফ্রেনিয়াক?? সিজোফ্রেনিয়াকে জানুন, জানুন নিজেকে(সাইকোলজি ও রোগ-২)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।